এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > দুর্যোগের কাজে বিরোধীদের যুক্ত না করার অভিযোগ, বড় দাবি তুললেন শুভেন্দু, গুরুত্ব দিতে নারাজ তৃণমূল!

দুর্যোগের কাজে বিরোধীদের যুক্ত না করার অভিযোগ, বড় দাবি তুললেন শুভেন্দু, গুরুত্ব দিতে নারাজ তৃণমূল!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  এক বছর আগে আমপান নামক ভয়াবহ ঘূর্ণিঝড়ের সময় তিনি ছিলেন শাসকদলের মন্ত্রী। কিন্তু এখন তিনি আর শাসক দলের সঙ্গে নেই। বর্তমানে তৃণমূলের প্রতিপক্ষ রাজ্যের বিরোধীদল ভারতীয় জনতা পার্টির বিরোধী নেতা তিনি। তবে এক বছর আগে যেভাবে মানুষের পাশে থেকে তৃণমূলের মন্ত্রী হিসেবে কাজ করেছিলেন, এক বছর পর নন্দীগ্রামের বিধায়ক তথা রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সেই একই ভাবে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছিলেন।

কিন্তু তিনি সহ বিজেপির যারা জনপ্রতিনিধি আছেন, তাদের দুর্যোগের সময় মানুষের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে বাধা প্রয়োগ করা হয়েছে বলে অভিযোগ তুলতে শুরু করেছেন এই বিজেপি নেতা। পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সর্বদলীয় বৈঠকের দাবিও করতে দেখা যায় শুভেন্দু অধিকারীকে। তবে বিজেপি বিধায়ক তথা বিরোধী দলনেতা এই দাবি করলেও, তাকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল কংগ্রেস। স্বাভাবিক ভাবেই শাসক-বিরোধী তরজায় আবার নতুন করে প্রাকৃতিক দুর্যোগ ইস্যু নিয়ে দড়ি টানাটানি শুরু হয়ে গেল রাজ্যে।

সূত্রের খবর, বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুর জেলার বিজেপি বিধায়কদের নিয়ে একটি বৈঠক করেন রাজ্য বিধানসভার বিজেপির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী‌। আর সেখানেই প্রশাসনের দুর্যোগ মোকাবিলা নিয়ে প্রশ্ন তুলে দেন তিনি। সাংবাদিক বৈঠকে শুভেন্দু অধিকারী বলেন, “বিজেপি করা এবং অন্য দলকে ভোট দেওয়ার জন্য নন্দীগ্রাম সহ বহু এলাকার মানুষকে বঞ্চিত করা হয়েছে। আমরাই তাদের থাকার ব্যবস্থা করছি। প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যেও রাজ্যে বিরোধীদলের জনপ্রতিনিধিদের উপেক্ষা করা হচ্ছে। এটা গণতন্ত্রের পরিপন্থী। প্রধানমন্ত্রীর এসে সবার সঙ্গে বৈঠক করলেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পশ্চিমবঙ্গের প্রশাসনিক ব্যক্তিদের সঙ্গে বৈঠক করলেন। অথচ এই রাজ্যের সরকার বিজেপির জনপ্রতিনিধিদের উপেক্ষা করছেন। আমরা আশা করব, এই ধরনের বিপর্যয়ের সময় প্রশাসন দল ও মতের উপরে উঠে কাজ করবে। আমরা প্রশাসনের সঙ্গে সহযোগিতার জন্য তৈরি।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অর্থাৎ দুর্যোগ মোকাবিলার ক্ষেত্রে বিরোধী দলের জনপ্রতিনিধিদের যে কোনোভাবেই গুরুত্ব দেওয়া হচ্ছে না, সেই অভিযোগ তুলে তৃণমূল কংগ্রেস সরকার এবং প্রশাসনকে কার্যত চাপের মুখে ফেলে দিলেন শুভেন্দু অধিকারী। যদিও বা বিরোধী দলনেতার এই মন্তব্যকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল কংগ্রেস।

এদিন এই প্রসঙ্গে পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল সভাপতি তথা মন্ত্রী সৌমেন মহাপাত্র বলেন, “সরকার এখানে যে কাজ করছে, তাতে বিরোধী বলে কোনো কথা নেই। এই সময় সবাই মিলে মানুষের পাশে দাঁড়ানোর সময়। এখন পর্যালোচনা করতে বসলে আর বাঁধ বাধা হবে না। জনপ্রতিনিধিদের কি আমন্ত্রণ করে আনতে হবে? আমিও তো জনপ্রতিনিধি। আমাকে তো কেউ আমন্ত্রণ করেননি।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!