এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > দুর্যোগে কেন্দ্রের বঞ্চনা নিয়ে সরব মমতাকে ধুয়ে দিলেন দিলীপ ঘোষ! করলেন বিস্ফোরক অভিযোগ!

দুর্যোগে কেন্দ্রের বঞ্চনা নিয়ে সরব মমতাকে ধুয়ে দিলেন দিলীপ ঘোষ! করলেন বিস্ফোরক অভিযোগ!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –   কেন্দ্র যে রাজ্যের প্রতি সব সময় বিমাতৃসুলভ আচারণ করে, তা বারবার অভিযোগ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্ষেত্রে তৃতীয় বার ক্ষমতায় আসা তৃণমূল কংগ্রেস সরকারকে সাহায্য করা তো দূরের কথা, করোনা ভাইরাসের সময় ভ্যাকসিন চেয়েও তা পাওয়া যায়নি বলে অভিযোগ করতে দেখা গেছে বাংলার মুখ্যমন্ত্রীকে। আর করোনা ভাইরাসের মত সঙ্কটজনক মুহূর্তের সময় আবার নতুন করে ভয়াবহ দুর্যোগের আভাস দেওয়া হয়েছে। বুধবারের মধ্যে রাজ্যে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় ইয়াস। আর এই পরিস্থিতিতে অতীতে এক বছর আগে আমফানের সময় টাকা চেয়েও তা পাওয়া যায়নি। তাই একের পর এক কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে সরব হতে দেখা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে।

আর এবারও কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন তিনি। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই বক্তব্যকে কার্যত খন্ডন করে পাল্টা তৃণমূল নেত্রীকে‌ কটাক্ষ ছুড়ে দিলেন বিজেপি রাজ্য সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ। যেখানে কেন্দ্রের পক্ষ থেকে ‌অতীতে কাউকে কোনো বঞ্চনা করা হয়নি বলে দাবি তুললেন তিনি। পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় “ঝড়ে ব্যাপক ক্ষতি হতে পারে” বলে দাবি করলেও, তা নিয়ে বিস্ফোরক অভিযোগ করতে দেখা গেল বিজেপির রাজ্য সভাপতিকে।

প্রসঙ্গত উল্লেখ্য, সোমবার ভয়াবহ ঘূর্ণিঝড় নিয়ে কেন্দ্রের পক্ষ থেকে একটি বৈঠক করা হয়। যেখানে অমিত শাহের পক্ষ থেকে ডাকা সেই বৈঠকে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই বৈঠকের পর বিগত দিনে বাংলাকে কোনো সাহায্য করা হয়নি বলে প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাংবাদিক বৈঠকে তিনি বলেন, “আমি বলেছি, ওড়িশা অন্ধ্রের থেকে বাংলা অনেক বড় রাজ্য। আমাদের জনঘনত্ব এবং জেলা অনেক বেশি। তা সত্বেও বারবার আমরা কেন বঞ্চিত হব!” পাশাপাশি এবারের ঝড় আগের থেকেও বড় ঝড় এবং এর ফলে অনেক ক্ষতি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই আশঙ্কাকে নিয়েই প্রশ্ন ছুড়ে দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। পাশাপাশি কেন্দ্রের পক্ষ থেকে বঞ্চনা করা হচ্ছে বলে যে অভিযোগ করা হয়েছে, তাকেও খন্ডন করেছেন তিনি। বিজেপির রাজ্য সভাপতি বলেন, “এর আগে আমফানের সময় কেন্দ্র বাংলাকে 1000 কোটি এবং উড়িষ্যাকে 500 কোটি টাকা দিয়েছিল। কারণ তখন ক্ষয়ক্ষতির হিসেবে সেটা করা হয়েছিল। বাংলায় যদি সত্যিই বড় আকারের ক্ষয়ক্ষতি হয়, তখন কেন্দ্র নিশ্চয়ই ভাববে। এখন থেকে বড় ক্ষতি হবে ভাবাটা ঠিক নয়। আর কেন্দ্র এখন যে টাকা দিচ্ছে, সেটা অগ্রিম, তাৎক্ষণিক কাজের জন্য।” অর্থাৎ দুর্যোগের আগে প্রত্যাশা মতই আবার কেন্দ্র- রাজ্যের দ্বৈরথ সামনে চলে এল বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

একাংশ বলছেন, এর ফলে দুর্যোগের মাঝেও দড়ি টানাটানি অব্যাহত থাকবে। এমনিতেই রাজ্য বনাম কেন্দ্রের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে। তবে তার মাঝেও দুর্যোগের আগে বড় ক্ষতি হতে পারে বলে কেন্দ্রের বিরুদ্ধে আর্থিক বঞ্চনার অভিযোগ তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই আর্থিক বঞ্চনা এবং বড় ক্ষতি, দুই বিষয় নিয়েই প্রশ্ন তুলে দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। যা ভয়াবহ এই সংকটজনক মুহূর্তে মানুষের পাশে থাকার বদলে দুই সরকারের মধ্যে দড়ি টানাটানিকেই খবরের শিরোনামে নিয়ে এল। যা অত্যন্ত দুর্ভাগ্যজনক বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!