এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > “দুর্যোগে রাজনীতি নয়” মমতার কথাকে বাস্তব করে বিজেপি কর্মীর পাশে তৃণমূল বিধায়ক, মানবতার নজির!

“দুর্যোগে রাজনীতি নয়” মমতার কথাকে বাস্তব করে বিজেপি কর্মীর পাশে তৃণমূল বিধায়ক, মানবতার নজির!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –   ভোটের ফলাফল প্রকাশের পর যখন তৃণমূল এবং বিজেপির মধ্যে মুখ দেখাদেখি প্রায় বন্ধ, একে অপরের বিরুদ্ধে অভিযোগ করতেই ব্যস্ত, ঠিক তখনই বিজেপি কর্মীর পাশে দাঁড়িয়ে তার ধান তুলে দেওয়ার ব্যবস্থা করলেন তৃণমূল বিধায়ক মানগোবিন্দ অধিকারী। যে ঘটনাকে স্বাগত জানাচ্ছেন সকলে। বস্তুত, বুধবার রাজ্যে আছড়ে পড়তে পারে ভয়াবহ ঘূর্ণিঝড় ইয়াস। ইতিমধ্যেই দুর্যোগের দাপটে মাঠের ধান যাতে নষ্ট না হয় তার জন্য কৃষকরা ঘরে তাদের ধান তুলতে শুরু করেছেন।

তবে ভোটের ফলাফল প্রকাশের পর হিংসার ঘটনা ঘটার জন্য দীর্ঘদিন বাড়িতে ছিলেন না বর্ধমানের ভাতার বিধানসভা কেন্দ্রের নবাবনগর এলাকার বাসিন্দা রঞ্জিত বালা। জানা যায়, এলাকায় তিনি বিজেপি কর্মী হিসেবেই পরিচিত। তবে বর্তমানে দুর্যোগের কারণে দীর্ঘদিন বাড়িতে না থাকার জন্য তার মাঠের ধান বাড়িতে তোলা সম্ভব হয়নি। আর এই পরিস্থিতিতে রাজনৈতিক দূরত্বকে সরিয়ে রেখে বিজেপি কর্মীর মাঠের ধান তার বাড়িতে তুলে দেওয়ার ব্যবস্থা করলেন তৃণমূলের বিধায়ক মানগোবিন্দ অধিকারী।

বলা বাহুল্য, ইতিমধ্যেই রাজ্য সরকারের পক্ষ থেকে বার্তা দেওয়া হয়েছে, দুর্যোগের সময় কেউ যেন কোনো রকম রাজনীতি না করেন। সকলের উদ্দেশ্যে একে অপরের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার বার্তা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই পরিস্থিতিতে ভোট-পরবর্তী হিংসার আবহ যখন গোটা রাজ্যজুড়ে বিভিন্ন এলাকায় রয়েছে, ঠিক তখনই ব্যতিক্রমী ঘটনা দেখা গেল বর্ধমানের ভাতার বিধানসভা কেন্দ্রে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই বার্তাকে পাথেয় করেই ঘরছাড়া বিজেপি কর্মী রঞ্জিত বালার পরিবারকে মাঠে চাষ করতে দেখেন তৃণমূল বিধায়ক মানগোবিন্দ অধিকারী। আর তারপরই ঘূর্ণিঝড়ের আশংকার কারণে বিজেপি কর্মীর বাড়ির ধান যাতে নষ্ট না হয়, তার জন্য সেই ধান কেটে ঘরে তোলার ব্যবস্থা করেন তৃণমূল বিধায়ক। স্বাভাবিক ভাবেই দুর্যোগের দিনে একদিকে মানুষের পাশে থাকার বার্তা, অন্যদিকে রাজনৈতিক দ্বৈরথ থাকলেও বিজেপি কর্মীর প্রতি তৃণমূল বিধায়কের দায়িত্ব এবং কৃতজ্ঞতাবোধ নজির গড়েছে রাজনৈতিক মহলে।

এদিন এই প্রসঙ্গে ভাতারের তৃণমূল বিধায়ক মানগোবিন্দ অধিকারী বলেন, “আমরা চাই না বিরোধী দলের কোনো সদস্যের মাঠের ধান পড়ে থাকুক। আমরা নেত্রীর আদর্শ মেনে কাজ করি।” অর্থাৎ রাজনৈতিক দূরত্ব এবং হিংসা যখন রাজ্যে প্রধান বিষয় হয়ে দাড়িয়েছে, তখন বিজেপি কর্মী হলেও তার মাঠের ধান বাড়িতে তোলার ক্ষেত্রে তৃণমূল বিধায়কের এই সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়াকে গ্রহণযোগ্য হিসেবেই নিচ্ছেন সকলে।

এভাবেই বিপদের দিনে শাসক-বিরোধী সকলে দুর্যোগের মোকাবিলা করুক, এমনটাই চাইছেন এলাকার মানুষ। বিশেষজ্ঞরা বলছেন, সহসা এমন ঘটনা দেখতে পাওয়া যায় না। কিন্তু ভাতারের এই ঘটনা যেন সারা রাজ্যের জনপ্রতিনিধিদের কাছে মডেল হয়ে থাক, এমনটাই চাইছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!