এখন পড়ছেন
হোম > জাতীয় > “দুর্নীতি ছোট বা বড়,কারো না কারো অধিকার ছিনিয়ে নেয়,অধিকার থেকে বঞ্চিত করে”-বিস্ফোরক প্রধানমন্ত্রী

“দুর্নীতি ছোট বা বড়,কারো না কারো অধিকার ছিনিয়ে নেয়,অধিকার থেকে বঞ্চিত করে”-বিস্ফোরক প্রধানমন্ত্রী


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- গত ২০১৪ সালে দ্বিতীয় ইউপিএ সরকারের বিরুদ্ধে যে ইস্যুগুলো নিয়ে বিজেপি তুমুল লড়াইতে নেমেছিল, তার মধ্যে অন্যতম ছিল দুর্নীতি। দুর্নীতি ইস্যুতেই কার্যত ঘায়েল হয়ে যায় দ্বিতীয় ইউপিএ সরকার। ক্ষমতায় আসার পর থেকেই বারবার কেন্দ্রীয় সরকারকে দুর্নীতি মুক্ত রাখার চেষ্টা করা হয়েছে বিজেপির পক্ষ থেকে। যদিও একাধিকবার বিরোধী শিবিরের পক্ষ থেকে নানারকম দুর্নীতির অভিযোগ করা হয়েছে কেন্দ্রের বিরুদ্ধে, তবে এখনো পর্যন্ত তেমন কোনো দুর্নীতির প্রমাণ দিতে পারেনি বিরোধী শিবির। আজ দুর্নীতি নিয়েই বিস্ফোরক বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

আজ আজাদী কা অমৃত মহোত্সব উপলক্ষে বক্তব্য রেখেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি জানান, দুর্নীতি ছোট হোক বা বড়, সেটা কারো না কারো অধিকার ছিনিয়ে নেয়, দুর্নীতি দেশের সাধারণ নাগরিককে তার অধিকার থেকে বঞ্চিত করে দেয়, দেশের প্রগতির পথে বাধা হয়ে দাঁড়ায় দুর্নীতি, আর দেশের শক্তিকে প্রভাবিত করে দুর্নীতি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রধানমন্ত্রী জানান, গত ছ-সাত বছরে আপ্রাণ চেষ্টার ফলে দেশে একটি বিশ্বাস তাঁরা কায়েম করতে পেরেছেন, দুর্নীতিকে রুখে দিতে পেরেছে দেশ। এখন দেশের মানুষের মনে এমন একটা ভাবনা তৈরি হয়েছে যে, কোনো রকম লেনদেন ছাড়াই ও মধ্যস্থতাকারী ছাড়াই সরকারি যোজনার সুবিধা পাওয়া যেতে পারে।

প্রধানমন্ত্রী জানালেন, দেশের মানুষের মনে এই ধরনের একটি বিশ্বাস আনা সম্ভব হয়েছে যে, দেশের সঙ্গে যারা প্রতারণা করে, দেশের মানুষকে যারা লুণ্ঠন করে, তারা যতই শক্তিশালী হোক না কেন? দেশ আর বিশ্বের যেখানেই তারা থাকুক না কেন? তাদেরকে কোনোভাবেই রেয়াৎ করা হবে না। কেন্দ্রীয় সরকার কখনোই তাদের ছাড়বেনা। দুর্নীতিতে লাগাম পরাতে কেন্দ্রীয় সরকার প্রো অ্যাক্টিভ গভর্নেন্সকে শক্তিশালী করার কাজ করছে।

প্রধানমন্ত্রী আরো জানান যে, দেশবাসীর জীবন থেকে সরকারের দখল যাতে কম করা যায়, সেজন্য একটি অভিযান করা হয়েছিল। সরকারি প্রক্রিয়াকে যাতে সরল বানানো যায়, সে জন্য প্রচেষ্টা চালানো হচ্ছে। ম্যাক্সিমাম গভর্নমেন্ট কন্ট্রোলের নীতিকে বদলে দিয়ে মিনিমাম গভর্নমেন্ট, ম্যাক্সিমাম গভর্নেন্স এর দিকে লক্ষ্য রাখছে কেন্দ্রীয় সরকার।এভাবে দুর্নীতি নিয়ে আজ বিস্ফোরক বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দুর্নীতি যে কোনোভাবেই রেয়াত করা হবে না, সে বার্তাই এবার কড়াভাবে দিলেন প্রধানমন্ত্রী।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!