এখন পড়ছেন
হোম > রাজ্য > দুর্নীতি দমনে তৎপরতা রাড়াল নবান্ন ! ময়দানে নামবেন হেভিওয়েট আধিকারিকরা !

দুর্নীতি দমনে তৎপরতা রাড়াল নবান্ন ! ময়দানে নামবেন হেভিওয়েট আধিকারিকরা !


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-  আগামী ২৩শে রাজ্যের পঞ্চায়েত নির্বাচন , আর এই নির্বাচনকে সামনে রেখেই রাজ্যে দূর্নীতি দমনে আরো এক ধাপ এগিয়ে কড়া পদক্ষেপের পথে নবান্ন । প্রসঙ্গ উল্লেখ্য যে বর্তমানে বিভিন্ন প্রকল্পে রাজ্যে দুর্নীতি হয়েছে বলে অভিযোগ তুলছে বিজেপি , এমনকি একাধিক ইস্যুতে দূর্নীতির অভিযোগকে হাতিয়ার করে ব্যাপক চাপ তৈরি করছে বিরোধি শিবিবরা ।আর এবার এই পরিস্থিতিতে দুর্নীতিতে জড়িত অভিযুক্তদের বিরুদ্ধে এফআইআরের নির্দেশের পরেও আরও কড়া পদক্ষেপ নিল নবান্ন ।

সূত্রের পাওয়া খবর অনুযায়ী জানা যাচ্ছে যে এবার দুর্নীতি খুঁজতে তৈরি হচ্ছে ৫টি অডিট টিম যেখানে  প্রতিটি অডিট টিমে একজন করে থাকবেন অডিটর,ইঞ্জিনিয়ার ও ডব্লুবিসিএস অফিসাররা । এর পাশাপাশি আরো জানা যাচ্ছে যে রাজ্যে দূর্নীতি দমনের জন্য একটি বিশেষ অনলাইন পোর্টালের ব্যাবস্থা করছে নবান্ন ,যে পোর্টালে  অভিযোগ জানাতে পারবেন অভিযোগকারী যদিও এই পোর্টালে অভিযোগ করলে অভিযোগকারী নাম গোপন থাকবে বলেই জানা যাচ্ছে । সার্বিক ভাবেই এবার পঞ্চায়েত নির্বাচনের আগেই দুর্নীতি খুঁজতে নবান্নের তত্‍পরতা রাড়ালো বলে মত রাজনৈতিক মহলের একাংশের । তবে সব মিলিয়ে এখন দেখার বিষয় আগামীতে গোটা পরিস্থিতি কোন দিকে গড়ায় সেদিকে নজর থাকবে সকলের ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!