“দুর্নীতি নিয়ে তদন্ত করছে তৃণমূল, এটা আদৌ হতে পারে?” অর্জুনকে তলব করতেই বিস্ফোরক হেভিওয়েট! তৃণমূল বিজেপি রাজনীতি রাজ্য November 6, 2024 প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- বেছে বেছে নির্বাচনের আগের দিন অর্জুন সিংহকে সিআইডি তলব নিয়ে বিভিন্ন প্রশ্ন উঠছে। বিজেপির দাবি, এটা রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণ আচরণ ছাড়া আর কিছু নয়। আর এই পরিস্থিতিতে এবার গোটা বিষয় নিয়ে তৃণমূলকে ধুয়ে দিলেন বিজেপি সাংসদ শমীক ভট্টাচার্য। প্রসঙ্গত, এই ব্যাপারে শমীক ভট্টাচার্যকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেন, “তৃণমূল দুর্নীতির তদন্ত করছে, এটা আদৌ ভাবা যায়? যাকে এখন গদ্দার নম্বর টু বলা হচ্ছে, তিনি যখন তৃণমূলে গিয়েছিলেন, তখন এসব কিছু হয়নি। আজকে তার বিরুদ্ধে নাকি তদন্ত করা হবে। অথচ এই তৃণমূল মিউনিসিপ্যালিটির জমি কম দামে লিজ দিয়ে দিয়েছে।” অর্থাৎ বর্তমান সময়ে অর্জুন সিংহকে এইভাবে সিআইডির তলব যে রাজনীতি এবং প্রতিহিংসার বাইরে আর কিছু নয়, তা স্পষ্ট করে দিলেন এই বিজেপি সাংসদ। আপনার মতামত জানান -