এখন পড়ছেন
হোম > রাজ্য > মালদা-মুর্শিদাবাদ-বীরভূম > দুর্নীতির অভিযোগ প্রমাণিত হতেই সাসপেন্ড করা হল এক সরকারি কর্মীকে।

দুর্নীতির অভিযোগ প্রমাণিত হতেই সাসপেন্ড করা হল এক সরকারি কর্মীকে।


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – এতদিন রাজ্যের শাসক থেকে বিরোধী জনপ্রতিনিধিদের বিরুদ্ধে নানা দুর্নীতির অভিযোগ উঠতে শুরু করেছিল। কিন্তু এবার সরকারি প্রকল্পে দুর্নীতির অভিযোগে সাসপেন্ড করা হল এক সরকারি কর্মীকে। যেখানে সাহসিকতার সঙ্গে এক সরকারি কর্মীর বিরুদ্ধে অভিযোগে তদন্তে নেমে এই পদক্ষেপ নিলেন এক বিডিও। যে ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদ জেলা জুড়ে।

জানা গেছে মুর্শিদাবাদের সামশেরগঞ্জ প্রতাপগঞ্জ গ্রাম পঞ্চায়েত এলাকায় ফ্যাসিলেটর হিসেবে কাজ করতেন সরকারি কর্মী সুজন কুমার দাস। মূলত, বাংলা আবাস যোজনা থেকে শুরু করে নানা সরকারি প্রকল্পের তথ্য যাচাইয়ের কাজ ছিল তার। কিন্তু উপভোক্তাদের কাছ থেকে বেশকিছু মোটা অংকের টাকা নেওয়ার অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে।

আর এরপরই এই ঘটনার অভিযোগ পাওয়া মাত্রই তদন্তে নামে সামশেরগঞ্জের বিডিও কৃষ্ণচন্দ্র মুন্ডার। সেখানে গ্রাহকদের কাছ থেকে তিনি সরাসরি সমস্ত অভিযোগ শুনে সুজন দাস নামে সেই সরকারি কর্মীকে সাসপেন্ড করেন। স্বাভাবিক ভাবেই একজন সরকারি কর্মী দুর্নীতির সঙ্গে যুক্ত হওয়ার পরেই যেভাবে বিডিও তাকে সাসপেন্ড করলেন, তাতে খুশি এলাকাবাসী।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন এই প্রসঙ্গে স্থানীয় বিডিও কৃষ্ণচন্দ্র মুন্ডা বলেন, “বাংলা আবাস যোজনায় দুর্নীতি ও টাকা নেওয়ার খবর মিলতেই আমরা তদন্ত শুরু করি। আমি নিজে তদন্তে যাই। একটা ফ্যাসিলেটেরকে সাসপেন্ড করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। কোনো ধরনের দুর্নীতি বরদাস্ত করব না।” যদিও বা তার বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পূর্ণ রূপে অস্বীকার করেছেন সেই সুজন কুমার দাস।

এদিন তিনি বলেন, “আমাকে ফাঁসানো হয়েছে। আমাদের নাম করে গ্রাম পঞ্চায়েত সদস্যরা টাকা নিলেও পরিকল্পনা করে আমাকে ফাঁসানো হয়েছে।” কিন্তু তিনি যে কথাই বলুন না কেন, যেভাবে এক বিডিও দুর্নীতির অভিযোগ থাকায় সরকারি কর্মীকে সাসপেন্ড করলেন, তা গোটা রাজ্য জুড়ে নজির হয়ে থাকবে বলেই মনে করছেন সকলে। যেখানে বিভিন্ন জায়গায় দুর্নীতি হলেও সরকারি কর্মীদের মদত দেওয়ার অভিযোগ ওঠে প্রশাসনিক কর্তা ব্যক্তিদের বিরুদ্ধে, সেখানে সামশেরগঞ্জের বিডিওর এই ধরনের পদক্ষেপ নিঃসন্দেহে প্রশংসার যোগ্য বলেই দাবি করছেন বিশেষজ্ঞরা।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!