এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > দুর্নীতি এবং স্বজনপোষণের অভিযোগ থেকে বাঁচতে এবার টাকা ফেরানোর নজিরবিহীন পদক্ষেপের পথে তৃণমূল!

দুর্নীতি এবং স্বজনপোষণের অভিযোগ থেকে বাঁচতে এবার টাকা ফেরানোর নজিরবিহীন পদক্ষেপের পথে তৃণমূল!


ভয়াবহ সাইক্লোন আমপান রাজ্যের বিভিন্ন জায়গায় দাপট চালানোর পর অনেকের বাড়িঘরের ব্যাপক ক্ষতি হয়ে গিয়েছে। আর সেই সমস্ত ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে উদ্যোগ গ্রহণ করেছে রাজ্য সরকার। যেখানে যাদের বাড়ির ক্ষতি হয়েছে, তাদের কুড়ি হাজার টাকা করে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই অভিযোগ উঠছে শাসক দলের স্থানীয় নেতারা এই টাকা কাটমানি হিসেবে নিয়ে প্রকৃত ক্ষতিগ্রস্তদের সেই টাকা না দিয়ে সেখানে স্বজনপোষণ শুরু করেছেন।

কিন্তু এই দুর্নীতি এবং স্বজনপোষণের অভিযোগ এবার বন্ধ করতে যারা প্রকৃত ক্ষতিগ্রস্ত, তাদের হাতে সাহায্য তুলে দেওয়ার সিদ্ধান্ত নিল তৃণমূল পরিচালিত পাঁচলা পঞ্চায়েত সমিতি। সূত্রের খবর, বৃহস্পতিবার এই পঞ্চায়েত সমিতির অর্থ সংক্রান্ত স্থায়ী কমিটিতে একটি সিদ্ধান্ত নেওয়া হয়। যেখানে বলা হয় যে, ভয়াবহ দুর্যোগের পর নানা মহল থেকে অভিযোগ আসতে শুরু করেছিল যে, যারা ক্ষতিগ্রস্ত নন, তারা টাকা পেতে শুরু করেছেন।

কিন্তু তাদের কাছ থেকে সেই টাকা ফেরত নিয়ে এবার তালিকার নাম ধরে তদন্ত করে প্রকৃত ক্ষতিগ্রস্তদের হাতে অর্থ তুলে দেওয়া হবে। কিন্তু কিভাবে এই টাকা আদায় করা হবে? যাদের অ্যাকাউন্টে ইতিমধ্যেই টাকা দিয়ে দেওয়া হয়েছে, তাদের কাছ থেকে কি টাকা নেওয়া সম্ভব? জানা যাচ্ছে, এক্ষেত্রে তদন্তের মাধ্যমে যদি উঠে আসে যে, যাদের বাড়ির ক্ষতি হয়নি, অথচ তারা টাকা পেয়ে গিয়েছেন, তাদের কাছ থেকে স্বেচ্ছায় টাকা ফেরত দিতে আবেদন করা হবে। তবে স্বেচ্ছায় যদি কেউ টাকা ফেরত না দেন, তাহলে তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে খবর।

কেননা এই পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতির তৃণমূলের বহু নেতা এবং তাদের ঘনিষ্ঠদের কাছে ক্ষতিপূরণের টাকা পৌঁছে গেছে বলে খবর। যার ফলে বিরোধীদের পক্ষ থেকে ব্যাপক দুর্নীতির অভিযোগ করা হয়েছিল। কিন্তু এবার সেই দুর্নীতিকে বন্ধ করতেই তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সমিতির এই উদ্যোগ গ্রহণ করল বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

এদিন এই প্রসঙ্গে পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি আব্দুল জলিল বলেন, “আমপানের পরে বহু মানুষ বাড়ি তৈরীর ক্ষতিপূরণ চেয়ে আবেদন করেন। ঝড়ে সব রকম যোগাযোগ ব্যবস্থা নষ্ট হয়ে যায়। ফলে আবেদনপত্রগুলো সরেজমিনে খতিয়ে দেখার কাজ সঠিকভাবে করা যায়নি। সেই ঘাটতি থাকার ফলে ক্ষতিগ্রস্ত নন, এমন কিছু নাম তালিকায় ঢুকে পড়ে‌। বাদ পড়েন প্রকৃত ক্ষতিগ্রস্থরা। এর সঙ্গে দুর্নীতির সম্পর্ক নেই।” তবে এখন পঞ্চায়েত সমিতি এই উদ্যোগ নিলেও, তাকে কটাক্ষ করতে ছাড়ছে না বিরোধীরা।

এদিন এই প্রসঙ্গে ফরওয়ার্ড ব্লক নেতা ফরিদ মোল্লা বলেন, “আমপানে বাড়ি তৈরীর ক্ষতিপূরণের দুর্নীতি-স্বজনপোষন ও ক্ষতিগ্রস্তদের বঞ্চিত করার প্রতিবাদে আমরা রাস্তায় নামব। আগামী বছর বিধানসভা ভোট। ক্ষতিপূরণ নিয়ে ক্ষতিগ্রস্তদের মনে যে ক্ষত হয়েছে, তা মেরামত করতে চাপে পড়েই পঞ্চায়েত সমিতি সিদ্ধান্ত পুনর্বিবেচনা করল।” সব মিলিয়ে এখন গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!