এখন পড়ছেন
হোম > রাজ্য > পুরুলিয়া-ঝাড়গ্রাম-বাঁকুড়া > দুর্নীতির অভিযোগ তুলে হেভিওয়েট নেতার বাড়ির সামনে বিক্ষোভ, অস্বস্তি বাড়ছে বিজেপির!

দুর্নীতির অভিযোগ তুলে হেভিওয়েট নেতার বাড়ির সামনে বিক্ষোভ, অস্বস্তি বাড়ছে বিজেপির!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  2021 এর বিধানসভা নির্বাচনে বিজেপি নেতা, কর্মীরা একেবারে জান-প্রাণ দিয়ে মাঠে নেমেছিলেন। লক্ষ্য ছিল, বাংলার ক্ষমতা দখল করা। কিন্তু শেষ পর্যন্ত সেই লক্ষ্যে পৌঁছানো তো দূরের কথা, 77 টি আসন দখল করে বিরোধী দলের জায়গা অর্জন করতে পেরেছে গেরুয়া শিবির। যার ফলে নীচুতলার নেতা-কর্মীরা রীতিমত হতাশ হয়ে পড়েছেন। দিকে দিকে শুরু হয়েছে বিক্ষোভ, অসন্তোষ। অনেকে প্রার্থী চয়ন ঠিকমত না হওয়ার কারণে অনেক আসনে পরাজিত হতে হয়েছে বলে অভিযোগ করছেন।

আর এই পরিস্থিতিতে প্রার্থী ঠিক করার দায়িত্বে থাকা শীর্ষস্তরের নেতা-নেত্রীরা যথেষ্ট বেকায়দায় পড়ে গিয়েছেন। আর এরই মাঝে এবার গেরুয়া শিবিরের অস্বস্তি বাড়িয়ে হেভিওয়েট নেতা বাড়ির সামনে বিক্ষোভ করতে দেখা গেল বিজেপি নেতা কর্মীদের। যেখানে সংশ্লিষ্ট সেই বিজেপি নেতাকে নির্বাচনে দাঁড় করানোর জন্যই গেরুয়া শিবিরকে পরাজিত হতে হয়েছে বলে দাবি করলেন গেরুয়া শিবিরের নেতা-কর্মীরা। স্বাভাবিকভাবেই গোটা ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য তৈরি হয়েছে মেদিনীপুরে চন্দ্রকোনা এলাকার ঝাঁকড়া গ্রামে।

সূত্রের খবর, এদিন বিজেপি নেতার রুপম মল্লিকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করে তার বাড়ির সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি নেতা-কর্মীরা‌। যেখানে সেই বিজেপি নেতার নাম ধরে “রুপম মল্লিক দূর হটো” বলে স্লোগান দিতে থাকেন বিজেপি সমর্থকরা। স্বাভাবিক ভাবেই গোটা ঘটনায় উত্তেজনা ক্রমশ বাড়তে শুরু করে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন এই প্রসঙ্গে এক বিজেপি কর্মী বলেন, “রুপম মল্লিক পুরনো বিজেপি কর্মীদের ক্ষমতার বলে পদচ্যুত করেছেন। সকলকে রাজনৈতিক ও সামাজিকভাবে কোণঠাসা করছেন। কেউ তার ভয়ে মুখ খুলতে পারে না। প্রতিবাদ করলেই হামলা করা হয়।” শুধু তাই নয়, রুপম মল্লিককে নির্বাচনে দাঁড় করানোর কারণেই এই এলাকায় পরাজিত হতে হয়েছে ভারতীয় জনতা পার্টিকে বলে অভিযোগ গেরুয়া শিবিরের কর্মী-সমর্থকদের। যার জেরে এই গোটা ঘটনায় বিজেপির অন্তর্কোন্দল প্রকাশ্যে চলে এসেছে।

কিন্তু তার বিরুদ্ধে যে অভিযোগ তোলা হচ্ছে, তা কি সত্যি? এদিন এই প্রসঙ্গে সেই সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত বিজেপি নেতা রুপম মল্লিক। এদিন তিনি বলেন, “গোটা বিষয়টি আমি দলকে জানাব। কেউ বা কারা এই ধরনের চক্রান্ত করছে।” এদিকে বিজেপি নেতার বিরুদ্ধে কর্মী-সমর্থকদের এই বিক্ষোভ হাতিয়ার করেছে তৃণমূল কংগ্রেস। এদিন এই প্রসঙ্গে গেরুয়া শিবিরকে পাল্টা কটাক্ষ করেছেন পঞ্চায়েত সমিতির সভাপতি হীরালাল ঘোষ।

এদিন তিনি বলেন, “বিজেপির বিষয়ে মন্তব্য করার কিছু নেই। বিজেপি কোনো দলের পর্যায়ে পড়ে না। এই স্বভাবের জন্যই মানুষ বিজেপির থেকে সরে গিয়েছে।” পর্যবেক্ষকরা বলছেন, নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে না পারার কারণে বিজেপি এমনিতেই যথেষ্ট চ্যালেঞ্জের মুখে পড়ে গিয়েছে। দিনকে দিন দলের অন্দরে বেসুরো নেতাদের সংখ্যা বাড়তে শুরু করেছে।

আর এই পরিস্থিতিতে হেভিওয়েট বিজেপি নেতার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে বাড়ির সামনে বিক্ষোভ রীতিমত চাপে ফেলে দিল গেরুয়া শিবিরকে। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, কর্মী, সমর্থকদের বিক্ষোভ সামাল দিতে বিজেপি কোন পদ্ধতি প্রয়োগ করে, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!