এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > দুর্নীতির দায়ে অভিযুক্ত পঞ্চায়েত প্রধানকে প্রকাশ্যে মারধর মুর্শিদাবাদে, তীব্র শোরগোল এলাকাজুড়ে

দুর্নীতির দায়ে অভিযুক্ত পঞ্চায়েত প্রধানকে প্রকাশ্যে মারধর মুর্শিদাবাদে, তীব্র শোরগোল এলাকাজুড়ে

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গতকাল মুর্শিদাবাদের জলঙ্গি ব্লকের খয়রামারি গ্রাম পঞ্চায়েতের প্রধান সেলিনা বিবিকে প্রকাশ্যে মারধরের অভিযোগ উঠেছে। এমনকি দুর্নীতির দায়ে অভিযুক্ত এই পঞ্চায়েত প্রধানের পাশে দাঁড়ায়নি তাঁর দল তৃণমূল। জানা যায়, বহু এলাকাবাসী ক্ষুব্ধ রয়েছেন পঞ্চায়েত প্রধানের ওপরে। গতকাল সেই ক্ষোভের প্রতিফলন দেখা যায়। আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় পঞ্চায়েত প্রধান সেলিনা বিবিকে।

প্রসঙ্গত, পঞ্চায়েত প্রধান সেলিনা বিবির বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছে, তবে পঞ্চায়েত প্রধান দাবি করেছেন যে, পঞ্চায়েত সচিব ও সদস্যরা তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছিলেন বিডিওর কাছে। তাদের অভিযোগ ছিল, পঞ্চায়েতের সামগ্রী বাড়িতে নিয়ে গিয়েছেন তিনি। গতকাল এই ঘটনার তদন্তে পঞ্চায়েত অফিসে এসেছিলেন বিডিও শোভন দাস, থানার ওসি বিশ্বজিৎ হালদার প্রমুখরা। তিনি অভিযোগ করেছেন, পঞ্চায়েত অফিসে পৌঁছাতেই গতকাল তাঁকে মারধর করেছে বিজেপি, কংগ্রেস ও সিপিএম আশ্রিত একাধিক দুষ্কৃতী।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এ প্রসঙ্গে পঞ্চায়েত প্রধানের স্বামী রফিকুল ইসলাম জানিয়েছেন যে, গতকাল প্রচন্ড মারধরের ফলে অসুস্থ হয়ে পড়েছিলেন তাঁর স্ত্রী। এরপর তাকে ডোমকল মহাকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছিল। অন্যদিকে, জলঙ্গীর বিধায়ক আব্দুর রাজ্জাক মন্ডল এ প্রসঙ্গে জানিয়েছেন যে, দলের নেতারা তাঁর সঙ্গে নেই। এ কথা জেনেও কেন তিনি তাঁর পদ আঁকড়ে বসে আছেন? তা তিনি জানেন না।

গতকাল ওসি ও বিডিওর সামনে একেবারে চুলের মুঠি ধরে মারধর করা হয়েছে পঞ্চায়েত প্রধানকে। এ ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকাজুড়ে। শেষ পর্যন্ত বিডিও ও ওসির চেষ্টায় কোনরকমে রক্ষা পান পঞ্চায়েত প্রধান। এ প্রসঙ্গে বিডিও শোভন দাস জানিয়েছেন যে, পঞ্চায়েত প্রধান সেলিনা বিবির ওপর ক্ষুব্ধ এলাকার বাসিন্দারা। গতকাল তিনি পঞ্চায়েতে পৌঁছাতেই ক্ষুব্ধ হয়ে ওঠেন তারা। তিনি ওসিকে সঙ্গে নিয়ে কোনরকমে পরিস্থিতি সামাল দেন ও প্রধানকে গাড়িতে করে বাড়ি পৌঁছে দেবার ব্যবস্থা করেন।

গতকালের ঘটনায় আহত প্রধানের পাশে দাঁড়ায়নি তাঁর দল তৃণমূল। এপ্রসঙ্গে খয়রামারি অঞ্চল তৃণমূল সভাপতি ঝন্টু বিশ্বাস জানালেন যে,পঞ্চায়েত গঠনের পর থেকে একাধিক দুর্নীতির অভিযোগে অভিযুক্ত প্রধান। বারবার নিষেধ করা হলেও তিনি কর্ণপাত করেননি। এর পূর্বে পঞ্চায়েতের বেশকিছু সদস্যদের মারধর করেছেন তিনি। বিধানসভা নির্বাচনে দলের বিরোধিতাও করেছেন তিনি। এ কারণে ১১ জন পঞ্চায়েত সদস্য তাঁর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব জমা দিয়েছেন। তবে, এর পাল্টা জবাবে পঞ্চায়েত প্রধান সেলিনা বিবি জানান, ঝন্টু বিশ্বাস দলের কেউ নন। বিজেপি, কংগ্রেস, সিপিএমের সঙ্গে একজোট হয়ে গতকাল অশান্তি করা হয়েছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!