এখন পড়ছেন
হোম > জাতীয় > “দুর্নীতির নেতারা জোট বাঁধছেন” চরম অস্বস্তিতে মমতা-কেজরিওয়াল!

“দুর্নীতির নেতারা জোট বাঁধছেন” চরম অস্বস্তিতে মমতা-কেজরিওয়াল!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- দুর্নীতি ইস্যুতে দুজনেই এক আসনেই বসে আছেন বলে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অরবিন্দ কেজরিওয়ালকে কটাক্ষ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মঙ্গলবার নবান্নে এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেন দিল্লির মুখ্যমন্ত্রী। আর তারপরেই দুই রাজ্যের অনেক মন্ত্রী থেকে শুরু করে গুরুত্বপূর্ণ নেতারা জেলে রয়েছেন বলে অভিযোগ তুললেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা। শুধু তাই নয়, বিরোধী মহাজোট গঠনের ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অরবিন্দ কেজরিওয়ালের উদ্যোগকে কটাক্ষ করে শুভেন্দু অধিকারী বলেন, দুর্নীতিগ্রস্তরা জোট বাঁধতে শুরু করেছেন।

প্রসঙ্গত, বিরোধী মহাজোট গঠনের ক্ষেত্রে মঙ্গলবার নবান্নে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আর তারপরেই সাংবাদিক বৈঠকে বিজেপিকে কটাক্ষ করেন তারা। আর সেই বিষয়েই শুভেন্দু অধিকারীকে প্রশ্ন করা হয়েছিল। যে প্রশ্নের উত্তরে দুই দলের দুই নেতা-নেত্রীকে দুর্নীতিগ্রস্তদের মাথা বলে আক্রমণ করেন বিরোধী দলনেতা। তিনি বলেন, “দুর্নীতিগ্রস্তরা জোট বাঁধতে শুরু করেছেন, এই রাজ্যের শিক্ষামন্ত্রী সহ অনেক বিধায়ক জেলে রয়েছেন। আর দিল্লির উপ মুখ্যমন্ত্রী এবং আর এক মন্ত্রী দুর্নীতির দায়ে জেলে রয়েছেন। ফলে দুর্নীতিগ্রস্তদের যারা মাথা, যারা এদের নেতা, তারা এখন জোট বাঁধতে শুরু করেছেন।”

বিশেষজ্ঞদের মতে, ২০২৪ এর লোকসভা নির্বাচনের আগে বিরোধী রাজনৈতিক দলগুলো এক ছাতার তলায় আসার চেষ্টা করছে। আর সেই লক্ষ্য নিয়েই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে এসেছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী। কিন্তু দুই দলের অনেকের সঙ্গেই দুর্নীতির যোগ রয়েছে এই কথা তুলে ধরে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অরবিন্দ কেজরিওয়ালকে দুর্নীতিগ্রস্তদের নেতা বলে আক্রমণ করলেন শুভেন্দু অধিকারী। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!