এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > দূর্নীতির অভিযোগে মন্ত্রিত্ব হারালেন পার্থ ! শিল্প কার অধীনে জেনে নিন !

দূর্নীতির অভিযোগে মন্ত্রিত্ব হারালেন পার্থ ! শিল্প কার অধীনে জেনে নিন !


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- সম্প্রতি ইডি’র অভিযান তল্লাশির পর  শিক্ষক নিয়োগে দুর্নীতির দায়ে ইডি’র হাতে গ্রেপ্তার হয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায় । আর তারপরেই রাজ্য রাজনীতিতে শিরোনামে উঠে পড়েন রাজ্যের হেভিওয়েট মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় । যার ফলে বিরোধিরা পার্থ চট্টোপাধ্যায়ের মন্ত্রীত্ব পদ অবিলম্বে খারিজ নিয়ে জোর আওয়াজ তুলছে । আর এবার অবশেষে  মন্ত্রিত্ব হারালেন পার্থ চট্টোপাধ্যায় ।তিনি  রাজ্যের শিল্প ও বাণিজ্য মন্ত্রী ছিলেন এবং এর পাশাপাশি  তথ্য ও প্রযুক্তি দফতর, পরিষদীয় দফতরও তাঁর অধীনে ছিল।

আজ বৃহস্পতিবার ক্যাবিনেট থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেন মুখ্যমন্ত্রী , জানা যাচ্ছে সরকারের এই সিদ্ধান্তের কথা রাজভবনকেও জানিয়ে দেওয়া হয়েছে ইতিমধ্যেই । তবে উল্লেখ্য যে এখন থেকে পার্থ চট্টোপাধ্যায়ের সমস্ত দফতর দেখভাল করবেন মুখ্যমন্ত্রী মমতা নিজেই ।  এদিন এই মর্মে বিকেলে ইন্ডাস্ট্রি প্রমোশন কাউন্সিলের বৈঠক ডেকে মুখ্যমন্ত্রী জানিয়ে দেন পার্থকে বহিষ্কার করায় কাজে কোনও ফারাক হবে না। সরকারের কাজ যেমন চলছিল তা চলবে।তবে সব মিলিয়ে এখন দেখার বিষয় আগামীতে পরিস্থিতি কোন দিকে গড়ায় সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!