এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > তীব্র দুর্নীতিতে নাজেহাল তৃণমূল একসাথে ২০০ প্রভাবশালী নেতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে চলেছে?

তীব্র দুর্নীতিতে নাজেহাল তৃণমূল একসাথে ২০০ প্রভাবশালী নেতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে চলেছে?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –ভয়াবহ ঘূর্ণিঝড় আমপানের দাপটের পর বিভিন্ন মানুষের ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে বিভিন্ন জায়গায় দেখা গেছে, তৃণমূলের নিচুতলার জনপ্রতিনিধিরা মানুষকে সেই সাহায্য পাইয়ে দেওয়া অপেক্ষা নিজেদের নিকটাত্মীয়দের ক্ষতিপূরণের টাকা পাইয়ে দিচ্ছেন। যার ফলে বিরোধীদের পক্ষ থেকে অভিযোগ ওঠার সাথে সাথেই চাপে পড়ে দুর্নীতিগ্রস্ত নেতাদের শোকজ করার উদ্যোগ নিয়েছে ঘাসফুল শিবির।

এবার ক্ষতিপূরণের টাকা নেওয়ার অভিযোগে নন্দীগ্রাম বিধানসভা এলাকার 200 জন তৃণমূল নেতাকে শোকজ করল তৃণমূল নেতৃত্ব। আগামী তিন দিনের মধ্যে দলের তরফে তাদের টাকা ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আর যদি সেই টাকা না দেওয়া হয়, তাহলে এফআইআর করা হবে বলেও জানানো হয়েছে।

জানা গেছে, নন্দীগ্রাম 1 ব্লকের সামসাবাদ, ভেকুটিয়া এবং কেন্দামারি জালপাই গ্রাম পঞ্চায়েতের দলীয় প্রধানদের শোকজ করা হয়েছে। অভিযোগ, এই সমস্ত তৃণমূল নেতারা তাদের পরিবারের একাধিক সদস্যের নামে ক্ষতিপূরণের টাকা পাইয়ে দিয়েছেন। একইভাবে কালিচরণপুরের অঞ্চল সভাপতি এবং ভেকুটিয়ার অঞ্চল সভাপতি তাদের নিজের পরিবারের সদস্যের নামে ক্ষতিপূরণের টাকা নিয়েছেন। যার ফলে ব্যাপক চাপে পড়েছিল তৃণমূল নেতৃত্ব।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত, গত 29 জুন জেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের একটি তালিকা প্রকাশ করা হয়। আর সেখানেই দেখা যায় নন্দীগ্রাম 1 এবং 2 নম্বর ব্লকের অনেক তৃণমূল নেতা তাদের ঘনিষ্ঠ আত্মীয়দের টাকা পাইয়ে দিয়েছেন। এমনকি জেলা পরিষদের সভাধিপতি শেখ সুফিয়ানের জামাইয়ের পাকা বাড়ি থাকা সত্ত্বেও, তার ক্ষতিপূরণের টাকা ঢুকে গেছে। অন্যদিকে নন্দীগ্রাম টু ব্লকের আমাদাবাদ 2 গ্রাম পঞ্চায়েতের কয়েকজন বুথ সভাপতি সহ একাধিক তৃণমূল নেতার ঘনিষ্ঠ আত্মীয়রা এই ক্ষতিপূরণের টাকা পেয়েছেন। অথচ তাদের বাড়ির তেমনভাবে কোনো ক্ষতি হয়নি। যার ফলে সাধারণ বাসিন্দাদের পক্ষ থেকে বিক্ষোভ হতেও দেখা গেছে। আর যত দিন যাচ্ছে, তত এর ফলে চাপে পড়েছে তৃণমূল কংগ্রেস।

তাই এই পরিস্থিতিতে এবার দলকে শুদ্ধিকরণের পথে নিয়ে যেতে দুর্নীতিগ্রস্ত নেতাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে উদ্যোগী হল তৃণমূল নেতৃত্ব। যার অঙ্গ হিসেবে নন্দীগ্রামের 200 জন তৃণমূল নেতার বিরুদ্ধে এবার পদক্ষেপ নিতে চলেছে ঘাসফুল শিবির। অর্থাৎ একটি বিধানসভা থেকে তৃণমূলের এত সংখ্যক নেতা যে দুর্নীতিতে জড়িয়ে পড়েছেন, তা তৃণমূলের কড়া পদক্ষেপের ঘটনাতেই কার্যত পরিষ্কার হয়ে যাচ্ছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

এদিন এই প্রসঙ্গে নন্দীগ্রাম ব্লক তৃণমূল সভাপতি মেঘনাথ পাল বলেন, “বৃহস্পতিবার সকালে এনিয়ে বৈঠক হয়েছে। প্রাথমিকভাবে 200 জনের তালিকা তৈরি হয়েছে। শুক্রবার থেকে শোকজ চিঠি ধরানো হবে। তালিকায় তিনজন অঞ্চল সভাপতি এবং তিনজন পঞ্চায়েত প্রধান আছেন।”

অর্থাৎ একদা তৃণমূলের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত নন্দীগ্রামেও যে এই ভয়াবহ দুর্যোগের ক্ষতিপূরণের টাকা নিয়ে ব্যাপক দুর্নীতি হয়েছে, তা পরোক্ষে স্বীকার করে নিচ্ছে তৃণমূল নেতৃত্ব। আর তাই তৃণমূলের 200 নেতার বিরুদ্ধে এবার পদক্ষেপ নিতে চলেছে। কিন্তু একের পর এক নেতার বিরুদ্ধে পদক্ষেপ নিলেও যেভাবে পরিস্থিতির উন্নতি হচ্ছে না, তাতে আদৌ লাভের লাভ কিছু হবে কিনা, তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে বিশেষজ্ঞদের মধ্যে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!