এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > দুর্নীতিতে যুক্ত থাকলে পেতে হবে কড়া শাস্তি, দেবাঞ্জনকে নিয়ে একের পর এক কড়া মন্তব্য মমতা ব্যানার্জ্জীর

দুর্নীতিতে যুক্ত থাকলে পেতে হবে কড়া শাস্তি, দেবাঞ্জনকে নিয়ে একের পর এক কড়া মন্তব্য মমতা ব্যানার্জ্জীর


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিগত কয়েক দিন যাবত রাজ্যে যে নামটি নিয়ে সবথেকে বেশি চর্চা হচ্ছে সেটি হল দেবাঞ্জন দেব। কে এই দেবাঞ্জন দেব? সে ক্ষেত্রে উল্লেখ করতে হবে রাজ্য রাজনীতিতে এই মুহূর্তে সব থেকে বড় প্রতারণা কান্ডের। সম্প্রতি কসবার একটি ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে নাম আসে দেবাঞ্জন দেব এর। এরপর পুলিশি তদন্তে একের পর এক বিস্ময়কর তথ্য উঠে আসছে দেবাঞ্জনের বিরুদ্ধে। দেবাঞ্জন দেব নিজেকে প্রশাসনিক কর্তা পরিচয় দিয়ে একাধিক প্রতারণা চালিয়েছে বিভিন্ন জনের সাথে বলে জানা যাচ্ছে। আর তাই নিয়েই এবার ব্যাপক ক্ষোভ প্রকাশ করলেন আজকে নবান্ন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কার্যত দেবাঞ্জনকে তিনি টেরোরিস্ট বলে আখ্যা দিয়েছেন।

এক্ষেত্রে মুখ্যমন্ত্রী জানান, মানুষের জীবন নিয়ে যারা ছিনিমিনি খেলে তাঁদেরকে টেরোরিস্ট ছাড়া আর কিছুই বলার নেই। একইসাথে দেবাঞ্জনের সঙ্গে যদি সরকারি কোনো আধিকারিকের কোনো যোগাযোগ থাকে, তাহলে কাউকেই ছেড়ে কথা বলা হবেনা বলে কড়া বার্তা দেন মমতা ব্যানার্জ্জী। একইসঙ্গে তিনি পুরসভা কিংবা পুলিশের দুর্নীতির দিকেও ইঙ্গিত করেন। অন্যদিকে মুখ্যমন্ত্রী ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছেন পুলিশি ব্যবস্থা নিয়ে। পুলিশের চোখের সামনে অফিস চলছে এবং সেটা কিভাবে চলছে তা আগেই পুলিশের দেখা উচিত বলে জানান তিনি। এক্ষেত্রে পুলিশ বা পুরসভা কারোরই দায়িত্ব এড়ানো উচিত নয় বলে মন্তব্য করেছেন আজ মুখ্যমন্ত্রী।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে ইতিমধ্যেই দেবাঞ্জনের সঙ্গে একাধিক ছবি উঠে এসেছে বেশকিছু তৃণমূল নেতার। আর তাই নিয়েই রাজ্য রাজনীতি সরগরম। ইতিমধ্যেই এই ছবি প্রসঙ্গে গেরুয়া শিবিরের পক্ষ থেকেও ব্যাপক কটাক্ষ করা হয়েছে। আর এই প্রসঙ্গে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, প্রতারণা যারা করেন তারা সব দলের মানুষের সঙ্গেই ছবি তুলে রাখেন। সরকারের সঙ্গে ভুয়ো আইএএস দেবাঞ্জন দেবের সঙ্গে যে কোনো যোগাযোগ নেই সে ব্যাপারে নিশ্চিত করেন আজ তৃণমূল নেত্রী। পাশাপাশি তিনি জানিয়েছেন, দেবাঞ্জনের বিরুদ্ধে যাবতীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। যারা দেবাঞ্জনকে এই কাজে সাহায্য করেছে, তাঁদেরকেও ছাড়া হবেনা বলে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন।

পাশাপাশি মুখ্যমন্ত্রী জানান, যারা ভ্যাকসিন নিয়েছিলেন ভুয়ো ভ্যাকসিন ক্যাম্প থেকে, তাঁদের প্রত্যেকের নাম ইতিমধ্যেই স্বাস্থ্য ভবনে জমা পড়েছে। আপাতত তাঁদের শারীরিক পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে। প্রসঙ্গত, দেবাঞ্জন দেবের সাথে তৃণমূল নেতাদের সম্পর্ক নিয়ে এবং প্রশাসনিক সম্পর্ক নিয়ে একের পর এক কটাক্ষ করে চলেছে গেরুয়া শিবির। কার্যত মুখ্যমন্ত্রী বিরোধী শিবিরকেই জবাব দিলেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে দেবাঞ্জন ধরা পড়ায় বড়সড় প্রতারণা চক্র যে ধরা পড়েছে, সে ব্যাপারে কোন সন্দেহ নেই।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!