এখন পড়ছেন
হোম > জাতীয় > দুর্ভোগের দিন কি শেষ? ঘাটাল নিয়ে কেন্দ্রের দ্বারস্থ রাজ্যের হেভিওয়েটরা! আজ মহাবৈঠক!

দুর্ভোগের দিন কি শেষ? ঘাটাল নিয়ে কেন্দ্রের দ্বারস্থ রাজ্যের হেভিওয়েটরা! আজ মহাবৈঠক!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- প্রতিবছর অতিবৃষ্টির কারণে যন্ত্রণা সহ্য করতে হয় ঘাটাল এলাকাকে। এই এলাকার মানুষদের মাঝে মধ্যেই বাড়িঘর ছেড়ে নিরাপদ জায়গায় আশ্রয় নিতে হয়। যার প্রধান কারণ ঘাটাল মাস্টার প্ল্যান তৈরি না হওয়া। রাজ্য থেকে শুরু করে কেন্দ্রীয় সরকার, দুই পক্ষ বিভিন্ন সময় ঘাটালের এই দুরবস্থার জন্য একে অপরকে দায়ী করেন। কিন্তু কখনই সঠিকভাবে সমস্যা সমাধানের নিরসনের জন্য পদক্ষেপ গ্রহণ করতে দেখা যায়নি তাদের। তবে অবশেষে এবার সেই ঘাটাল মাস্টারপ্ল্যানের দাবি নিয়ে নীতি আয়োগের দ্বারস্থ হচ্ছে রাজ্যের শাসক দল। যেখানে আজ রাজ্যের পক্ষ থেকে একটি প্রতিনিধিদল দিল্লিতে গিয়ে নীতি আয়োগের চেয়ারম্যানের সঙ্গে এই বিষয় নিয়ে দেখা করতে পারেন। আর তার ফলে কিছুটা হলেও সমস্যা সমাধানের আশা দেখছেন ঘাটালের মানুষ।

সূত্রের খবর, আজ দুপুর দুটোর সময় জলসম্পদ মন্ত্রকে যাবেন রাজ্যের প্রতিনিধি দল। যেখানে কেন্দ্রীয় জনসম্পদ মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে তার। পাশাপাশি নীতি আয়োগেও যাওয়ার কথা রয়েছে পশ্চিমবঙ্গের এই প্রতিনিধিদলের। জানা গিয়েছে, এই প্রতিনিধি দলে রয়েছেন রাজ্যের সেচমন্ত্রী থেকে শুরু করে জল সম্পদ উন্নয়ন মন্ত্রী সহ মেদিনীপুরের জনপ্রতিনিধিরা। একাংশ বলছেন, এতদিন এই ব্যাপারে আলোচনা তো দূর অস্ত, বরঞ্চ দুই পক্ষই একে অপরের ঘাড়ে দোষ চাপাতেই ব্যস্ত থাকতেন। কিন্তু অবশেষে আলোচনার দরজা খুলে যাওয়ায় ধীরে ধীরে সমস্যা সমাধানের দরজাও খুলে যেতে পারে বলেই মনে করা হচ্ছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন এই প্রসঙ্গে রাজ্যের প্রতিনিধি দলে থাকা পঞ্চায়েত প্রতিমন্ত্রী শিউলি সাহা বলেন, “ঘাটাল মাস্টারপ্ল্যান তো বটেই। কেলেঘাই-কপালেশ্বরী নিয়েও আমরা কেন্দ্রীয় বঞ্চনার শিকার। তাই নীতি আয়োগ এবং জনসম্পদ মন্ত্রকের কাছে আমরা দাবি পূরণের জন্য দরবার করতে এসেছি। কেন্দ্রীয় বঞ্চনার কারণে বছরের-পর-বছর বাংলার একাংশের মানুষ বন্যা সহ্য করবেন, তা হতে পারে না।” অর্থাৎ এবার যে কেন্দ্রের কাছে বড় দাবি-দাওয়া আদায় করতে তৎপর রাজ্যের প্রতিনিধি দল, তা বলার অপেক্ষা রাখে না। বিশেষজ্ঞদের মতে, বারবার এই ঘাটাল মাস্টারপ্ল্যানের অভাব থাকার কারণে বন্যায় ভেসেছে এলাকা। এবারও তার ব্যতিক্রম হয়নি। আর সেখানে গিয়ে সেই ঘাটাল মাস্টার প্ল্যান না হওয়ার কারণে কেন্দ্রের ঘাড়ে দোষ চাপিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

পাল্টা কেন্দ্রের পক্ষ থেকে রাজ্যকে দায়ী করা হয়েছে। আর অভিযোগ, পাল্টা অভিযোগে রীতিমতো জেরবার হয়ে গিয়েছেন ঘাটালের মানুষ। কেন দুই সরকার মিলে মানুষের জন্য ঘাটাল মাস্টার প্ল্যান প্রয়োগ করতে তৎপরতা দেখাচ্ছে না, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছিল। তবে অবশেষে এই ব্যাপারে রাজ্যের পক্ষ থেকে কেন্দ্রের দ্বারস্থ হওয়ার উদ্যোগ নেওয়ার সাথে সাথেই আশার আলো দেখতে শুরু করেছেন ঘাটালের মানুষ। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, কেন্দ্রীয় জনসম্পদ মন্ত্রকের সাথে রাজ্যের প্রতিনিধিদের আলোচনা কতটা সফলতা পায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!