এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > দুষ্কৃতীদের তান্ডবে অস্থির সুতি, অভিযোগ তৃণমূলের দিকে

দুষ্কৃতীদের তান্ডবে অস্থির সুতি, অভিযোগ তৃণমূলের দিকে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্যে সপ্তম দফা নির্বাচন উপলক্ষ্যে ভোটগ্রহণ চলছে মুর্শিদাবাদে। টানটান উত্তেজনা সেখানে। সুতি অঞ্চলটি নিয়ে বরাবরই উত্তেজনা থাকে। বিভিন্ন সময়ে রাজনৈতিক কারণে সুতির নাম উঠে এসেছে। আর এবার ভোটের দিন শুরুতেই সুতি অঞ্চলে দেখা গেল দুষ্কৃতী তান্ডব। এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছে তৃণমূল বাদে অন্যান্য রাজনৈতিক দলগুলি। বিরোধীদের অভিযোগ, শাসকদল টাকার বিনিময়ে দুষ্কৃতীদের এলাকায় এনেছে। আজ মুর্শিদাবাদের 11 টি আসনে ভোটগ্রহণ চলছে।

সকাল থেকেই জেলার বিভিন্ন প্রান্ত থেকে রাজনৈতিক অশান্তির খবর সামনে আসছে। কোথাও ভোটারদের বাধা দেওয়ার অভিযোগ, কোথাও পোলিং এজেন্টদের বসতে না দেওয়ার অভিযোগ। তার মাঝেই সুতির লক্ষ্মীপুর এলাকায় সকালবেলা দেখা গেল ভয়ঙ্কর ছবি। সূত্রের খবর, ঐ এলাকায় তৃণমূলের পতাকা কাঁধে নিয়ে আগ্নেয়াস্ত্র এবং ধারালো অস্ত্র নিয়ে ঘুরে বেড়াতে দেখা যায় বেশ কয়েকজন দুষ্কৃতীকে। অভিযোগ উঠেছে, ভোটারদের বুথে যেতে বাধা দেওয়ার জন্য রীতিমতো তাণ্ডব চালায় এলাকায় ঐ দুষ্কৃতীরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কিন্তু সবথেকে চাঞ্চল্য ছড়িয়েছে যে খবর, সেটি হল দুষ্কৃতী তাণ্ডবে দেখা পাওয়া যায়নি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, যেসব দুষ্কৃতীরা এলাকায় অস্ত্রশস্ত্র নিয়ে ঘুরছে, তাঁদেরকে শাসকদল অর্থাৎ তৃণমূল ঝাড়খন্ড থেকে ভাড়া করে নিয়ে এসেছে। যদিও এ ব্যাপারে শাসক দলের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। অন্যদিকে মালদার চাঁচল থেকেও রাজনৈতিক উত্তেজনার খবর সামনে এসেছে। ঐ এলাকার একটি বুথে কংগ্রেসের অন্তর্দ্বন্দ্ব নিয়ে ব্যাপক জল্পনা চলছে।

সূত্রের খবর দুই কংগ্রেস নাতা বিরোধীতায় জড়িয়ে একজন অন্যজনের ওপর হামলা চালায়। পাশাপাশি সব ঘটনায় নির্বাচন কমিশনের দিকেও আঙুল তুলেছেন অনেকেই। যে রাজনৈতিক হিংসা বন্ধে কমিশন কেন্দ্রীয় বাহিনীর নজিরবিহীন নিয়োগ করেছিল বাংলায়, সেই কেন্দ্রীয় বাহিনীকে দুষ্কৃতির তাণ্ডবে বাধা দিতে দেখা যাচ্ছেনা এই অভিযোগ যথেষ্ট চাঞ্চল্যকর। এই ঘটনার পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন কি ব্যবস্থা গ্রহণ করে, সেটাই দেখার।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!