এখন পড়ছেন
হোম > আন্তর্জাতিক > গির্জার সামনে মহিলার ওপরে ছুরি নিয়ে হামলা দুষ্কৃতীর, উত্তাল ফ্রান্স

গির্জার সামনে মহিলার ওপরে ছুরি নিয়ে হামলা দুষ্কৃতীর, উত্তাল ফ্রান্স


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – এবার ইসলামী মৌলবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর কারনে রোষানলে পড়লেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। যে ঘটনায় ব্যাপক চাঞ্চল্য শুরু হয়েছে গোটা ফ্রান্সে। জানা গেছে, ফরাসি প্রেসিডেন্টের বিরুদ্ধে ব্যক্তিগত স্তরে কুরুচি ভাষায় আক্রমণ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তায়েপ এরদোগান। আর এই বিষয় নিয়ে বৃহস্পতিবার ফ্রান্সের বিখ্যাত গির্জার সামনে ছুড়ি নিয়ে হামলা চালাতে দেখা গেল এক আততায়ীকে। যে ঘটনায় উত্তেজনা ক্রমশ বাড়তে শুরু করেছে।

বস্তুত, গত বৃহস্পতিবার ফ্রান্সের নোতরদাম গির্জার সামনে প্রচুর মানুষ জড়ো হয়েছিল। আর সেই সময় সেই সমস্ত মানুষের ওপর ছুড়ি নিয়ে এক আততায়ীকে হামলা চালাতে দেখা যায়। ইতিমধ্যেই এই ঘটনায় 2 জনের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন বহু মানুষ। বর্তমানে সেই আততায়ীকে পুলিশ গ্রেফতার করলেও নানা মহলে প্রশ্ন উঠেছে, এই ঘটনা সে কেন ঘটালো!

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে পুলিশের পক্ষ থেকে এই নিয়ে কিছু বলা না হলেও এই ঘটনাকে সন্ত্রাসবাদী হামলা বলেই উল্লেখ করা হয়েছে। একাংশ বলছেন, গত 16 অক্টোবর প্যারিসের বুকে এক শিক্ষককে মাথা কেটে খুন করেছিলেন এক মুসলিম জঙ্গি। তারপরে এই ঘটনাকে ইসলামী মৌলবাদের স্বরূপ বলেছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট আর এবার নতুন করে এই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ল।

বিশেষজ্ঞরা বলছেন, যেভাবে ফরাসি প্রেসিডেন্ট ওই শিক্ষককে নায়ক বলে মন্তব্য করলেন এবং এই হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে ইসলামিক বিচ্ছিন্নতাবাদ শব্দটি ব্যবহার করলেন, তাতে নতুন করে চাঞ্চল্য ছড়িয়ে পড়তে শুরু করেছে। ইসলামিক মৌলবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর কারনে মুসলিম বিশ্বের রোষানলে পড়ার ফরাসি প্রেসিডেন্ট যেভাবে কোণঠাসা, তাতে পরিস্থিতি আরও বেগতিক হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এখন গোটা পরিস্থিতি কোন দিকে যায়, তার দিকে অবশ্যই নজর থাকবে সকলের। তবে ফরাসি প্রেসিডেন্টকে নিয়ে পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হতে শুরু করেছে, তা বলার অপেক্ষা রাখে না।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!