এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > দুষ্কৃতীদের বিরুদ্ধে আওয়াজ তুলতেই নৃশংসভাবে গুলি! খুন ৩ প্রভাবশালী সংখ্যালঘু তৃণমূল কর্মী

দুষ্কৃতীদের বিরুদ্ধে আওয়াজ তুলতেই নৃশংসভাবে গুলি! খুন ৩ প্রভাবশালী সংখ্যালঘু তৃণমূল কর্মী


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্যজুড়ে আইন-শৃঙ্খলার অবনতি হয়েছে- এই অভিযোগ বিরোধীদের বহুদিনের। কিন্তু বিরোধীদের অভিযোগ এবার মান্যতা পাচ্ছে রাজ্যের বেশ কিছু ঘটনায়। সম্প্রতি দক্ষিণ 24 পরগনার জীবনতলায় এমন একটি ঘটনা ঘটে গেল, যা রীতিমতো আতঙ্ক জাগিয়েছে। এলাকায় বেশ কিছু দুষ্কৃতীদের খোঁজ পেয়ে প্রতিবাদ করতেই পাল্টা দুষ্কৃতীরাই গুলি চালিয়ে দিল প্রতিবাদীদের ওপর। প্রসঙ্গত প্রতিবাদীরা প্রত্যেকেই এলাকার তৃণমূল কর্মী।

এলাকায় ঘাঁটি গাড়া দুষ্কৃতীদের বিরুদ্ধে প্রতিবাদ করায় গুলিবিদ্ধ হলেন এলাকার তিন প্রভাবশালী সংখ্যালঘু তৃণমূল কর্মী। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে জীবনতলা এলাকাজুড়ে। বর্তমানে গুলিবিদ্ধ 3 তৃণমূল কর্মী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে। অন্যদিকে দুষ্কৃতীরা কিন্তু এই ঘটনার পর থেকেই বেপাত্তা হয়ে গিয়েছে। ইতিমধ্যে পুলিশ এই ঘটনার তদন্তে নেমেছে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, সোমবার রাতে মাজেদ গাজি, আলমগীর গাজি এবং মোসলেম মোল্লা নামক তৃণমূল কর্মীর কাছে খবর যায় এলাকায় অসামাজিক কাজের উদ্দেশ্যে জড়ো হয়েছে একদল দুষ্কৃতী।

এই দুষ্কৃতীরা এলাকারই এক রিকশাচালকের বাড়িতে আশ্রয় নিয়েছে বলে জানা যায়। এর পরেই ওই রিকশাচালকের বাড়িতে হাজির হয় মাজেদ গাজি আলমগীর গাজি ও মোসলেম মোল্লা। তিন যুবক রিকশাচালকের বাড়িতে গিয়েও কারো দেখা পান না। এরপর ওই রিকশাচালকের আলাদা একটি ঘরের খোঁজ পেয়ে সেখানে দুষ্কৃতীদের খোঁজে জান এলাকার ওই তিন তৃণমূল নেতা। আর সে সময় তাঁদের দেখতে পেয়ে আচমকাই গুলি চালায় দুষ্কৃতীরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

দুষ্কৃতীদের গুলি তৃণমূল কর্মীদের পায়ে ও বুকে লাগে। রক্তাক্ত অবস্থায় তাঁরা সেখানেই লুটিয়ে পড়েন বলে জানা গেছে। স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি তাঁদের উদ্ধার করে নিয়ে যায় ক্যানিং হাসপাতলে। কিন্তু সেখানে প্রাথমিক চিকিৎসার পর গুলিবিদ্ধদের অবস্থা আশংকাজনক হওয়ায় তাঁদেরকে তড়িঘড়ি এসএসকেএম হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। বর্তমানে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন তাঁরা। ইতিমধ্যেই গোটা বিষয়টি পুলিশের কানে পৌঁছেছে।

এলাকায় পুলিশ গিয়ে তদন্তও শুরু করেছে। প্রশ্ন উঠেছে, ওই রিক্সা চালকের সঙ্গে দুষ্কৃতীদের যোগাযোগ হল কীভাবে? এবং দুষ্কৃতীরা কি উদ্দেশ্যে এলাকায় জড়ো হয়েছিল? ঘটনার সাথে কি কোনো রাজনৈতিক যোগাযোগ আছে? এ সমস্ত প্রশ্নের উত্তরই এখন খুঁজে বেড়াচ্ছে তদন্তকারী দল। অন্যদিকে এলাকায় দুষ্কৃতীরা গুলি চালানোর ফলে সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়েছে। তবে পুলিশ তদন্ত চালালেও এখনো পলাতক দুষ্কৃতীদের গ্রেপ্তার করে উঠতে পারেনি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!