এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > দুষ্কৃতীদের হাতে গুলিবিদ্ধ হয়ে খুন তৃণমূল কর্মী, অভিযোগের তীর বিজেপির দিকে!

দুষ্কৃতীদের হাতে গুলিবিদ্ধ হয়ে খুন তৃণমূল কর্মী, অভিযোগের তীর বিজেপির দিকে!


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিধানসভা নির্বাচনের সময় যত এগিয়ে আসছে, ততই উত্তেজনা বাড়তে শুরু করেছে রাজ্যে। বিভিন্ন জায়গায় তৃণমূল-বিজেপি সংঘর্ষ এখন চরম আকার ধারণ করেছে। আর এবার দুষ্কৃতীদের হাতে গুলিবিদ্ধ হয়ে খুন হলেন এক তৃনমূল কর্মী। যে ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে নদীয়ার কল্যাণী থানার গয়েশপুরের সুকান্তনগর এলাকায়। আর এই গোটা ঘটনায় তৃণমূলের দিকে অভিযোগের আঙুল তুলেছে ভারতীয় জনতা পার্টি।

জানা গেছে, মৃত ব্যক্তি বাপ্পা সরকার এদিন রাতে নিজের দোকানে কাজ করছিলেন। আর সেই সময় তার সঙ্গে বেশ কয়েকজনের বিবাদ তৈরি হয়। আর এরপরই দুষ্কৃতীরা পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে থেকে তার বুকে গুলি চালায়। আর সাথে সাথেই মাটিতে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়লে সেখানেই তার মৃত্যু হয়। সামনে যখন নির্বাচন, তখন এভাবে তৃণমূল কংগ্রেস কর্মী গুলিবিদ্ধ হওয়ায় রীতিমত চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়।

ইতিমধ্যেই এই ব্যাপারে বিজেপির বিরুদ্ধে সরব হয়েছেন গয়েশপুর শহর তৃণমূল সভাপতি সুকান্ত চট্টোপাধ্যায়। তিনি বলেন, “বাপ্পা সরকার গয়েশপুর পৌরসভার 225 নম্বর বুথে আমাদের দলের একজন এজেন্ট ছিলেন। বিজেপির লোকজন গয়েশপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে এদিন লিফলেট বিলি করছিল। তা নিয়ে এলাকায় উত্তেজনা ছিল। সেই লিফলেট বিলি করা নিয়ে আমাদের দলের সক্রিয় কর্মী বাপ্পা সরকারের সঙ্গে কয়েকজনের বচসা তৈরি হয়। আর এরপরেই দুষ্কৃতীরা খুব সামনে থেকে তার বুক লক্ষ্য করে গুলি চালায়। ঘটনাস্থলেই মারা যান ওই তৃণমূল কর্মী। এই খুনের ঘটনার পিছনে বিজেপির লোকজন জড়িত।”

অর্থ্যাৎ তৃণমূলের পক্ষ থেকে এই ঘটনায় প্রধান অভিযোগ করা হচ্ছে ভারতীয় জনতা পার্টির দিকে। যার ফলে কিছুটা হলেও চাপে পড়েছে গেরুয়া শিবির। এদিকে এই ব্যাপারে তৃণমূলের তোলা অভিযোগ পাল্টা অস্বীকার করেছে গেরুয়া শিবির। এদিন এই প্রসঙ্গে নদিয়া দক্ষিণ বিজেপির সাংগঠনিক সভাপতি অশোক চক্রবর্তী বলেন, “রাজা নামে ওই এলাকার একজন কুখ্যাত সমাজবিরোধী আমাদের দলের একজন কার্যকর্তাকে লক্ষ্য করে গুলি চালায়। সেই গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে বাপ্পা সরকার নামে একজন নিরীহ মানুষের বুকে লাগে। তাতেই তার মৃত্যু হয়েছে। এটা তৃণমূলের নিজেদের দলের ব্যাপার। এর সঙ্গে বিজেপির কোনো যোগাযোগ ছিল না।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অর্থাৎ তৃণমূল যখন বিজেপির দিকে এই অভিযোগ করছে, তখন বিজেপির পক্ষ থেকে সেই অভিযোগকে সম্পূর্ণরূপে অস্বীকার করা হচ্ছে। যা নিয়ে এলাকায় তৈরি হয়েছে রাজনৈতিক বিবাদ। অনেকে বলতে শুরু করেছেন, হাতে আর কয়েক মাস বাকি। তারপরই বিধানসভা নির্বাচন। কিন্তু এখন থেকেই রাজনৈতিক দলগুলো নিজেদের কার্যক্রম শুরু করে দিয়েছে।

কিন্তু সেই কার্যক্রম করতে গিয়ে যেভাবে বিভিন্ন জায়গায় সংঘর্ষ এবং একের পর এক প্রাণ চলে যেতে দেখা যাচ্ছে, তাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে বলেই আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। তাই দ্রুত পুলিশ প্রশাসনকে এই ব্যাপারে পদক্ষেপ করার আর্জি জানাচ্ছে প্রত্যেকে‌। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!