এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > দুয়ারে রেশন প্রকল্প বাস্তবায়িত করতে বড় পদক্ষেপ রাজ্য খাদ্য দফতরের, জমছে জল্পনা

দুয়ারে রেশন প্রকল্প বাস্তবায়িত করতে বড় পদক্ষেপ রাজ্য খাদ্য দফতরের, জমছে জল্পনা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – 2021 এর বিধানসভা নির্বাচনের প্রচারে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম ঘোষণা ছিল দুয়ারে রেশন প্রকল্প। তৃতীয়বারের জন্য তৃণমূল ক্ষমতায় আসার পর এবং মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পর একের পর এক পরিকল্পনা বাস্তবায়িত হওয়ার পথে। ইতিমধ্যেই লক্ষীর ভান্ডার প্রকল্প বাস্তবে রূপ পেতে চলেছে। আর এবার দুয়ারে রেশনের পালা। রেশনের চাল, ডাল, গম, বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভা নির্বাচনের প্রাক্কালে। আর এবার প্রতিশ্রুতি পালনের পালা।

এই প্রকল্পে বিপুল পরিমাণ রেশন সামগ্রী পৌঁছাতে প্রয়োজন বিশেষ মালবাহী গাড়ি। আর সেই সূত্রে জানা যাচ্ছে, রেশন ডিলারদের খাদ্য দপ্তরের পক্ষ থেকে এক লক্ষ টাকা করে এককালীন অনুদান দেওয়া হচ্ছে যা দিয়ে রেশন ডিলারদের মালবাহী গাড়ি কিনতে হবে। দুয়ারে রেশন প্রকল্পে বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার জন্য উপযুক্ত গাড়িও তৈরি হচ্ছে, যা বিভিন্ন অলিতে-গলিতে খুব সহজেই যাতে ঢুকতে পারে। জানা যাচ্ছে, রেশন ডিলারদের গাড়িতে একাধিক ডালায় ডাল, চাল, গম থাকবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এছাড়াও ওজন যন্ত্র এবং ডিলারদের বসার জায়গা থাকবে ঐ মালবাহী গাড়িতে। পাশাপাশি ডিলারদের বসার জায়গা রাখার ব্যবস্থাও রাখা হচ্ছে ওই গাড়িতে। এই ধরনের গাড়ি নিয়ে এবার প্রত্যেক বাড়ির দুয়ারে রেশন ডিলাররা হাজির হতে চলেছেন। সম্প্রতি খাদ্য ভবনে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী প্রস্থাবিত দুয়ারে রেশন প্রকল্প কিভাবে বাস্তবায়িত করা হবে তা নিয়ে আলোচনা চলে। এই বৈঠকে তিনটি গাড়ি নির্মাণ সংস্থার প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন বলে জানা গিয়েছে।

মালবাহী একটি গাড়ির দাম 5 থেকে 6 লক্ষ টাকা পড়তে পারে। যার মধ্যে এক লক্ষ টাকা রাজ্য সরকার দেবে, বাকিটা রেশন ডিলারদেরকেই দিতে হবে বলে জানা গিয়েছে। তবে দুয়ারে ত্রশন প্রকল্পে নিয়ে দুয়ারের রেশন প্রকল্প নিয়ে আরো বিস্তারিত চিন্তাভাবনা চালাচ্ছে রাজ্য খাদ্য দপ্তর। অন্যদিকে রেশন ডিলারদের গাড়ি কেনার জন্য টাকার বিনিয়োগ করতে হবে সে ক্ষেত্রে ডিলাররাও বেশ চাপের মুখেই বলেই মনে করা হচ্ছে ।এই পরিস্থিতিতে দুয়ারে রেশন প্রকল্প কতটা বাস্তবায়িত হয় এটা নিয়ে কিন্তু থাকছে প্রশ্ন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!