দুয়ারে রেশন প্রকল্প কি বাস্তবায়িত হবে সরকারি নজরদারীতে? জেনে নিন কলকাতা বিশেষ খবর রাজ্য July 5, 2021 প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – 2021 এর বিধানসভা নির্বাচনের প্রচারে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম ঘোষণা ছিল দুয়ারে রেশন প্রকল্প। তৃতীয়বারের জন্য তৃণমূল ক্ষমতায় আসার পর এবং মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পর এবার সেই প্রকল্প বাস্তবায়িত হওয়ার পালা। আর এবার জানা যাচ্ছে, সরকারি তত্ত্বাবধানে এই দুয়ারে রেশন প্রকল্প বাস্তবায়িত হতে চলেছে। প্রসঙ্গত অনেকেই মনে করছেন, দুর্নীতি সংক্রান্ত বিতর্ক এড়ানোর জন্য প্রথম থেকেই এবার সাবধানী মুখ্যমন্ত্রী। তাই এবার দুয়ারে ত্রাণের মতন দুয়ারে রেশন প্রকল্পও সরকারি নজরদারিতে হবে বলেই শোনা যাচ্ছে। প্রসঙ্গত, তৃণমূল সরকারের বিরুদ্ধে আগাগোড়াই দুর্নীতির অভিযোগ তুলে আসছে বিরোধীরা। সেক্ষেত্রে ত্রাণ বা রেশন কোনোটাই বাদ নেই। দুয়ারে রেশন প্রতিশ্রুতি পালনের জন্য সেকথা মাথায় রেখেই পরিকল্পনা চলছে প্রশাসনের অন্দরে। কিভাবে এই বিশাল পদ্ধতিটি কার্যক্ষেত্রে সফল করা যায় তাই নিয়েই চলছে আলোচনা। সরকারি তত্ত্বাবধানে কাজ করতে গেলে খুব সম্ভবত এলাকার রেশন ডিলারদের কাজে লাগানো হবে বলেই মনে করা হচ্ছে। এবং সেই সংক্রান্ত পরীক্ষা-নিরীক্ষা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে বিভিন্ন জায়গায়। বিনামূল্যে রেশন দেওয়ার পাশাপাশি এবার বাড়িতে পৌঁছে দেওয়ার পালা। আর সেক্ষেত্রে উপভোক্তাদের বাড়িতে অনেক পরিমাণে খাদ্যপণ্য পাঠাতে হবে। আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - সেক্ষেত্রে কিভাবে রেশন ডিলারদের কাজে লাগানো যায় তা নিয়ে চর্চা চলছে প্রশাসনের অন্দরে। খাদ্য দপ্তরের পক্ষ থেকে পুরো বিষয়টি যাতে অভিযোগমুক্ত থাকে, সেই চেষ্টাও চলছে পুরোদমে। বর্তমানে বেশ কিছু নতুন ব্যবস্থাপনা গ্রহণ করা হয়েছে রেশন ব্যাবস্থায়। তার মধ্যে অন্যতম হলো বায়োমেট্রিক পদ্ধতিতে আঙ্গুলের ছাপ দিয়ে রেশন তোলার বিষয়টি। এর ফলে বর্তমানে উপভোক্তার রেশন সামগ্রী অন্য কারোর হাতে যাওয়ার কোন সম্ভাবনা নেই। দুয়ারে রেশন কর্মসূচিতে এই প্রযুক্তি প্রয়োগ করা হবে বলে জানা যাচ্ছে। পাশাপাশি রেশন কার্ডের সঙ্গে আধার এবং ফোন নাম্বার যুক্ত করার যে কাজ চলছে, সেই কাজ সম্পন্ন হলে দুয়ারে রেশন প্রকল্প অতিরিক্ত রক্ষাকবচের আওতায় থাকবে বলে দাবি করেছেন সরকারি আধিকারিকরা। তবে শুধুমাত্র একটি এলাকা নয়, প্রায় কয়েক কোটি মানুষের ঘরে এই বিপুল খাদ্যপণ্য কিভাবে পৌঁছে দেওয়া যায় তা নিয়ে কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে বিশেষজ্ঞদের। সরকারিভাবে বিষয়টি নিয়ে এখনো পর্যন্ত চিন্তাভাবনা চলছে। সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দুয়ারে রেশন প্রকল্পকে দুর্নীতিমুক্ত রাখার সদর্থক চিন্তাভাবনা কি আদৌ বাস্তবায়িত হবে? নজর এখন সেদিকেই। আপনার মতামত জানান -