এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > ‘দুয়ারে রেশন’ প্রকল্পে কর্মসংস্থানের নয়া উদ্যোগ নবান্নের, উৎসাহী আলোচনা বাড়ছে

‘দুয়ারে রেশন’ প্রকল্পে কর্মসংস্থানের নয়া উদ্যোগ নবান্নের, উৎসাহী আলোচনা বাড়ছে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী হলেন মমতা ব্যানার্জি। মহিলাদের মধ্যেও তাঁর জনপ্রিয়তা আকাশছোঁয়া। সমীক্ষায় দেখা গিয়েছে, একুশের বিধানসভা নির্বাচনে মহিলাদের ব্যাপক সমর্থন পেয়েছেন তৃণমূল সুপ্রিমো। আর তাই এবার মহিলাদের স্বনির্ভর করার উদ্যোগে এবং কর্মসংস্থানের উদ্যোগে বড়োসড়ো পদক্ষেপ রাজ্য সরকারের। একুশের বিধানসভা নির্বাচনে ইস্তেহারে তৃণমূলের অন্যতম প্রতিশ্রুতি ছিল দুয়ারে রেশন প্রকল্প। সেক্ষেত্রে এই প্রকল্পকে চালাতে গেলে কর্মীসংখ্যা বৃদ্ধি করতে হবে বলেই মনে করা হচ্ছে। আর তাই এবার দুয়ারে রেশন প্রকল্পকে নিয়ে পুরোপুরি অন্যভাবে চিন্তাভাবনা শুরু করল রাজ্য সরকার।

শুধুমাত্র মানুষের বাড়ি বাড়ি গিয়ে খাবার পৌঁছানোই নয়, এর সঙ্গে বাংলার লক্ষ লক্ষ মহিলার কর্মসংস্থান হবার ইঙ্গিত পাওয়া গিয়েছে। নবান্ন সূত্রে জানা গিয়েছে, রাজ্যে আরো দু লক্ষ স্বনির্ভর গোষ্ঠী তৈরি করার লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে। সেই অনুযায়ী জেলাগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে এ ব্যাপারে বিশদে আলোচনা করতে। মঙ্গলবার সমস্ত জেলাশাসকদের সঙ্গে বৈঠকে বসেছিলেন মুখ্যসচিব হরেকৃষ্ণ দ্বিবেদী। এই বৈঠকে সমস্ত জেলার জেলাশাসক এবং মুখ্যসচিব ছাড়াও ছিলেন অতিরিক্ত জেলা শাসক এবং জেলার খাদ্য দপ্তরের আধিকারিকরা। আপাতত দু’লক্ষ স্বনির্ভর গোষ্ঠী কিভাবে তৈরি হবে তাই নিয়ে বিশদে আলোচনা করা হয়েছে এই বৈঠকে বলে জানা গেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

একই সাথে স্বনির্ভর গোষ্ঠী কিভাবে কাজ করবে তারও ব্লুপ্রিন্ট তৈরি করা হয়। পাশাপাশি আধার লিঙ্ক থেকে শুরু করে জলস্বপ্ন সহ বিভিন্ন প্রকল্পে গতি আনার কথা বলা হয়েছে এই বৈঠকে। প্রসঙ্গত দুয়ারে দুয়ারে রেশন পৌঁছাতে প্রচুর লোকবলের প্রয়োজন। সে ক্ষেত্রে ঘাটতি মেটাতে দু’লক্ষ স্বনির্ভর গোষ্ঠী তৈরীর লক্ষ্যমাত্রা ঠিক করেছে নবান্ন। মহিলাদের এক্ষেত্রে বিশেষ সুযোগ দেওয়া হবে বলে জানা গিয়েছে। আর এই নিয়েই রাজনৈতিক মহল কিন্তু অন্য হিসাব নিকাশ শুরু করেছে। তাঁদের মতে, একুশের ভোটে যেহেতু মমতা ব্যানার্জ্জীর প্রতি বাংলার মহিলারা বিপুল সমর্থন জানিয়েছেন, তাই এবার মুখ্যমন্ত্রীর ফিরিয়ে দেওয়ার পালা। সেই হেতু ‘দুয়ারে রেশন’ প্রকল্পে হবে মহিলাদের অন্তর্ভুক্তি।

এক্ষেত্রে সারা বছর কাজ থাকবে। পাশাপাশি একই সাথে অন্যান্য প্রকল্প জুড়ে যাবে। অর্থাৎ স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা কিন্তু পাকাপাকি কর্মসংস্থানের আওতায় চলে আসবেন। খুব স্বাভাবিকভাবেই রাজ্য সরকারের এই চিন্তাধারা যথেষ্ট প্রশংসা পেয়েছে অর্থনৈতিক মহলে। ইতিমধ্যেই মহিলাদের জন্য মুখ্যমন্ত্রী হাতখরচ দেওয়ার লক্ষ্যে ‘লক্ষীর ভান্ডার’ প্রকল্প মঞ্জুর করেছেন এবারের বাজেটে। আর এবার মহিলাদের জন্য নতুন কর্মসংস্থানের উদ্যোগ মমতা ব্যানার্জ্জীর। বিশেষজ্ঞদের মতে, মুখ্যমন্ত্রীর এই পদক্ষেপ তৃণমূলের মহিলা ভোটব্যাঙ্ক আরো সুনিশ্চিত ও সুদৃঢ় করে তুলবে। আপাতত দেখার এই সম্পূর্ণ পরিকল্পনা কবে বাস্তবের রূপ পায়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!