এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > দুয়ারে সরকার ক্যাম্পে চূড়ান্ত অব্যবস্থা, নবান্ন থেকে কড়া নির্দেশ মুখ্যসচিবের

দুয়ারে সরকার ক্যাম্পে চূড়ান্ত অব্যবস্থা, নবান্ন থেকে কড়া নির্দেশ মুখ্যসচিবের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট সম্প্রতি রাজ্য জুড়ে শুরু হয়েছে দুয়ারে সরকার কর্মসূচি। একুশের বিধানসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে দুয়ারে সরকার কর্মসূচির প্রথম আত্মপ্রকাশ ঘটে। ভোট পরবর্তীকালে দ্বিতীয়বার দুয়ারের সরকার প্রকল্পের সূত্রপাত হয়েছে। তবে এবার দুয়ারে সরকার কর্মসূচির মাধ্যমে লক্ষীর ভান্ডার প্রকল্পের আবেদন জমা নেওয়া হচ্ছে। আর সেই কারণেই দেখা যাচ্ছে, দুয়ারে সরকার ক্যাম্পে অস্বাভাবিক ভিড় জমেছে মহিলাদের। আর পাশাপাশি দুয়ারে সরকার ক্যাম্পের অব্যবস্থার অভিযোগও উঠেছে বিভিন্ন জায়গায়। ইতিমধ্যে এই নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী।

নবান্ন সূত্রে জানা গিয়েছে, রাজ্যের মুখ্যসচিব জেলাশাসকদের কড়া বার্তা দিয়েছেন এই নিয়ে। সূত্রের খবর মুখ্যসচিবের পক্ষ থেকে জেলাশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে, যেখানে এক হাজারের বেশি মানুষ আছে সেখানে ক্যাম্পের সংখ্যা আরো বাড়িয়ে দিতে হবে। এই সূত্রে বেশ কয়েকটি জেলার নাম তিনি করেছেন, যার মধ্যে উত্তর 24 পরগনা এবং হুগলি অন্যতম। রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও এখনো তৃতীয় ঢেউয়ের আশঙ্কা যথেষ্ট রয়েছে। এই অবস্থায় করোনা বিধিনিষেধের তোয়াক্কা না করে যেভাবে দুয়ারে সরকার ক্যাম্পগুলোতে প্রচুর মানুষের ভিড় হচ্ছে, তা চিন্তা বাড়াচ্ছে চিকিৎসকদের।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পাশাপাশি দেখা যাচ্ছে, নিরাপদ দূরত্ব এবং মাস্ক পরা কোনটিই মানা হচ্ছেনা। কার্যত জানা যাচ্ছে, উত্তর 24 পরগনার বেশকিছু ক্যাম্পে অন্তত 5 হাজার মানুষ একসাথে ভিড় করেছে। হুগলিতেও একই পরিস্থিতি। এই অবস্থায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চন্দননগর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে এবার সিভিক ভলেন্টিয়ারদের দুয়ারে সরকারের দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামীকাল চন্দননগরের সিপি সমস্ত ওসি এবং আইসিদের নিয়ে একটি বৈঠক ডেকেছেন।

অন্যদিকে সমস্ত জেলাশাসককেই দুয়ারে সরকার ক্যাম্পে সংশোধনমূলক পদক্ষেপ গ্রহণ করার নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব। জনসাধারণের অসুবিধা দূর করতে আরও ক্যাম্পের আয়োজন করার প্রয়োজন বলে জানিয়েছেন তিনি। সবমিলিয়ে দুয়ারের সরকার ক্যাম্প নিয়ে যে দুরবস্থার অভিযোগ সামনে আসছে তা মেটাতে এবার সরাসরি আসরে নামল রাজ্য সরকার। আপাতত মুখ্যসচিবের নির্দেশ মেনে পরিস্থিতি কিভাবে আয়ত্তে আনেন জেলাশাসকরা সেদিকেই নজর রাখছে ওয়াকিবহাল মহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!