এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > দুয়ারে সরকারের পর এবার চিকিৎসা পরিষেবাও দুয়ারে, কিভাবে? জেনে নিন

দুয়ারে সরকারের পর এবার চিকিৎসা পরিষেবাও দুয়ারে, কিভাবে? জেনে নিন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট দুয়ারে সরকার তো শুনেছেন সবাই। কিন্তু দুয়ারে স্বাস্থ্য পরিষেবা যদি থাকে, তাহলে তার থেকে ভাল আর কিছুই হয়না বলে মনে করেন সাধারণ মানুষ। ঠিক এরকমই একটি সুবিধা এবার নিয়ে এলো উত্তর 24 পরগনার ভাটপাড়া পুরসভা। নাগরিকদের উন্নততর চিকিৎসার সুবিধা দিতে ভাটপাড়া পুরসভা থেকে শুরু করা হলো দুয়ারে স্বাস্থ্য পরিষেবা। এই পরিষেবা চালু করলেন ভাটপাড়া পুরসভার প্রশাসক গোপাল রাউত। খুব স্বাভাবিকভাবেই দুয়ারে স্বাস্থ্য পরিষেবা চালু হওয়ায় এলাকাবাসী অত্যন্ত খুশি।

জানা গিয়েছে, এই পরিষেবার মাধ্যমে দশটি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়েছে, যাতে করে শুধুমাত্র হাসপাতালেই পৌঁছানো যাবেনা- রোগী ভর্তি থেকে চিকিৎসা সমস্ত পরিষেবা পুরসভার পক্ষ থেকে দেওয়া হবে। এর জন্য শুধুমাত্র ন্যূনতম অ্যাম্বুলেন্স ভাড়া ছাড়া আর কোনো খরচ করতে হবে না রোগীর পরিবারকে। প্রসঙ্গত জানা গিয়েছে, ভাটপাড়া পুরসভার 35 টি ওয়ার্ডের নাগরিকদের জন্য আগে পুরসভার চারটি অ্যাম্বুলান্স ছিল। তাতে অসুবিধা হচ্ছিল অনেক। তাই এবার সঠিক চিকিৎসা পরিষেবা দিতে দশটি এম্বুলেন্স নিয়ে দুয়ারে স্বাস্থ্য পরিষেবা চালু করা হলো। শুধু অ্যাম্বুলেন্স নয়, 24 ঘণ্টার একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। যেখানে এই পরিষেবা সংক্রান্ত সমস্ত সাহায্য পাওয়া যাবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সেই নম্বরগুলি হল- ৬২৮৯৪০৫৫৭৬/৮১০০৫৭৯১৩৪/০৩৩২৫৮৯৫১৫। এছাড়াও প্রতিটি অ্যাম্বুলেন্সে তিনজন করে কর্মী থাকবেন, যারা রোগীকে হাসপাতালে ভর্তির ব্যবস্থা করবেন। এছাড়াও হাসপাতালে ভর্তির পর প্রয়োজনীয় পরিষেবা দেওয়া হবে আম্বুলেন্স থেকে। এমনকি রোগীকে যদি অন্য হাসপাতালে স্থানান্তরিত করা হয়, তাহলেও সেই অ্যাম্বুলেন্সে করে রোগীকে অন্য হাসপাতালে নিয়ে যাওয়া যাবে। এক্ষেত্রে জানা গিয়েছে, এমন একটি রেজিস্টার থাকবে সেখানে অ্যাম্বুলান্স কর্মীরা সমস্ত তথ্য নথিভুক্ত করবেন। এছাড়াও সাধারণ মানুষ ঠিকঠাক পরিষেবা পাচ্ছেন কিনা তা দেখভাল করবেন পুরসভার স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা।

পাশাপাশি ভাটপাড়া পুরসভার পুর প্রশাসক গোপাল রাউত জানিয়েছেন, দুয়ারে স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে প্রয়োজনে আরও বেশ কয়েকটি অ্যাম্বুলেন্স কেনা হবে। তবে ভাটপাড়া পুরসভার মানুষরাই এক্ষেত্রে অগ্রাধিকার পাবেন বলে তিনি নিশ্চিত করেছেন। বিশেষজ্ঞদের মতে আগামী বছরের শুরুতেই রাজ্যের বকেয়া পুরসভাগুলির নির্বাচন হতে চলেছে, যার মধ্যে ভাটপাড়া অন্যতম। তাই তার আগে এই অভিনব উদ্যোগ ভাটপাড়া পুরো প্রশাসককে যে এক্সট্রা মাইলেজ দেবে সে ব্যাপারে কোন সন্দেহ নেই। তবে এই দুয়ারে স্বাস্থ্য পরিসেবা যে একেবারে অন্যরকম চিন্তা ভাবনার ফসল সে ব্যাপারে নিশ্চিত থাকা যায়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!