এখন পড়ছেন
হোম > রাজ্য > মালদা-মুর্শিদাবাদ-বীরভূম > দুয়ারে সরকারের প্রথম দিনেই বড়সড় দুর্ঘটনা, চিন্তার ভাঁজ প্রশাসনের কপালে

দুয়ারে সরকারের প্রথম দিনেই বড়সড় দুর্ঘটনা, চিন্তার ভাঁজ প্রশাসনের কপালে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন লক্ষীর ভান্ডার প্রকল্পের কথা। পাশাপাশি তিনি জানিয়েছিলেন, লক্ষীর ভান্ডার প্রকল্পের আবেদন করতে গেলে দুয়ারে সরকারের মাধ্যমে আবেদন করতে হবে। এবং দুয়ারে সরকার যে 16 ই আগষ্ট থেকে বসতে চলেছে সে কথাও তিনি জানান। আর সেইমত আজ থেকে বিভিন্ন জেলায় দুয়ারে সরকার কর্মসূচি আবার শুরু হয়েছে। আজ থেকে আগামী পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত দুয়ারে সরকার কর্মসূচি চলবে বলে জানা গিয়েছে। আর প্রথম দিনেই প্রশাসনের চিন্তা বাড়ালো ভিড়জনিত দুর্ঘটনা।

পাশাপাশি দুয়ারে সরকার কর্মসূচির মাধ্যমে রাজ্য সরকারের আঠারোটি প্রকল্পের জন্য আবেদন করা যাবে বলেও জানা গেছে। অন্যদিকে দুয়ারে সরকারের প্রথম দিনেই দুর্ঘটনা বীরভূমের মুরারইতে। জানা গিয়েছে, সরকারি প্রকল্পে নাম তোলার জন্য হুড়োহুড়ি করতেই দুর্ঘটনা ঘটে যায়। দুর্ঘটনায় দুজন আহত হয়েছে বলে জানা গিয়েছে। আজকে বীরভূমের মুরারই অক্ষয় কুমার ইনস্টিটিউটে দুয়ারে সরকার বসে। সকাল থেকেই এই ইনস্টিটিউটের সামনে লম্বা লাইন চোখে পড়ে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে ছিলেন অনেকেই। তার মধ্যেই ইনস্টিটিউটের গেট খোলার সঙ্গে সঙ্গেই ভিড় বাড়তে থাকে। লাইনে ভিড় বাড়তে শুরু করলে গন্ডগোল, হুড়োহুড়ি শুরু হয়ে যায় লাইনে দাঁড়িয়ে থাকা মানুষদের মধ্যে। তার মধ্যেই পড়ে যান অনেকে। হুড়োহুড়ি, ঠেলাঠেলিতে দুজন আহত হন বলেও জানা গেছে। অন্যদিকে দুয়ারে সরকার ক্যাম্পে দুর্ঘটনার কথা মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে। এবং এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাপানউতোর শুরু হয় এলাকায়।

তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ক্যাম্পের সামনে লাইনে দাঁড়িয়ে থাকা মানুষের চিৎকার চেঁচামেচিতে। পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানা গিয়েছে। সবমিলিয়ে প্রথম দিনেই দুয়ারে সরকার ক্যাম্প কার্যত চিন্তার ভাঁজ ফেলল প্রশাসনের কপালে। পাশাপাশি করোনা পরিস্থিতিতে বিশাল মানুষের ভিড় যেমন চিন্তা বাড়াচ্ছে, ঠিক তেমনই ভিড়ের কারণে গন্ডগোলের আশঙ্কা সৃষ্টি হচ্ছে। তবে প্রশাসন এই পরিস্থিতিকে কিভাবে নিয়ন্ত্রণে রাখতে পারে, সে দিকেই থাকছে নজর।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!