এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > ‘দুয়ারে সরকার’ যাওয়ার আগেই তাজা বোমা উদ্ধার ঘিরে তীব্র রাজনৈতিক তরজা শুরু বিজেপি-তৃণমূলে

‘দুয়ারে সরকার’ যাওয়ার আগেই তাজা বোমা উদ্ধার ঘিরে তীব্র রাজনৈতিক তরজা শুরু বিজেপি-তৃণমূলে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – নির্বাচনের সময় যত এগিয়ে আসছে ততই রাজনৈতিক পারদ বাড়তে শুরু করেছে বাংলায়। ইতিমধ্যেই নানা ঘটনাকে কেন্দ্র করে শাসক বনাম বিরোধীদের সংঘর্ষ তৈরি হয়েছে গোটা রাজ্য জুড়ে। আর এই পরিস্থিতিতে দুয়ারে সরকার কর্মসূচির আগে সেই মাঠে তাজা বোমা উদ্ধারকে কেন্দ্র করে রীতিমত শোরগোল পড়ে গেল কোচবিহারের মাথাভাঙ্গা এলাকায়। যে ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল এবং বিজেপির রাজনৈতিক তরজা এখন চরম আকার ধারণ করেছে। প্রসঙ্গত উল্লেখ্য, মঙ্গলবার মাথাভাঙ্গা 1 ব্লকের নয়ারহাট গ্রাম পঞ্চায়েতে দুয়ারে সরকার কর্মসূচির আগে সেখানে মাঠে তাজা বোমা উদ্ধার হয়। যার ফলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, সরকারের কর্মসূচিকে বানচাল করতেই বিজেপির লোকজন বোমা রেখে আতঙ্ক তৈরি চেষ্টা করছে। অন্যদিকে বিজেপির পক্ষ থেকে পাল্টা এই ঘটনায় তৃণমূলের গোষ্ঠী কোন্দলকে দায়ী করা হয়েছে। স্বাভাবিকভাবেই দুয়ারে সরকার কর্মসূচির আগে মাঠে তাজা বোমা উদ্ধার এলাকায় যে ব্যাপক চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে, তা বলার অপেক্ষা রাখে না। অনেকে বলতে শুরু করেছেন, নির্বাচনের আগে এমনিতেই বিভিন্ন জায়গা উত্তেজনা প্রবণ হয়ে উঠতে শুরু করেছে। আর তার আগে সরকারি কর্মসূচি শুরু হওয়ার আগেই যেভাবে তাজা বোমা উদ্ধার হল, তাতে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন অনেকেই।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন এই প্রসঙ্গে তৃণমূলের মাথাভাঙ্গা 1 ব্লকের সভাপতি মহেন্দ্রনাথ বর্মন বলেন, “দুয়ারে সরকার ক্যাম্পে সাধারণ মানুষের উৎসাহ দেখে বিজেপি ভয় পেয়ে গিয়েছে। তাই এদিন কর্মসূচি বানচাল করতে বিজেপির লোকজন এমনটা করেছে। তবে স্থানীয়দের তৎপরতায় বিজেপির উদ্দেশ্য সফল হয়নি।” অন্যদিকে তৃণমূলের তোলা এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে ভারতীয় জনতা পার্টি। এদিন এই প্রসঙ্গে বিজেপি স্থানীয় মন্ডল সম্পাদক অশোক দে বলেন, “তৃনমুল নিজেদের গোষ্ঠী কোন্দলকে ঢাকতে আমাদের নামে অপবাদ দিচ্ছে। তৃণমূলের লোকজন স্কুলের মাঠে বোমা রেখেছিল। পুলিশ তদন্ত করে দেখলে বিষয়টি পরিষ্কার হয়ে যাবে।”

তবে রাজনৈতিক দ্বৈরথ যে পর্যায়েই পৌঁছে যাক না কেন, সরকারি কর্মসূচির আগে এভাবে তাজা বোমা উদ্ধার আইনশৃঙ্খলা পরিস্থিতিকে যে কার্যত প্রশ্নচিহ্নের মুখে ফেলে দিল, তা বলার অপেক্ষা রাখে না। স্বাভাবিকভাবেই এই ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। নির্বাচনের আগেই যদি এই রকম সমস্যার সম্মুখীন হতে শুরু করেন সকলে, তাহলে নির্বাচন দুয়ারে আসলে পরিস্থিতি আরও সংকটজনক হওয়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!