এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > দুয়ারে সরকারের সাথে এবার চায়ের আড্ডা – মানুষের আরও কাছে পৌঁছাতে নতুন কর্মসূচি তৃণমূল কংগ্রেসের

দুয়ারে সরকারের সাথে এবার চায়ের আড্ডা – মানুষের আরও কাছে পৌঁছাতে নতুন কর্মসূচি তৃণমূল কংগ্রেসের

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  প্রথম থেকেই তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা দিয়েছেন রাজ্যের মানুষের সাথে যোগাযোগ রক্ষা করার দলকে। কার্যত তিনি বিশ্বাস করেন, যদি মানুষ তাঁর পাশে থাকে তাহলে অবশ্যই তিনি সবরকমভাবে কাজ করতে পারবেন এবং রাজ্যের শীর্ষাসনে থাকতে পারবেন। আর এই নীতিকে গ্রহণ করেই মানুষের আরো কাছাকাছি পৌঁছাতে তৃণমূল কংগ্রেস এবার শুরু করল ‘চায়ের আড্ডা’ কর্মসূচি। কার্যত এই কর্মসূচি নামটি কাকতালীয়ভাবে মিলে গিয়েছে বিজেপির সঙ্গে প্রসঙ্গত গেরুয়া শিবিরের পক্ষ থেকেও যোগাযোগের বিস্তার বাড়াতে প্রায়শই ‘চায় পে চর্চা’ কর্মসূচি নেওয়া হয়।

অন্যদিকে আজই তৃণমূল কংগ্রেস ‘চায়ের আড্ডা’ নিয়ে হাজির মানুষের দরবারে। সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গড় থেকে এই কর্মসূচি শুরু করেছে শাসক দল। বৃহস্পতিবার নারায়ণতলা ও মহিষগেট এলাকায় দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে চায়ের আড্ডার সূচনা করেছেন ডায়মন্ড হারবার 2 নম্বর ব্লকের সরিষার পর্যবেক্ষক শামীম আহমেদ। জানা গিয়েছে, আগামী দিনে ডায়মন্ড হারবার এলাকার বিভিন্ন ব্লকে এবং পাড়ায় চায়ের আড্ডায় কর্মসূচি চলবে। প্রসঙ্গত, আগামী 16 ই আগস্ট থেকে দুয়ারে সরকার ক্যাম্প শুরু হতে চলেছে বিভিন্ন জেলায়। আরও একবার সাধারণ মানুষের দরবারে প্রশাসন। রাজ্যের মানুষ কি কি প্রকল্পের সুবিধা পাবেন, তার জন্য কি কি ডকুমেন্ট জমা দিতে হবে সেই সব নিয়েই চায়ের আড্ডায় আলোচনা চলছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এমনকি কারো কোন অসুবিধা থাকলে তাও শোনা হচ্ছে এই আড্ডায় বলে জানা গিয়েছে। অন্যদিকে দলীয় সূত্রে জানা গেছে, আগামী দিনে রাজ্যজুড়ে এই চায়ের আড্ডা শুরু হতে চলেছে বিভিন্ন পাড়ায়। উল্লেখ্য, বিধানসভা নির্বাচনের আগে থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারের সমস্ত প্রকল্প যাতে মানুষের কাছে পৌঁছায় এবং কোনভাবেই যাতে রাজ্যের মানুষ দুর্নীতির শিকার না হন তার জন্য দুয়ারে সরকার প্রকল্প শুরু করেন। আর সাধারণ মানুষের আরো কাছে এই প্রকল্পগুলি তুলে ধরার জন্য তৃণমূল নেতৃত্বের পক্ষ থেকে শুরু হচ্ছে চায়ের আড্ডা। কার্যত এই চায়ের আড্ডা কতটা প্রভাব বিস্তার করতে পারে সাধারণের মধ্যে, সেটাই এখন দেখার।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!