এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > দুয়ারে ভোট অথচ গোষ্ঠীদ্বন্দ্বের জেরে এখনও ব্লক বা অঞ্চল কমিটিই গড়তে পারল না তৃণমূল!

দুয়ারে ভোট অথচ গোষ্ঠীদ্বন্দ্বের জেরে এখনও ব্লক বা অঞ্চল কমিটিই গড়তে পারল না তৃণমূল!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বারবার গোষ্ঠীদ্বন্দ্ব বন্ধ করবার জন্য তৃণমূল নেতৃত্বের পক্ষ থেকে কড়া বার্তা দেওয়া হচ্ছে। কিন্তু লাভের লাভ হচ্ছে না কিছুতেই। আর সেই গোষ্ঠীদ্বন্দ্বের প্রভাব যে তৃণমূলের সংগঠন এসে পড়ছে, তা বলার অপেক্ষা রাখে না। এবার অঞ্চল কমিটি ঘোষণাকে কেন্দ্র করে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব ব্যাপক পরিমাণে ছড়িয়ে পড়ল কোচবিহারের মাথাভাঙ্গা এলাকায়। যদি সাংগঠনিক কাজকর্ম করতে গোষ্ঠীদ্বন্দ্ব মাঝখানে কাটা হয়ে দাঁড়ায়, তাহলে কিভাবে তৃণমূল কংগ্রেস বিজেপির বিরুদ্ধে লড়াই করবে, এখন সেটাই প্রধান প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে বিশেষজ্ঞদের কাছে।

জানা গেছে, এদিন শীতলকুচি ব্লকের আটটি অঞ্চলের পদাধিকারীদের নিয়ে একটি বৈঠক করেন ব্লক কমিটির সহ-সভাপতি। বস্তুত, গত শুক্রবার অঞ্চল কমিটির পদাধিকারী ঘোষনা পর তাদের সেই কমিটিকে অবৈধ বলে দাবি করেন তৃণমূল বিধায়ক হিতেন বর্মন। কিন্তু তারপরও সেই অঞ্চলের দুই সহ-সভাপতি অঞ্চল পদাধিকারীদের নিয়ে বৈঠক এবং পূর্ণাঙ্গ কমিটি তৈরি ঘোষণা করায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা করছেন একাংশ। দলীয় বিধায়কের আপত্তির পরেও কেন তারা এভাবে অঞ্চল কমিটি গঠনের ব্যাপারে সক্রিয় হলেন?

এদিন এই প্রসঙ্গে ব্লকের সহ-সভাপতি সাহের আলি মিঞা বলেন, “সামনে বিধানসভা ভোট‌। বিজেপির সঙ্গে রাজনৈতিক লড়াই জারি রাখতে গেলে আমাদের বুথ কমিটি এবং অঞ্চল কমিটি গঠন করা একান্ত জরুরি। আমরা অঞ্চল কমিটির পদাধিকারীদের নিয়ে বৈঠক করে তাদের নির্দেশ দিয়েছি, পূর্ণাঙ্গ কমিটি তৈরি করতে হবে। একইসঙ্গে বুথ কমিটি গঠনের কথা বলা হয়েছে।” এদিকে এই প্রসঙ্গে তৃণমূল বিধায়ক হিতেন বর্মন বলেন, “সাহের আলিমিয়াদের এই কমিটি গঠন নিয়ে আমি আর কিছু বলতে চাই না।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিকে এদিন মাথাভাঙ্গা 2 ব্লকের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণাকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্বের আশঙ্কা করা হচ্ছে। জানা গেছে, এদিন নিউ চ্যাংড়াবান্ধা পার্টি অফিসে 81 জনের ব্লক কমিটি ঘোষণা করেন ব্লক সভাপতি হরিপদ মিত্র। তিনি বলেন, “আমরা প্রতিটি গ্রাম পঞ্চায়েতের নির্দিষ্ট সংখ্যক কর্মীকে ব্লক কমিটিতে রেখেছি।” তবে এই ব্লক কমিটি গঠনের ব্যাপারে তাকে যে কিছুই জানানো হয়নি, সেই ব্যাপারে ক্ষোভ উগড়ে দিয়েছেন সহ-সভাপতি সবলু বর্মন।

আর এই কমিটি গঠনকে কেন্দ্র করে তৃণমূলের নীচুতলায় যে ব্যাপক গোষ্ঠীদ্বন্দ্ব তৈরি হয়েছে, তা বলার অপেক্ষা রাখে না। বিধানসভা নির্বাচনের আগে যদি এভাবেই গোষ্ঠীদ্বন্দ্ব বৃদ্ধি হতে শুরু করে, তাহলে তৃণমূল কংগ্রেস কিভাবে বিজেপির মত দলের বিরুদ্ধে লড়াই করবে, এখন সেটাই সংশয়ের বিষয় হয়ে দাঁড়িয়েছে। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!