এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > এবার ময়দানে নুসরাত, বিজেপি নেতাকে তীব্র কটাক্ষ,ফের শুরু বাকযুদ্ধ!

এবার ময়দানে নুসরাত, বিজেপি নেতাকে তীব্র কটাক্ষ,ফের শুরু বাকযুদ্ধ!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট আগে থেকেই ঠিক ছিল কনটেইনমেন্ট জোনে লকডাউনের বিধিনিষেধ জারি রেখে ক্রমশ স্বাভাবিক ছন্দে ফিরবে রাজ্য। কিন্তু যত দিন যাচ্ছে, করোনার সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ছে রাজ্যে। একইভাবে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। আর তাই এবার করোনার এই বাড়বাড়ন্তে লাগাম দিতে বাংলায় ফের একবার লকডাউন ফিরে আসছে রাজ্য সরকারের হাত ধরে। সূত্রের খবর, বৃহস্পতিবার থেকে আবার কনটেইনমেন্ট জোনগুলিতে কড়াকড়িভাবে লকডাউন শুরু হচ্ছে।

আপাতত করোনা সংক্রমণ ঠেকাতে রাজ্য প্রশাসন যে কড়া পদক্ষেপ গ্রহণ করতে চলেছে সে কথা পরিষ্কার এই মুহূর্তে। অন্যদিকে, রাজ্য সরকারের এই পদক্ষেপ নিয়ে ইতিমধ্যে শাসক-বিরোধী তরজা তুঙ্গে বলে জানা গেছে। সূত্রের খবর, সম্প্রতি বিজেপি মুখপাত্র অমিত মালব্যের সঙ্গে সরাসরি সংঘাতে জড়িয়েছেন তৃণমূল সাংসদ নুসরত জাহান। এবং তাঁদের এই সংঘাত শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ার বুকে। রাজ্যে যেভাবে আবার লকডাউন শুরু হল তাই নিয়ে রীতিমতো কটাক্ষ করেন সম্প্রতি বিজেপির মুখপাত্র তথা আইটি সেলের প্রধান অমিত মালব্য।

এবং অমিত কটাক্ষ করার জন্য বেছে নেন টুইটারকে। আর অমিতের মন্তব্য তৃণমূল সাংসদ নুসরতের চোখে পড়ার পরেই তিনিও সরব হন অমিতের বিরুদ্ধে স্বভাবসিদ্ধ ভঙ্গীমায়। সম্প্রতি রাজ্য সরকারের বিরুদ্ধে বিজেপির অমিত মালব্য লিখেছিলেন টুইটারে, পশ্চিমবঙ্গের করোনা পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ এবং যেভাবে আক্রান্তের সংখ্যা নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে সে ক্ষেত্রে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রীতিমত ইউটার্ন করে পুরনো সিদ্ধান্তে আবার ফেরত এসেছেন। এর ফলে রাজ্যের উদাসীনতার আভাস পাওয়া যাচ্ছে প্রবলভাবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর এই কটাক্ষের প্রত্যুত্তর দিতে বসিরহাটের সাংসদ নুসরত জাহান পাল্টা টুইট করেন, যেভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করোনা সংক্রমণ এড়াতে বিভিন্ন ভাবে পদক্ষেপ গ্রহণ করছেন তখন তা নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে কেন? আর এরপরই তিনি বিজেপি শিবিরকে রীতিমতো কটাক্ষ করে বলেন, বর্তমানে বিজেপি শিবির আগামীদিনের নির্বাচনী কর্মসূচি নিয়ে ব্যস্ত। সাধারণ মানুষের কল্যাণার্থে কাজ করার জন্য এত সমালোচনা না করে বরং রাজ্য সরকারের থেকে টিপস নেওয়ার আবেদন জানান তিনি।

প্রসঙ্গত অমিত মালব্যের সঙ্গে নুসরত জাহানের সংঘাত আজকের নয়, বহু দিনের। এর আগেও একাধিক বিষয়ে বিজেপির মুখপাত্র অমিতের সঙ্গে তৃণমূল সাংসদ নুসরত জাহানের বারংবার সংঘাত লেগেছে বলে জানা যায়। সম্প্রতি লকডাউনের মধ্যে টিকিয়াপাড়া থেকে গেরুয়া শিবিরের যে মিছিল বেরিয়েছিল তা নিয়েও নুসরাত জাহান একহাত নিয়েছিলেন অমিত মালব্যকে বলে জানা গেছে। অন্যদিকে বিশেষজ্ঞদের মতে, রাজ্যের করোনা পরিস্থিতি এই মুহূর্তে প্রশাসনকে আবারো চিন্তার মুখে ঠেলে দিয়েছে।

যার ফলস্বরূপ প্রশাসন রীতিমতো বাধ্য হয়ে কনটেইনমেন্ট জোনে আবারও লকডাউনের সিদ্ধান্ত গ্রহণ করলেন বলে মনে করা হচ্ছে। অন্যদিকে রাজনৈতিক মহলের একাংশের মতে, করোনা পরিস্থিতিকে নিয়ে রীতিমত প্রমাদ গুনছে এই মুহূর্তে রাজ্য প্রশাসন। এমনকি প্রশাসনের অনেকেও করোনা আক্রান্ত হয়েছে বলে শোনা যাচ্ছে। আপাতত দ্বিতীয়বার কড়া লকডাউনের হাত ধরে রাজ্য করোনা পরিস্থিতিকে সামাল দিতে পারে কিনা সেদিকেই এখন লক্ষ্য থাকবে রাজ্যের ওয়াকিবহাল মহলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!