এখন পড়ছেন
হোম > অন্যান্য > এ যেন অক্ষয়ের স্পেশ্যাল ২৬ সিনেমা! আইবি-তে চাকরির নাম দেশজোড়া বড়সড় প্রতারণা চক্রের জাল!

এ যেন অক্ষয়ের স্পেশ্যাল ২৬ সিনেমা! আইবি-তে চাকরির নাম দেশজোড়া বড়সড় প্রতারণা চক্রের জাল!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট এতদিন পর্যন্ত প্রতারণার বিভিন্ন ঘটনা চোখে পড়লেও এবার এক নতুন ধরনের প্রতারণা চক্র ফেঁদে বসেছে দুষ্কৃতীরা। আর দুষ্কৃতীদের এহেন কর্মকাণ্ড এবার চোখে পড়েছে আইবি হেডকোয়ার্টারের। পরীক্ষা দিয়ে কেন্দ্রীয় সরকারি চাকরি হাতের নাগালে পেতে কে না চায়, তার জন্য লাখ টাকা খরচ করতে হলেও দ্বিধাবোধ করেন না অনেকেই। আর সেই চাকরি যদি হয় ইন্টেলিজেন্স ব্যুরোর সদরদপ্তরে তাহলে তো কথাই নেই। দেশজুড়ে যখন ছাঁটাই পর্ব চলছে, ঠিক সেই সময় যদি এরকম কাজের সন্ধান পাওয়া যায় তাহলে তা যথেষ্ট লোভনীয়।

আর এরকম পরিস্থিতির সুযোগ পরিপূর্ণভাবে নিচ্ছে প্রতারকরা সম্প্রতি উত্তর প্রদেশের এক বাসিন্দা আইবির সদরদপ্তরে ইন্টারভিউ দিতে যান। কিন্তু সংশ্লিষ্ট আধিকারিকরা বুঝতে পারেন, এটি ভুয়ো নিয়োগপত্রের ঘটনা। এবং তার পরে জানা যায়, চাকরি দেওয়ার নামে 10 লক্ষ টাকা হাতিয়ে নেওয়া হয়েছে ইন্টারভিউদাতার কাছ থেকে। এ পর্যন্ত আইবিতে চাকরি দেওয়ার নাম করে প্রায় 70-80 টি ভুয়ো নিয়োগপত্র নজরে এসেছে আইবি আধিকারিকদের।

শুধু দিল্লির সদরদপ্তরে নয়, আইবির আঞ্চলিক অফিসগুলোতেও এরকম প্রতারণা চক্র চলছে। তাই এবার বাড়তি সতর্ক করা হয়েছে প্রতিটি রাজ্যকে। প্রতারকদের ধরার জন্য বিভিন্ন ব্যবস্থা নেওয়া হচ্ছে। উপরন্তু চাকরিপ্রার্থীদেরও সাবধান করে দেওয়া হচ্ছে। পুরো ব্যাপারটি আইবি আধিকারিকদের নজরে আসার পর তাঁরা নিজেরাও হতচকিত হয়ে গেছেন। পুরো ঘটনার সাথে বলিউড সিনেমার মিল পাওয়া যাচ্ছে ভীষণভাবে। আইবি কর্তাদের সূত্রে জানা যাচ্ছে, দপ্তরের নাম এবং লোগোর সঙ্গে সাদৃশ্য রেখে প্রথমে নকল ওয়েবসাইট বানানো হচ্ছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তারপর সেখান থেকে আইবির বিভিন্ন পদে লোক নেওয়ার জন্য বিজ্ঞাপন দেওয়া হচ্ছে। তার সাথে বিভিন্ন পেপারেও অনলাইন বা অফলাইনে আবেদনপত্র চাওয়া হচ্ছে বলে বিজ্ঞাপন বেরোচ্ছে। এমনকি ফ্রম দেওয়ার নামে পোস্টাল চার্জও নেওয়া হচ্ছে। এরপর ডাক মারফত অ্যাডমিট কার্ড পৌঁছে যাচ্ছে প্রার্থীদের ঘরে। লিখিত পরীক্ষার জন্য দিল্লিতে যেতে বলা হচ্ছে। আর সেখানেই বিভিন্ন কায়দায় টাকার টোপ দেওয়া হচ্ছে। প্রায় 5 থেকে 10 লক্ষ টাকা পর্যন্ত দাবি করা হচ্ছে বলে জানা গেছে।

সফল প্রার্থীদের নাম ওয়েবসাইটে প্রকাশ মাত্রই নিয়োগপত্র পৌঁছে যাচ্ছে। আর তারপরে চাকরিতে যোগ দিতে এসে যুবক-যুবতীরা জানতে পারছেন, পুরোটাই নিখুঁত প্ল্যানমাফিক প্রতারিত হয়েছেন তাঁরা। তবে সূত্রের খবর, এখনো পর্যন্ত এই প্রতারণা চক্রের কোন পাণ্ডাদের খোঁজ পাওয়া যায়নি। অন্যদিকে চাকরিপ্রার্থীদের জন্য স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, আইবিতে চাকরির জন্য কখনো অফলাইনে আবেদনপত্র চাওয়া হয়না। সব সময় অনলাইন মাধ্যম ব্যবহার করা হয়।

নিয়োগের জন্য ইউপিএসসি, এসএসসি বা এমএইচএ পোর্টাল ও ওয়েবসাইটে বিজ্ঞাপন দেওয়া হয়। তাই অন্য কোন সাইটের বিজ্ঞাপনে বিভ্রান্ত না হওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, চাকরির নাম করে প্রতারণা এর আগেও চোখে পড়েছে। কিন্তু একেবারে খোদ ইন্টেলিজেন্স ব্যুরো অফিসের নিয়োগ পত্র পাঠিয়ে এত বড় প্রতারণা চক্র এর আগে চোখে পড়েনি। আপাতত এই অবস্থায় সতর্ক থাকা ছাড়া অন্য কোন রাস্তাই দেখছেন না বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!