এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > এ যেন ‘বিরোধী নেত্রী মমতার’ প্রতিচ্ছবি! বঙ্গ-বিজেপি সত্যিই এবার মমতার পাল্টা মুখ পেয়ে গেল?

এ যেন ‘বিরোধী নেত্রী মমতার’ প্রতিচ্ছবি! বঙ্গ-বিজেপি সত্যিই এবার মমতার পাল্টা মুখ পেয়ে গেল?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  এক সময় মমতা বন্দ্যোপাধ্যায়কে “মা” বলে অভিহিত করেছিলেন প্রাক্তন পুলিশ সুপার ভারতী ঘোষ। তারপর গঙ্গা-যমুনা দিয়ে অনেক জল বয়ে গেছে। এখন সেই ভারতী ঘোষ ভারতীয় জনতা পার্টির হেভিওয়েট নেত্রী। কিন্তু একসময় যে মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই আন্দোলন করে তৎকালীন বাম সরকারের অস্বস্তি বাড়িয়ে দিয়েছিলেন, এখন সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প হিসেবে কি ভারতী ঘোষকে পেয়ে গেল ভারতীয় জনতা পার্টি? বস্তুত, 2021 এর বিধানসভা নির্বাচনকে টার্গেট করে ইতিমধ্যেই বিজেপি তাদের প্রস্তুতি নিতে শুরু করেছে।

তবে মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে তৃণমূলের মুখ, সেখানে বিজেপির পক্ষ থেকে লড়াই করা এমন কোনো মুখ এখনও পর্যন্ত উঠে আসতে দেখা যায়নি। যেখানে বিজেপির পক্ষ থেকে বারবার বলা হয়েছে, নির্বাচনের পর ঠিক করা হবে, তাদের মুখ কে হবে! তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের মত কোনো নেতা বা নেত্রীকে আদৌ বিজেপি পাবে কিনা, তা নিয়ে সংশয় তৈরি হয়েছিল। কিন্তু এবার একসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ ভারতী ঘোষ যেভাবে বিভিন্ন জায়গায় সেই বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মত দাপিয়ে বেড়াচ্ছেন, তা দেখে অনেকেই বলছেন, এই ভারতী ঘোষ এবার বিজেপির মুখ হতে চলেছেন।

প্রসঙ্গত উল্লেখ্য, প্রশাসনিক পদে বিস্তার অভিজ্ঞতা রয়েছে বিজেপির এই হেভিওয়েট নেত্রীর। বর্তমানে ভারতীয় জনতা পার্টির অন্যতম শীর্ষ নেত্রী তিনি। একের পর এক বক্তব্য দিয়ে তৃণমূল সরকারের অস্বস্তি বাড়িয়ে দিতে দেখা যাচ্ছে তাকে। যেখানেই কর্মীসমর্থকরা বিপদে পড়ছেন, সেখানেই পৌঁছে যেতে দেখা যাচ্ছে তাকে। আর তা দেখেই অনেকে বলছেন, এক সময় বিগত বাম আমলে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে সমগ্র লড়াই করে বেড়াতেন, ঠিক সেই রকমই ছবি দেখা যাচ্ছে ভারতী ঘোষের ক্ষেত্রে। তাই ভারতী ঘোষের আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের অস্বস্তি বাড়িয়ে দেওয়ার জন্য কাজে লাগাতে পারে বিজেপি বলে দাবি করছেন বিশেষজ্ঞদের একাংশ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অনেকে বলছেন, কথায় আছে, চেনা বামুনের পইতে লাগে না। ভারতী ঘোষের ক্ষেত্রে অন্তত তাই হয়েছে। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে খুব ভালো করেই চেনেন। একসময় মমতা বন্দ্যোপাধ্যায়কে “মা” বলে ডেকে তৃণমূলের অত্যন্ত ঘনিষ্ঠ হয়ে গিয়েছিলেন প্রাক্তন এই পুলিশ অফিসার। তারপর শাসকদলের সঙ্গে তার দূরত্ব বৃদ্ধি এবং পরবর্তীতে তার ভারতীয় জনতা পার্টিতে যোগদান অনেকটাই অস্বস্তি বৃদ্ধি করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের।

স্বাভাবিকভাবেই বিজেপির পক্ষ থেকে আগামী দিনে মুখ কে হবে, তা নিয়ে যখন সংশয় চলছে, ঠিক তখনই ভারতী ঘোষ যেভাবে দাপটের সঙ্গে সমগ্র জায়গায় ঘুরে বেড়াচ্ছেন, তাতে একটা জিনিস অনেকের কাছে পরিষ্কার হয়ে গেছে। অনেকে বলছেন, আগামী দিনে তৃণমূল সরকারের ঘুম ওড়াতে বিজেপির কাছে বড় তুরুপের তাস হয়ে উঠতে চলেছেন এই ভারতী ঘোষ। সব মিলিয়ে বিজেপি যদি ভারতী ঘোষকে মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতাচ্যুত করার জন্য কাজে লাগায়, তাহলে সেই কাজে কতটা সিদ্ধহস্ত হতে পারেন এই বিজেপি নেত্রী, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!