এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > রামের নামে জয়ধ্বনি এবার রাজ্যের হেভিওয়েট মন্ত্রীর মুখেই, জল্পনা তীব্র রাজনৈতিক মহলে

রামের নামে জয়ধ্বনি এবার রাজ্যের হেভিওয়েট মন্ত্রীর মুখেই, জল্পনা তীব্র রাজনৈতিক মহলে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গত ২৩ সে জানুয়ারি নেতাজির জন্মদিনে ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এক বিশেষ অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছিল। অনুষ্ঠানে বক্তব্য রাখতে যখন মঞ্চের দিকে যাচ্ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সে সময় তাঁকে লক্ষ্য করে বেশ কিছু দর্শক জয় শ্রীরাম ধ্বনি দিয়েছিলেন। যার ফলে মুখ্যমন্ত্রী অত্যন্ত ক্ষুব্ধ হন। কোন রকম বক্তব্য না রেখেই মঞ্চ ছেড়ে চলে যান।
এরপর জয় শ্রীরাম ধ্বনিকে কেন্দ্র করে তীব্র রাজনৈতিক তরজা শুরু হয়। শুরু হয় শাসক-বিরোধী সংঘাত। এই আবহে এবার জয় শ্রীরাম ধ্বনি দিতে দেখা গেল রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসুকে। যে ঘটনায় অত্যন্ত বিস্মিত রাজনৈতিক মহল।

গতকাল শুক্রবার নদীয়ার বীরনগরে তৃণমূলের এক সভা ছিল। কিছুদিন আগে বীরনগরে বিজেপি সভা করেছিল, সেখানে গতকাল পাল্টা সভার ব্যবস্থা করে তৃণমূল। আর এই সভা থেকে রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু জানালেন, ” একুশের নির্বাচনে আমরা ফের সরকার গড়ব। জয় শ্রীরাম। মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বার মুখ্যমন্ত্রী হবেন, জয় শ্রীরাম। আবারও আমরা রাজ্যবাসীর জন্য জনমুখী প্রকল্প গড়ব, জয় শ্রীরাম।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসুর কন্ঠে জয় শ্রীরাম ধ্বনি শুনে বিস্মিত অনেকেই। তাও একবার নয়, তিনবার। এ বিষয়ে তীব্র কটাক্ষ শোনা গেল বিজেপির পক্ষ থেকে। বিজেপির বীরনগর শহর মন্ডল সভাপতি সুজন মালা এ প্রসঙ্গে জানালেন যে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জয় শ্রীরাম ধ্বনি শুনে রেগে যান, আর তাঁর দলের মন্ত্রীই জয় শ্রীরাম ধ্বনি দিচ্ছেন। তিনি হয়তো ভোটবাক্সে ভোট বিজেপিকেই দেবেন। তিনি জানালেন বিজেপির ভাবাবেগের জয় শ্রীরামকে ধার করে নিচ্ছে তৃণমূল।

জয় শ্রীরাম ধ্বনিকে কেন্দ্র করে ব্যাপক রাজনৈতিক তরজা ইতিমধ্যেই উঠেছে। আগামী বিধানসভা নির্বাচনের পূর্বে প্রধানমন্ত্রী তাঁর প্রথম জনসভা করেন হলদিয়াতে। হলদিয়া থেকে প্রধানমন্ত্রী জানিয়েছিলেন যে, আগামী বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে রামকার্ড দেখাবেন রাজ্যবাসী। অন্যদিকে গতকাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানালেন যে, জয় শ্রীরাম ধ্বনি হলো তোষণের বিরুদ্ধে স্লোগান। তিনি প্রশ্ন করেছেন যে, এতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপত্তি কেন করছেন? এই আবহে গতকাল তিন বার জয় শ্রীরাম ধ্বনি দিলেন ব্রাত্য বসু।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!