এখন পড়ছেন
হোম > অন্যান্য > আইএসএল খেলার জন্য এবার নতুন কোন বিপত্তি সামলাতে হবে ইস্টবেঙ্গলকে? তুমুল উত্তেজনা সৃষ্টি

আইএসএল খেলার জন্য এবার নতুন কোন বিপত্তি সামলাতে হবে ইস্টবেঙ্গলকে? তুমুল উত্তেজনা সৃষ্টি


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট- আইএসএলে ইস্টবেঙ্গল খেলতে পারবে কি পারবে না সেই নিয়ে একের পর এক জট ছিল প্রথম থেকেই। স্পনসর্শিপ থেকে শুরু করে ফুটবল ফেডারেশন একের পর এক ঝক্কি সামলাতে হয়েছে এই ক্লাবকে। তবে শেষমেষ শ্রী সিমেন্টের সঙ্গে নিজেদের স্পন্সরশিপ নিয়ে সমস্ত চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর IFA-তে ক্লাবের নাম পরিবর্তন করে ‘শ্রী সিমেন্ট ইস্টবেঙ্গল ফাউন্ডেশন’ করতে হবে এই শর্ত দেয় শ্রী সিমেন্ট। বৃহস্পতিবার এই চিঠি পেয়ে রাতেই নাম পরিবর্তনের আবেদন করে আইএফএ সচিবকে চিঠি দেন ইস্টবেঙ্গল কর্তা সৈকত গঙ্গোপাধ্যায়। তাই এখন নিয়ম মেনে কাগজপত্র তৈরির চেষ্টা চলছে। আর তা করতে গিয়েই তৈরি হয়েছে নতুন বিপদ। প্রতি পদে দেখা যাচ্ছে, বহু কাগজপত্র পরিবর্তন দরকার। যা এই মুহূর্তে তৈরি করা সম্ভব নয়। তবে এফএসডিএল এবং ফেডারেশন দু’পক্ষই এই ক্লাবের জন্য সাহায্যর হাত বাড়িয়ে দিয়েছে। ফলত ১৩ অক্টোবর ফেডারেশন এবং এএফসির কাছে আবেদন করার জন্য প্রাথমকি ভাবে যে কাগজপত্র দরকার, তার ১১টি পয়েন্ট আপাতত জানানো হয়েছে। যেগুলি ক্লাবকে মেনে নিতে হবে। তবে কি সেগুলি? দেখে নেওয়া যাক।

প্রথমত, লাইসেন্সিং নিয়ম অনুযায়ী ইস্টবেঙ্গলকে ফেডারেশনকে জানাতে হবে, ইস্টবেঙ্গল ক্লাব প্রাইভেট লিমিটেড এবং তার নতুন এনটিটি কী করতে চাইছ। এরপর ফেডারেশন ইস্টবেঙ্গলকে জানিয়ে দেবে কীভাবে আগের লাইসেন্সিং পোর্টাল বন্ধ করে নতুন লাইসেন্সিং পোর্টাল খুলতে হবে। এবার ইস্টবেঙ্গল ক্লাব প্রাইভেট লিমিটেডকে তাদের ফুটবল রাইটস, লোগো, সব কিছু ফিরিয়ে দিতে হবে। এরপর ইস্টবেঙ্গল ক্লাবকে আইএফএর কাছে নতুন কোম্পানির নাম এবং ঠিকানা জানাতে হবে। ইস্টবেঙ্গলের এই আবেদনের ভিত্তিতেই নতুন কোম্পানির নাম এবং ঠিকানা আইএফএতে নথিভুক্ত করা হবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এবার নতুন কোম্পানি ‘শ্রী সিমেন্ট ইস্টবেঙ্গল ফাউন্ডেশন’কে মুচলেকা দিতে হবে যে, ইস্টবেঙ্গল ক্লাব, আগের ইনভেস্টর কোয়েস ইস্টবেঙ্গল, আর ইস্টবেঙ্গল ক্লাব প্রাইভেট লিমিটেডের কোনও কর্মী, ফুটবলার, কর্তা, ফুটবল এজেন্ট এমনকী কর সংক্রান্ত কিছু বকেয়া যদি বাকি থাকে তবে তা সবকিছুই মেটাতে হবে। এএফসি, এআইএফএফ, এবং ইস্টবেঙ্গল ক্লাব এই বন্ডে সম্মত হওয়ার পর চুক্তিপত্র তৈরি করে ১০০০ টাকার স্ট্যাম্প পেপারে নোটারি করতে হবে। এরপর নতুন কোম্পানির লোগো, ডিরেক্টর এবং শেয়ার হোল্ডারদের নাম ফেডারেশনে জমা দিতে হবে। অন্যদিকে এএফসি নিয়ম অনুযায়ী নতুন কোম্পানি গঠনের ২ বছর পর যাবতীয় ‘স্পোর্টস অ্যাকটিভিটি’ নিয়ে লাইসেন্স দেয়। কিন্তু ফেডারেশন অনুরোধ করলে এই ছাড় পাওয়া যায়। তাই ইস্টবেঙ্গলকে এই আবেদন করতে হবে। এরপর এএফসি অনুমতি দেওয়ার পরই শ্রী সিমেন্ট ফাউন্ডেশনের জন্য নতুন লাইসেন্স পোর্টাল দেবে ফেডারেশন। শেষমেষ ইস্টবেঙ্গল প্রাইভটে লিমিটেডের যাবতীয় কাগজপত্র এরপর থেকে শ্রী সিমেন্ট ইস্টবেঙ্গল ফাউন্ডেশনের নামেই করতে হবে।

এখনো পর্যন্ত সবকিছু ঠিক থাকলেও গোল বেঁধেছে একটা শর্ত নিয়ে। যেখানে ফেডেরশন সচিব জানিয়েছিলেন যে ‘শ্রী সিমেন্ট ইস্টবেঙ্গল ফাউন্ডেশন’ নামে নতুন যে কোম্পানির মাধ্যমে আইএসএল খেলার পরিকল্পনা হচ্ছে, সেই কোম্পানিকে আগের কোম্পানির যদি কোনও বকেয়া থাকে, তার দায়িত্ব নিতে হবে। তাই ফেডারেশন সচিবের এই চিঠি পেয়ে শ্রী সিমেন্ট কর্তৃপক্ষ পরবর্তী পদক্ষেপ ঠিক করতে আইনজীবিদের সঙ্গে আলোচনায় বসেছেন বলেই জানা গেছে। অন্যদিকে ফেডারেশনের তরফ থেকে এই সিদ্ধান্ত নেওয়ার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে বলেই জানা গেছে। ফেডারেশনের তরফ থেকে ইস্টবেঙ্গল ক্লাবকে জানানো হয়েছে যে, আইএসএল খেলতে হলে ১৩ অক্টোবরের মধ্যেই শর্ত পূরণ করে ফেডারেশনের কাছে আবেদন করতে হবে। তবে এখনও পর্যন্ত ইস্টবেঙ্গল ক্লাব কোনো স্থির সিন্ধান্তে আসতে পেরেছে বলে জানা যায়নি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!