এখন পড়ছেন
হোম > অন্যান্য > আই-লীগ জয়ী আরও এক মোহনবাগান ফুটবলারকে তুলে নিল ইস্টবেঙ্গল! গোয়ায় শুরু ISL-এর শেষ প্রস্তুতি

আই-লীগ জয়ী আরও এক মোহনবাগান ফুটবলারকে তুলে নিল ইস্টবেঙ্গল! গোয়ায় শুরু ISL-এর শেষ প্রস্তুতি


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট ইস্টবেঙ্গল নিয়ে এতদিন ধরে কম সমস্যা সামলাতে হয়নি ক্লাবের কর্তাদের। বস্তুত ইন্ডিয়ান সুপার লিগে ইস্টবেঙ্গল খেলতে পারবে কিনা, সেই নিয়েই বড় প্রশ্ন উঠতে দেখা গিয়েছিল। তবে যদিওবা সেই সমস্যার সমাধান করা গিয়েছিল, তবে তার পরে উঠে আসে ক্লাবের নতুন কোচ, খেলোয়াড়, ক্লাবের নাম এতকিছু নিয়ে নানা বিতর্ক।

তবে শেষমেশ সমস্ত বাধা কাটিয়ে ফুটবল টুর্নামেন্টের নাম লিখিয়েছে ইস্টবেঙ্গল। আর নতুনের ছোঁয়ায় আরো নতুনত্ব যোগ করতে নতুন কোচের আসার কথা ছিল। সেই খবর শোনার পর অনুরাগীরা দিন গুনছিলেন দলের নতুন কোচকে দেখার জন্য। তবে এবার তাদের এই আশা পূরণ হবে বলেই জানা গেছে।

জানা গেছে, সম্প্রতি ভারতে এসেছেন ইস্টবেঙ্গলের ব্রিটিশ কোচ রবি ফাউলার। আজ সকালেই মুম্বই বিমানবন্দরে নেমেছেন তিনি। আর সেখান থেকেই সোজা গোয়ায় রওনা দিয়েছেন। তবে অন্যদিকে ইতিমধ্যেই আইএসএলের প্রস্তুতির জন্য অনেকগুলি দল সেখানে পৌঁছে গিয়েছে বলেও জানা যায়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে জানা গেছে, গোয়ায় পৌঁছনোর পর, ইস্টবেঙ্গলের কোচ এবং তাঁর ৬ জন সাপোর্ট স্টাফ ভারতীয় ব্রিগেডে যাবেন। সেখানে আপাতত ২০ জন দেশীয় ফুটবলারকে গোয়া পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ইস্টবেঙ্গল। জানা গেছে, সেখানে বাংলা থেকে থাকছেন শংকর রায়, দেবজিত মজুমদার, নারায়ণ দাস, সামাদ আলি মল্লিক, মহম্মদ রফিকরা। অন্যদিকে নিজেদের রাজ্য থেকে বলবন্ত, লিংডো, মিরশাদ গোয়ায় পাড়ি দেবেন বলেও খবর পাওয়া গেছে।

তবে এখানে প্রশ্ন উঠেছে করোনা সতর্কতার। জানা গেছে গোয়ার হোটেলে পৌঁছে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে কোচ-সহ সকলকেই। তারপর সেখানেই খেলার প্রস্তুতি শুরু হবে বলে জানা গেছে। অন্যদিকে, জেজে গতকাল কলকাতায় এসে শ্রী সিমেন্ট ইস্টবেঙ্গল ফাউন্ডেশনের চুক্তিপত্রে সই করেছেন বলেও খবর পাওয়া গেছে।

দলের অন্যান্যদের সঙ্গে তাই আইএসএল খেলার জন্য তিনিও গোয়া যাবেন বলেই জানা গেছে। তথ্য সূত্রে জানা গেছে, স্কট নেভিল, অ্যান্থনি পিলকিংটন, ড্যানিয়েল ফক্স সই করার পর জেজের সঙ্গে আরও বিদেশি ফুটবলার অ্যারন আমাদিকেও এসসি ইস্টবেঙ্গল ক্লাব সই করিয়েছে। এছাড়া থাকছেন আরও দুই ফুটবলার, ড্যানিয়েল ফক্স আর অ্যান্থনি পিলকিংটন।

যদিও এএফসি থেকে এখনও পর্যন্ত কোনো খেলোয়াড়েরই নাম ঘোষণা করা হয়নি। বস্তুত, যেহেতু এখনও ক্লাবের তরফ থেকে সরকারিভাবে ক্লাবের নাম ঠিক ভাবে জানানো হয়নি, তাই সেটা ঠিক না হওয়া পর্যন্ত চুক্তিবদ্ধ কোনও ফুটবলারের নামই সরকারি ভাবে ঘোষণা করতে পারা যাবে না বলেই জানা গেছে। অন্যদিকে, দেরিতে শুরু করায় আইএসএলের প্রস্তুতিতে যেহেতু ক্লাব অনেকটা পিছিয়ে আছে, তাই প্রস্তুতি এখন থেকেই শুরু করে দেওয়া হবে বলেই ক্লাবের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!