এখন পড়ছেন
হোম > অন্যান্য > করোনা আবহেই কলকাতার দুই প্রধান মোহনবাগান-ইস্টবেঙ্গলের জন্য জোড়া সুখবর? জানুন বিস্তারিত

করোনা আবহেই কলকাতার দুই প্রধান মোহনবাগান-ইস্টবেঙ্গলের জন্য জোড়া সুখবর? জানুন বিস্তারিত


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট- আইএসএলে খেলা নিয়ে অনেকদিন থেকেই জল্পনা চলছিল ইস্টবেঙ্গলকে নিয়ে। তবে শেষমেশ অনেক অসুবিধার পর এফএসডিএল জানিয়ে দিতে চলেছে কে আইএসএলে খেলতে দেখা যাবে এই দলকে। আইএসএলে তাই একাদশতম দল হিসেবেই যোগ দিতে পারে তারা। তাই শেষমেষ লাল-হলুদ ভক্তদের জন্য সমস্ত অপেক্ষার অবসান হতে শুরু করেছে বলেই মনে করা হচ্ছে। তবে এতদিন ইস্টবেঙ্গলের জন্য একটার পর একটা সুখবর এলেও এবার সেই সুখবরের পালা মোহনবাগানের। সম্প্রতি জানা গেছে মোহনবাগানকে নিয়ে সামনে আসতে পারে নতুন আনন্দের সুখবর।

এটিকে মোহনবাগানের হয়ে এতদিন যে সমস্ত ফুটবলাররা জয় ছিনিয়ে নিয়ে এসেছেন এবার সেই দলের ভাগিদার হতে পারেন সন্দেশ জিঙ্ঘান। মনে করা হচ্ছে তিনি নাকি এটিকে মোহনবাগানের হয়ে সম্প্রতি সই করতে চলেছেন। আর তাই দেশের সেরা ডিফেন্ডার হিসেবে মোহনবাগানে কিন্তু দেখা যেতে পারে এই ফুটবল তারকাকে। তথ্যসূত্র জানা গেছে, কথাবার্তা প্রায় চূড়ান্ত হয়ে গেলেও এখন শুধু বাকি চুক্তিতে সই করা। যদিও আইএসএলে এটিকে অনেকটাই সহজাত কিন্তু মোহনবাগানের সেই দিক থেকে সমস্যা হলেও হতে পারে। কারণ এবারে তারা এখানে প্রথম। তাই তাদের পারফরম্যান্স ঠিকঠাক করতে এমন এক ডিফেন্ডারকে দরকার ছিল বলেই মনে করা হচ্ছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে সুনীল ছেত্রী, গৌরমাঙ্গী সিংহদের মত সন্দেশকে আর পাঁচটা ফুটবলারদের সঙ্গে তুলনা করা যায়না। কারণ দামের দিক থেকে তিনি সবথেকে দামি ফুটবলার হতে পারেন। আর তাই উত্তেজনাও একটু বেশি। অন্যদিকে ইতিমধ্যেই ইস্টবেঙ্গল যে লগ্নিকারী পেয়ে গেছে তা বলাই বাহুল্য। এতদিন পর ইস্টবেঙ্গল ইনভেস্টরস পেয়ে আইএসএলে প্রবেশ করেছে। সেই সঙ্গে ইস্টবেঙ্গলের অনুরাগীদের জন্য এনে দিয়েছে নতুন উন্মাদনার সুযোগ। শ্রী সিমেন্টের সঙ্গে তাদের চুক্তি হলেও, কিন্তু শ্রী সিমেন্টের নামে তাদের কোম্পানি গঠন করা নিয়ে প্রথমে ঝামেলা হয়েছিল। কিন্তু শেষমেশ কর্তৃপক্ষের তদারকিতে সেই সমস্যার সমাধান হয়েছে। তবে আইএসএলে ইস্টবেঙ্গলকে কি নামে ডাকা যাবে তা এখনো চূড়ান্ত হয়নি। তবে সেখানে যে ইস্টবেঙ্গলের নাম থাকবে সেটা বলাই বাহুল্য।

বস্তুত, আইএসএলের নিয়ম অনুযায়ী লগ্নিকারী সংস্থার নাম ক্লাবের সঙ্গে রাখা যায় না। কিন্তু শ্রী সিমেন্ট চুক্তিতে এটাই বলেছিল যে ইস্টবেঙ্গলের নাম পরিবর্তন করে রাখতে হবে “শ্রী সিমেন্ট ইস্টবেঙ্গল ফাউন্ডেশন” দল। অন্যদিকে এই নামে দল নামানো যাবে না বলে জানিয়ে দিয়েছে আইএসএল। তবে ইস্টবেঙ্গল চাইলে এফসি কাপের নিজেদের লগ্নিকারীদের নাম রেখে দল নামাতে পারবে বলে জানা যায়। তবে এ প্রসঙ্গে জানা গেছে, ইতিমধ্যেই পেপার জমা দিয়ে দিয়েছে ইস্টবেঙ্গল। সেখানে তাদের আর্থিক সক্ষমতা ব্যাংক গ্যারান্টি সহ যাবতীয় নথিপত্র জমা দেওয়া হয়েছে। আপাতত সেখানে কোনো সমস্যা না থাকলেও সেই সমস্ত নথিপত্র আপাতত খতিয়ে দেখা হবে বলেই জানা গেছে। ক্লাবের তরফে তবে আপাতত যে সবকিছু নির্দিষ্ট পরিকল্পনামাফিক এগোচ্ছে তেমনই খবর পাওয়া গেছে আইএসএল কর্তৃপক্ষের থেকে। সেই হিসাবে দলের ম্যানেজার, মিডিয়া ম্যানেজার এবং অন্যান্য পদে নিয়োগের কাজ শুরু হয়ে গিয়েছে। সেইসঙ্গে দলকে আরও ভালভাবে গড়ে নিতে বিদেশি কোচ আনার প্রক্রিয়াও শুরু হয়েছে বলে জানা গেছে। সুতরাং সব মিলিয়ে বেশ খুশির হাওয়া বইছে ইস্টবেঙ্গল ক্লাবের মধ্যে দিয়ে। আর সেখানেই আরো এক জোড়া সুখবর দিয়ে মোহনবাগানের খবর খুশির জোয়ার এনেছে ফুটবল অনুরাগীদের মনে। মোহনবাগানের সম্ভাব্য ডিফেন্ডার এই ফুটবল তারকার জন্ম চণ্ডীগড়ে। যদিও তিনি আইএসএলে নতুন নয়, কারণ এর আগে কেরালা ব্লাস্টার্স-এর হয়ে তাঁকে খেলতে দেখা গেছে আইএসএলে। তবে এই প্রথম ইস্টবেঙ্গল মোহনবাগান ডার্বি ম্যাচের তিনি কিভাবে নিজেকে প্রতিষ্ঠা করেন এখন সেটাই দেখার অপেক্ষা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!