এখন পড়ছেন
হোম > খেলা > ইস্টবেঙ্গলের ISL জট! নতুন কোম্পানিতে নামই নেই ক্লাবের! আবার কি পরিত্রাতার ভূমিকায় মমতা?

ইস্টবেঙ্গলের ISL জট! নতুন কোম্পানিতে নামই নেই ক্লাবের! আবার কি পরিত্রাতার ভূমিকায় মমতা?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আইএসএল ম্যাচে ইস্টবেঙ্গল ক্লাবের অংশগ্রহণ নিয়ে মাসখানেক পূর্বে বেশ জটিলতার সৃষ্টি হয়েছিল। অনেকেই সন্দিহান হয়ে পড়েছিলেন যে, এবারের আইএসএল ম্যাচে হয়তো শতাব্দী প্রাচীন এই ক্লাবকে দেখা যাবে না। কিন্তু শেষ পর্যন্ত রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রীর প্রচেষ্টায় এই সমস্যার সমাধান হয়। কিন্তু সম্প্রতি আবার নতুন একটি সমস্যার উদ্ভব হয়েছে।

প্রসঙ্গত, আইএসএল ম্যাচে নতুন দল নেওয়ার জন্য ‘FSDL’ একটি বিড ওপেন করেছিল, সেই বিডের কাগজপত্র নেবার জন্যইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে একটি নতুন কোম্পানি গঠন করা হয়েছিল। সমস্যা হলো, তাদেরই তৈরী এই কোম্পানিতে তাদের ক্লাবেরই নাম নেই, নেই কোম্পানির রেজিস্ট্রেশন, নেই কলকাতার ঠিকানা। অথচ, হাতে পর্যাপ্ত সময়ও নেই, আগামী ১৪ ই সেপ্টেম্বরের পূর্বে যদি এই সমস্ত সমস্যার সমাধান না করা যায়, তবে এবারে আইএসএল খেলাটাই মাটি হয়ে যাবে।

প্রসঙ্গত আইএসএল ম্যাচের নতুন দল নেওয়ার জন্য বিড পেপার ওপেন করতে ক্লাবের পক্ষ থেকে যে নতুন কোম্পানি গঠন করা হয়েছে, তার নাম রাখা হয়েছে ‘শ্রী সিমেন্ট ফাউন্ডেশন’। কোম্পানির ঠিকানাতেও কলকাতার নাম নেই, আছে আজমেরের নাম। অর্থাৎ, নাম, ঠিকানা থেকে ক্লাবের নাম, কোলকাতার পুরোপুরি উধাও। এর উপরে কম্পানির ডিরেক্টর পদে নিয়োগ নিয়োগ ইস্টবেঙ্গল ক্লাবের কর্ম-কর্তাদের সঙ্গে যথেষ্ট মতান্তর তৈরি হয়েছে কোম্পানির।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

ক্লাব সূত্রে জানা যাচ্ছে, সঞ্জীব মেহতা, প্রকাশ রঞ্জন ছাঙ্গানিকে এই কম্পানির ডিরেক্টর হিসেবে মনোনীত করার চিন্তাভাবনা রয়েছে কোম্পানির। কিন্তু কোম্পানির ডিরেক্টর পদে ক্লাবের কোনো কর্মকর্তার নাম না থাকায় শুরু হয়েছে মতানৈক্য। ক্লাবের পক্ষ থেকে কোম্পানীর ডিরেক্টর পদের জন্য দুজনের নাম পাঠানো হয়েছে। ক্লাবের সচিব বা সভাপতিকে বাদ দিয়ে অপর ব্যক্তির নাম দেওয়ায় শুরু হয়েছে জটিলতা। ফলে ক্লাবের কর্মকর্তাদের সঙ্গে কিছুতেই একমত হতে পারছে না কোম্পানি। এর ওপরে ‘শ্রী সিমেন্ট ফাউন্ডেশন’ কোম্পানির লাইসেন্স পাওয়া নিয়েও আবার সমস্যা তৈরি হয়েছে।

এদিকে হাতে পর্যাপ্ত সময়টুকুও নেই। খুব দ্রুত সমস্ত সমস্যার সমাধান না হলে আইএলএল খেলায় শতাব্দী প্রাচীন এই ক্লাবের অংশগ্রহণ নিয়েও তৈরী হবে সমস্যা। কারণ, আগামী ১৪ ই সেপ্টেম্বরের মধ্যে নতুন কোম্পানির তরফ থেকে বিডের সমস্ত কাগজপত্র ‘FSDL’- এর নিকট ইমেল করে পাঠাতে হবে। আর আগামী ১৭ ই সেপ্টেম্বরের মধ্যে এই সমস্ত কাগজের হার্ড কপি জমা দিতে হবে ‘FSDL’-এর দপ্তরে। তারপরেই ইস্টবেঙ্গল ক্লাবের আগামী আইএসএল ম্যাচে যোগদান চূড়ান্ত হবে।

তাই শেষ পর্যন্ত রাজ্য সরকারের দ্বারস্থ হতে চলেছে শতাব্দী প্রাচীন ইস্টবেঙ্গল ক্লাব। ইতিপূর্বে মুখ্যমন্ত্রীর উদ্যোগেই আইএসএল খেলায় এই ক্লাবের যোগদানের পথ প্রস্তুত হয়েছিল। এবার মুখ্যমন্ত্রী এই ক্লাবের অন্দরের সমস্যার সুষ্ঠু সামাধান করে আইএসএল ম্যাচে ক্লাবের যোগদান নিশ্চিত করেন কিনা সেদিকেই দৃষ্টি সকলের। বিষয়টি নিয়েও সোশ্যাল মিডিয়াতেও ঝড় উঠেছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!