এখন পড়ছেন
হোম > অন্যান্য > এবার অ্যামাজন, ফ্লিপকার্টের ঘুম ওড়াতে আসরে নামছে টাটা গ্রূপ! পুরোটা জানলে চমকে যাবেন !

এবার অ্যামাজন, ফ্লিপকার্টের ঘুম ওড়াতে আসরে নামছে টাটা গ্রূপ! পুরোটা জানলে চমকে যাবেন !


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – করোনা বাজারে যদি ফ্লিপকার্ট, অ্যামাজন, বিগ বাস্কেটের মত অ্যাপগুলি না থাকত, তাহলে ব্যাপারটা কি হত একবার ভেবে দেখেছেন! দিব্বি নিজের ঘরে বসে ফোন থেকে সুইচ প্রেস করেই হাতেনাতে পেয়ে যাচ্ছেন যা চান। সেটা যদি না হত তাহলে চোখে সর্ষেফুল দেখতে বেশি দেরি লাগতো না। তাই এই অ্যাপগুলোর যে কি কদর তা হাড়ে হাড়ে টের পেয়েছেন সকলে।

তবে সেই তালিকায় নাম লেখাতে চলেছে টাটা গ্রুপ। নিজেদের এই ডিজিটাল মেকওভারের পথে তারা বাজারে আনতে চলেছে এমনই একটি অ্যাপ। এই অ্যাপের মাধ্যমে ক্রেতা ছুঁচ থেকে বাড়ি সবরকম পণ্য ও পরিষেবা পেতে পারবেন। চলতি বছরের শেষে অথবা আগামী বছরের শুরুতেই বাজারে আসবে ওই অ্যাপ, এমনটাই দাবি সংস্থাটির।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এর আগে বিদেশি সংস্থার সঙ্গে টেক্কা দিতে হোআটসঅ্যাপের এর সঙ্গে জোট বেঁধেছিল জিও। ফলে বাজারে তারা এনেছিল জিও মার্ট। এবার এই প্রতিযোগিতায় মাঠে নামতে চলেছে ভারতের অন্যতম বড় সংস্থা টাটা গ্রুপ। যেখানে এই অ্যাপে কোনও ক্রেতা গাড়ি, এয়ার কন্ডিশনার, স্মার্ট ওয়াচ কিংবা চা কেনার সঙ্গে বুক করতে পারবেন বিলাসবহুল হোটেলের কামরা, বিমানের টিকিট। এই অ্যাপ বিশেষত ছোট ও ক্ষুদ্র ব্যবসায়ীদের কাজে লাগবে বলেই জানা গেছে।

একটি সমীক্ষা থেকে জানা গেছে, বর্তমান ইন্টারনেট ব্যবস্থার কথা ভেবে ২০২৩ সালের মধ্যেই অনলাইন ব্যবসায় পুরোদমে নামতে চায় টাটা। টাটা ডিজিটাল মুখ্য এক এক্সিকিউটিভ অফিসার এই অ্যাপের দায়িত্বে রয়েছেন বলে জানা গেছে।

তাঁর নাকি টাটা কনসালটেন্সি পরিষেবার সঙ্গে তিন দশক সময় ধরে অভিজ্ঞতা রয়েছে। এছাড়াও আগে ওয়ালমার্ট, টেসকো, আলডি ইনকর্পোরেটেড, টার্গেট কর্পোরেশন, বেস্ট বাই কর্পোরেশন এবং স্পেনসার গ্রুপের ডিজিটাল ব্যবসায় তিনি যথেষ্ট সাহায্য করেছিল বলেই খবর আছে। তবে টাটার এই নতুন চ্যালেঞ্জ কতটা সফল হয়, সেটাই এখন সময়ের অপেক্ষা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!