এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > এবার আরেক তৃণমূল নেতা গৃহবন্দী থাকার আবেদন জানালেন আদালতে, তীব্র গুঞ্জন রাজনৈতিক মহলে

এবার আরেক তৃণমূল নেতা গৃহবন্দী থাকার আবেদন জানালেন আদালতে, তীব্র গুঞ্জন রাজনৈতিক মহলে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – জেল থেকে গৃহবন্দীর আবেদন এবার তৃণমূল শিবিরের আরেক নেতা ছত্রধরের। রাজ্যের বিধানসভা নির্বাচনের প্রথম দফায় জঙ্গলমহলের দায়িত্বে ছিলেন ছত্রধর মাহাতো। একসময় জঙ্গলমহলের একচ্ছত্র অধিপতি হিসেবেই তাঁকে মানা হতো। দীর্ঘদিন কারাবাসের পর তিনি ছাড়া পেয়েছিলেন। কিন্তু তারপরেও তিনি কেন্দ্রীয় গোয়েন্দাদের নজরদারীতেই ছিলেন। জেল থেকে ছাড়া পাবার পর তিনি তৃণমূলের রাজ্য সংগঠনের অন্যতম মুখ হয়ে উঠেছিলেন। তাঁকে সামনে রেখেই তৃণমূলের লক্ষ্য ছিল জঙ্গলমহল পুনরুদ্ধার করা।

জঙ্গলমহলের নির্বাচন শেষ হবার ঠিক পরের দিন ভোর রাতে এসে ছত্রধর মাহাতোকে কেন্দ্রীয় সংস্থার গোয়েন্দারা গ্রেফতার করে নিয়ে যায়। তিনি এখনো পর্যন্ত জেলহাজতে রয়েছেন বলে জানা গিয়েছে। আর এবার ছত্রধর ব্যাঙ্কশাল কোর্টে নিজের জন্য আবেদন জানালেন। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে ছত্রধর মাহাতো গৃহবন্দী থাকার জন্য আবেদন জানালেন। প্রসঙ্গত, কিছুদিন আগেই নারদ কান্ডে অভিযুক্ত 4 অভিযুক্তকে গৃহবন্দি থাকার নির্দেশ দিয়েছিল আদালত।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

মনে করা হচ্ছে, ছত্রধর সেদিকে নজর রেখেই এবার নিজের জন্য আবেদন করলেন। উল্লেখ্য, রাজধানী এক্সপ্রেস হাইজ্যাকের ঘটনায় ছত্রধর মাহাতো অভিযুক্ত ছিলেন আগে থেকেই। একাধিকবার ছত্রধর মাহাতো আদালতে হাজিরা এড়িয়েছিলেন করোনার দোহাই দিয়ে। তারপরেই তাঁকে গ্রেপ্তার করা হয়। আপাতত ছত্রধর জেল হেফাজতে রয়েছেন বলে জানা গিয়েছে। তবে ছত্রধর জানিয়েছেন, অসুস্থতার কারণে তিনি গৃহবন্দি থাকতে চান। বাড়িতে থেকেই তিনি তদন্তে যথাযথ সহযোগিতা করবেন।

ছত্রধর মাহাতোর আবেদনের শুনানি হতে পারে আগামী সোমবার বলে মনে করা হচ্ছে। ছত্রধর মাহাতোর বিরুদ্ধে ইউএপিএ ধারায় মামলা চলছে। 2020 সালে তিনি জামিনে মুক্ত হলেও 2021 এর বিধানসভা নির্বাচনের পরেই তাঁকে তড়িঘড়ি গ্রেপ্তার করে এনআইএ। আপাতত ছত্রধর মাহাতোর গৃহবন্দি থাকার আবেদন আদালতে স্বীকৃত হয় কিনা, সেটাই এখন দেখার। যেহেতু ছত্রধর ইউএপিএ ধারায় গ্রেপ্তার হয়েছে, তাই তাঁর যেকোনো আবেদন যথেষ্ট গুরুত্ব সহকারে দেখা হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!