এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ বিজেপির এই নেতার, টানটান উত্তেজনা রাজনীতি মহলে

এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ বিজেপির এই নেতার, টানটান উত্তেজনা রাজনীতি মহলে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের এক ঝাঁক নেতাকর্মী তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছিলেন। অনেকেই মনে করছিলেন, এবারে শাসনক্ষমতা দখল করবে বিজেপি। এমন একটা ধারণার বশবর্তী ছিলেন অনেকে। কিন্তু ফলাফলে সম্পূর্ণ বিপরীত পরিস্থিতি তৈরি হলো। তাই এখন আবার পুরনো দলে প্রত্যাবর্তনের চেষ্টা করেছেন অনেকে। যাদের মধ্যে অন্যতম হলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগদানের পর ডাবল ইঞ্জিন নিয়ে যেমন তিনি গলা ফাটিয়ে ছিলেন, তেমনি তৃণমূলের বিরুদ্ধে একেরপর এক কটাক্ষ করেছিলেন। কিন্তু নির্বাচনে বড় পরাজয়ের পর কেমন যেন নির্বাক তিনি। দলের অনুষ্ঠানে তাঁর খুব একটা দেখা নেই। পরিবর্তে দলের বিরুদ্ধে পোস্ট করছেন সোশ্যাল মিডিয়াতে।

আর এখানেই তিনি থেমে থাকেননি তিনি। তৃণমূলের একের পর এক নেতার সঙ্গে সাক্ষাৎ করেছেন। রাজনৈতিক মহলের খবর, তৃণমূল ফেরার জন্য বারবার চেষ্টা করছেন তিনি। তবে, এখনো তিনি খুব একটা সফল হতে পেরেছেন, তা নয়। ইতিপূর্বে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের সঙ্গে দেখা করেছেন তিনি। এরপর তাঁকে দেখা গেছে মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে। আর এবার দেখা করলেন সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। যদিও বলছেন যে, এরসঙ্গে রাজনীতির কোনো ব্যাপার নেই।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিকে, ইতিপূর্বে তিনি যখন কুণাল ঘোষের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন, সে সময় তাঁকে দলে নিতে আপত্তি করতে দেখা গিয়েছিল একাধিক নেতা-কর্মীকে। তাঁর বিরুদ্ধে পড়েছিল পোস্টার। এরপর তাঁকে দলে গ্রহণে সম্মতি জানাতে দেখা যায়নি দলের শীর্ষ নেতৃত্বকে। তবে গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিসে গিয়ে ৩০ মিনিট ধরে সাক্ষাৎ করেছেন তিনি। যা থেকে এটা পরিস্কার যে, তৃণমূলে ফেরার ব্যাপক চেষ্টায় রয়েছেন তিনি।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে, এতবার যদি দল বদল করা হয়, তবে মানুষের কাছে এই নেতাদের গ্রহণযোগ্যতা তলানীতে চলে যাবার সম্ভাবনা আছে। বারবার নেতাদের দলবদল করতে দেখে ক্ষোভ বাড়তে পারে জনগণের। আবার কিছুদিন আগেই যিনি তৃণমূলের বিরুদ্ধে এতটা বোমা ফাটিয়েছেন, এখন তিনি দলে যোগদানের চেষ্টা করলে, দলতো সময় নেবেই। তবে, সবটাই তৃণমূলের শীর্ষ নেতৃত্বের ইচ্ছা-অনিচ্ছার ওপর নির্ভরশীল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!