এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > এবার বালি ও কয়লা পাচার নিয়ে তৃণমূলের অভিযোগের নিশানায় বিজেপি, তীব্র চাঞ্চল্য

এবার বালি ও কয়লা পাচার নিয়ে তৃণমূলের অভিযোগের নিশানায় বিজেপি, তীব্র চাঞ্চল্য


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – কার্যত এবার উলটপুরাণ রাজ্যে এতদিন পর্যন্ত গেরুয়া শিবিরের পক্ষ থেকে তৃণমূলের বিরুদ্ধে কয়লা ও বালি পাচার চক্রের একাধিক অভিযোগ তোলা হয়েছে। কিন্তু এবার পাল্টা তৃণমূলের অভিযোগের তির বিজেপির দিকে। এই ঘটনাটি ঘটেছে সম্প্রতি কুলটি থানা এলাকায়। একেবারে থানায় এসে বিক্ষোভ সমাবেশ করে এলাকার তৃণমূল নেতৃত্ব কয়লা ও বালি পাচার নিয়ে ঐ এলাকার বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে। প্রসঙ্গত একুশের বিধানসভা নির্বাচনে এই এলাকায় জয় পেয়েছে গেরুয়া শিবির।

আর তারপরেই এলাকার বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে কয়লা এবং বালির পাচার অভিযোগের কারণে সরব হয় তৃণমূল। সম্প্রতি কুলটি থানার সামনে এই নিয়ে ব্যাপক বিক্ষোভ দেখানো হয় তৃণমূলের পক্ষ থেকে। এব্যাপারে কুলটির প্রাক্তন বিধায়ক তথা ADDA এর ভাইস চেয়ারম্যান উজ্জল চাটার্জীর নেতৃত্বে বিক্ষোভ সমাবেশ করা হয়। অন্যদিকে উল্লেখযোগ্যভাবে আজকে বিক্ষোভকারী তৃণমূল নেতৃত্বের গলায় উঠে এসেছে বিজেপির সাথে সাথে তৃণমূলের একাংশের বিরুদ্ধেও অভিযোগ বালি এবং কয়লা পাচার নিয়ে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এক্ষেত্রে বিক্ষোভকারীরা মুখ্যমন্ত্রীর বালি এবং কয়লা পাচার রোখা নিয়ে কঠোর নির্দেশিকার উল্লেখ করেছেন। প্রসঙ্গত একুশের নির্বাচন জিতে এসে দলের সাংগঠনিক বৈঠকে তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জ্জী কড়া নির্দেশ  দলের প্রতিটি বিধায়ক ও নেতাদের উদ্দেশ্যে যাতে কোনোরকম দুর্নীতীতে তাঁদের নাম না জড়ায়, বিশেষ করে বালি ও কয়লা পাচারে যদি তৃণমূলের কারোর নাম আসে, তাহলে তাঁকে রেয়াত করা হবেনা। অন্যদিকে পাল্টা স্থানীয় বিজেপি নেতৃত্ব করোনা পরিস্থিতিতে এভাবে বিক্ষোভ সমাবেশ করা নিয়ে প্রশ্ন তুলেছে।

একই সাথে স্থানীয় বিজেপি নেতৃত্ব প্রশাসনের বিজেপির বেলায় একরকম করোনা বিধি, আর তৃণমূলের বেলায় অন্যরকম করোনা বিধি প্রয়োগ নিয়ে মুখর হয়েছে। পাশাপাশি বিজেপির অভিযোগ, এলাকায় বিজেপি বিধায়ক জেতার পর থেকেই তৃণমূল বিভিন্ন অভিযোগে বিক্ষোভ দেখিয়ে চলেছে। কিন্তু এর আগে কখনও তাঁদের এভাবে সরব হতে দেখা যায়নি। সবমিলিয়ে বালি ও কয়লা পাচার নিয়ে এবার বিজেপির পাশাপাশি তৃণমূলের অভিযোগ রীতিমতো চাঞ্চল্য তৈরি করেছে রাজনৈতিক মহলে। সাথে তৃণমূল ও বিজেপির রাজনৈতিক তরজাও পাল্লা দিয়ে বাড়ছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!