এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > এবার বাম ছেড়ে বিজেপিতে এলেন জনপ্রিয় নেতা, ভোটের আগে কি এবার বামশক্তিতে আঘাত করতে চাইছে পদ্ম বাহিনী?

এবার বাম ছেড়ে বিজেপিতে এলেন জনপ্রিয় নেতা, ভোটের আগে কি এবার বামশক্তিতে আঘাত করতে চাইছে পদ্ম বাহিনী?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – একুশের বিধানসভা নির্বাচনের আগেই দেখা যাচ্ছে তৃণমূল শিবিরে ধ্বস নেমেছে এবং এই ধ্বস নামার পেছনে অন্যতম কারিগর গেরুয়া শিবিরকে বলেই মনে করা হচ্ছে। কিন্তু শুধু তৃণমূলের নয়, এবার বামেদের শিবিরেও গেরুয়া শিবির ভাঙন ধরানোর কাজে সাফল্য পেল। একদিকে যেমন হলদিয়ার গতবারের বিধায়ক তাপসী মন্ডলকে বিজেপির নিজেদের করে ফেলতে পেরেছে, ঠিক সেরকমই শিলিগুড়ির অন্যতম বাম নেতা শংকর ঘোষ বাম দল ছেড়ে রামের দলে নাম লেখালেন। বেশ কিছুদিন যাবৎ শিলিগুড়ির বাম শিবিরে চলছিল অশান্তি। দলের প্রতি ক্ষোভ প্রকাশ করে দীর্ঘদিনের নেতা শংকর ঘোষ লম্বা-চওড়া ইস্তফাপত্র দিয়ে দল ছাড়তে চেয়েছিলেন।

অবশেষে দল ছেড়েছেন এবং শুক্রবার তিনি কৈলাস বিজয়বর্গীয়, দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্ত, শিলিগুড়ির সাংগঠনিক জেলা সভাপতি প্রবীণ আগরওয়ালের উপস্থিতিতে যোগ দিলেন বিজেপি শিবিরে। ছাত্র আন্দোলন থেকে বাম নেতা শঙ্কর ঘোষের উত্থান হয়। এরপর অশোক ভট্টাচার্যের ছত্রছায়ায় বাম নেতা হিসাবে পরিচিতি লাভ করেন শংকর। অল্প বয়সেই পার্টির জেলা সম্পাদকমন্ডলীর সদস্য হয়ে যান। সেই শংকর ঘোষ আজ এসে যোগ দিলেন বিজেপিতে। অবশ্য শংকর বিজেপিতে যোগ দিলেও এখনো পর্যন্ত বাম চিহ্ন তিনি শরীরে বয়ে বেড়াচ্ছেন। তাঁর হাতে কিউবা বিপ্লবের অন্যতম নায়ক আর্নেস্তো চে গুয়েভারার উল্কি খোদাই রয়েছে। আর সেই উল্কি হাতে নিয়েই শংকর ঘোষ পা দিয়েছেন গেরুয়া শিবিরে।

নিমেষের মধ্যে আন্তর্জাতিকতাবাদ রাষ্ট্রবাদে পরিণত হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। রাজনৈতিক মহলে কান পাতলে শোনা যাচ্ছে, শিলিগুড়ি বাম শিবিরে শংকর সিং এর মূল আপত্তির কারণ হয়ে দাঁড়িয়েছিল তাঁর এবারের নির্বাচনে টিকিট না পাওয়া। আর তাই তিনি বিজেপিতে যোগ দিয়েছেন। তবে বিজেপিতে যোগ দিলেও তিনি এবারের বিধানসভার টিকিট পাবেন কিনা, তা এখনো জানা যায়নি। যদি টিকিট পান তাহলে কোন আসন থেকে পাবেন তা নিয়েও চলছে জল্পনা। তবে মনে করা হচ্ছে, শিলিগুড়ির বিজেপি আসনে শংকর ঘোষকে যদি দাঁড় করানো হয়, তাহলে এবারে শিলিগুড়িতে দেখা যাবে গুরু শিষ্য লড়াই।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কারণ শিলিগুড়ির বাম প্রার্থী হিসেবে লড়ছেন বর্ষীয়ান নেতা অশোক ভট্টাচার্য। বস্তুত, শংকর ঘোষ সিপিএমের প্রাথমিক সদস্য পদ থেকে ইস্তফা দেওয়ার কারণ হিসেবে জানান, দলে ব্যক্তিতন্ত্র চলছে। পাশাপাশি আব্বাস সিদ্দিকীর সঙ্গে বামেদের জোট কোনোভাবেই মানতে পারেননি তিনি। ইস্তফাপত্রে তাঁর ক্ষোভ উগরে দেন। অন্যদিকে শঙ্কর ঘোষের বিজেপিতে যোগ দেওয়া নিয়ে বাম বিধায়ক অশোক ভট্টাচার্যের কাছে জানতে চাওয়া হলে তিনি এ বিষয়ে বিশদে কিছু বলতে অস্বীকার করেন। বরং পাল্টা বলেন, যারা চলে যাচ্ছে, তাঁদের সম্পর্কে যত কম বলা যায় ততই ভালো। অন্যদিকে, সাংবাদিক বৈঠকে এদিন শংকর ঘোষ দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তের প্রতি প্রশংসার বন্যা বইয়ে দেন।

এমনকি দুঃসময়ের বন্ধু বলে রাজুকে উল্লেখ করেন তিনি। এই দলবদল নিয়ে ইতিমধ্যেই সমালোচনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। প্রসঙ্গত, একুশের বিধানসভা নির্বাচন বিজেপ্‌ তৃণমূলের পাশাপাশি বাম-কংগ্রেস সংযুক্ত মোর্চার কাছেও অন্যতম গুরুত্বপূর্ণ লড়াই। দীর্ঘদিন পর আবার শক্তি সঞ্চয় করে লড়াইয়ের ময়দানে ঘুরে দাঁড়ানোর চেষ্টা চালাচ্ছে বামেরা। এই অবস্থায় পরিচিত এবং জনপ্রিয় নেতার দল থেকে ইস্তফা দেওয়া কার্যক্ষেত্রে না বিপাকে ফেলে বাম শিবিরকে! আর এই নিয়ে বামেদের অন্দরেও ভুরু কুঁচকেছেন অনেকেই।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!