এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > ‘এবার বাংলা-পারলে সামলা’ সোগান তুলে দিলেন দিলীপ, পাল্টা তৃণমূলও

‘এবার বাংলা-পারলে সামলা’ সোগান তুলে দিলেন দিলীপ, পাল্টা তৃণমূলও


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট-  অমিত শাহের বঙ্গ সফরে আসার পর বিজেপির মনোবল যে কয়েক গুণ বেড়ে গেছে সে কথা বলতে শোনা গিয়েছিল অনেক বিশেষজ্ঞকেই। এমন পরিস্থিতিতে বিধানসভা নির্বাচনী প্রচারের আগে বিরোধীরা যে রাজ্যের শাসকদলকে কটাক্ষ করতে ছাড়বে না, সে কথা বলাই বাহুল্য।

সেইসঙ্গে বর্তমানে তৃণমূলের গোষ্ঠী কোন্দল যেভাবে সকলের সামনে প্রকাশ পাচ্ছে, তাতে বিরোধীদের শাসকদলের দুর্বলতাগুলোকে মানুষের কাছে তুলে ধরতে অসুবিধে হচ্ছে না বলেই মনে করেছেন বহু কূটনৈতিক। সেইসঙ্গে ইতিমধ্যেই অনেক রাজনৈতিক ব্যক্তিত্বদের তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন অনেকে। আর তাই নিয়ে বর্তমানে যেভাবে রাজ্য রাজনীতি সরগরম হয়ে উঠেছিল সেকথা সম্ভবত কারো অজানা নয়।

তবে এক্ষেত্রে তৃণমূল নিজেদের দলকে রক্ষা করতে প্রশাসনকে নিজেদের কাজে লাগাচ্ছে, এমন অভিযোগ তুলেছিলেন বিরোধীরা। আর সেখানে ভোটের আগে অনেক জেলাতে পুরসভায় প্রশাসনিক পদে পরিবর্তন অনেতেও দেখা যাচ্ছে। তবে সম্প্রতি জানা গেছে, তিন দিনের সফরে উত্তরবঙ্গ গেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। আর জলপাইগুড়ির পর আজ কোচবিহারে তাঁর একাধিক রাজনৈতিক কর্মসূচি রয়েছে।

এ দিন প্রাতঃভ্রমণে বেরিয়ে চা চক্রে যোগ দিতে দেখা গিয়েছিল তাঁকে। আর সেখানেই তাঁকে ‘এ বার বাংলা, পারলে সামলা’ এই স্লোগান দিতে দেখা গেছে। সেইসঙ্গে কোচবিহার দক্ষিণ কেন্দ্রের তৃণমূল বিধায়ক মিহির গোস্বামীকে দলে যোগ দেওয়ার আহ্বানও জানিয়েছেন তিনি। তাঁর কথায়, ”বেশ কয়েক দিন ধরেই অন্তরালে রয়েছেন মিহির গোস্বামী। আপনি বিজেপিতে যোগ দিন।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে এখানেই তিনি থেমে থাকেননি। এরই সঙ্গে তৃণমুল নেতাদের উদ্দেশ্যে তিনি জানান ”তৃণমূলের যে সব নেতা দলে থাকতে গিয়ে দম বন্ধ হয়ে আসছে, তাঁরা মুক্ত হাওয়ায় শ্বাস নিন। বিজেপিতে যোগ দিন এবং বাংলার উন্নয়ন করুন। দেশের পশ্চিম থেকে যাত্রা শুরু করে পশ্চিমবঙ্গের সীমান্তে এসে দাঁড়িয়েছে বিজেপি। মানুষের মনে পরিবর্তনের হাওয়া লেগেছে।”

এই বিষয়ে মিহিরবাবুর প্রতিক্রিয়া জানা না গেলেও এই বিষয়ে কোচবিহারের জেলা সাধারণ আবদুল জলিল আহমেদ জানিয়েছেন ”মুখে বলা সহজ, কিন্তু বাস্তবে করা কঠিন। এটা বিহার নয়, এটা পশ্চিমবঙ্গ। ‘২১-এর নির্বাচনে জয় আমাদেরই। উনি রাজনৈতিক কর্মসূচিতে কোচবিহারে আসতেই পারেন। কিন্তু জয় আমাদেরই হবে।” ফলত কোচবিহারে বিজেপি একটি আসনও পাবে না বলেই হুঁশিয়ারি দিতে দেখা গেছে তাঁকে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!