এবার বাংলার বুকে আর এক শেখ শাহজাহান? বিরাট খোঁজ দিয়ে দিলেন শুভেন্দু ! তৃণমূল বিজেপি রাজনীতি রাজ্য September 20, 2024 প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- সন্দেশখালি শেখ শাহজাহানের কথা সকলেই জানেন। তার অত্যাচারের একের পর এক তথ্য সামনে আসার পরে একসময় উত্তাল হয়ে উঠেছিল রাজ্য রাজনীতি। তবে বাংলার আশেপাশে যে এরকম আরও অনেক শেখ শাহজাহান লুকিয়ে রয়েছেন, সেই দাবি অনেক দিন ধরেই করছিল বিরোধীরা। আর আজ বারাসাতের তৃণমূল কাউন্সিলর গ্রেফতার হতেই আরও এক শেখ শাহজাহানের খবর দিয়ে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রসঙ্গত, এদিন এই ব্যাপারে শুভেন্দু অধিকারীকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেন, “ওই সর্দার তো! ওর একটাই কাজ, শুভেন্দু অধিকারীকে নিয়ে ব্যঙ্গ পোস্ট করা। এ হচ্ছে আর এক শেখ শাহজাহান।” অর্থাৎ শেখ শাহজাহান যেমন সন্দেশ খালিতে অত্যাচার চালিয়েছে, ঠিক তেমনই এক ব্যবসায়ীকে অপহরণ করে মুক্তিপণ চাওয়ার ঘটনায় এই তৃণমূল কাউন্সিলার গ্রেফতার হতেই তার অপকীর্তি ফাঁস করলেন শুভেন্দু অধিকারী। এক্ষেত্রে তিনি বুঝিয়ে দিতে চাইলেন, এই তৃণমূল কাউন্সিলরও দ্বিতীয় শেখ শাহজাহানের মত এই এলাকায় অত্যাচার চালাতেন। দিনের শেষে তেমনটাই বলছেন রাজনৈতিক সমালোচকরা। আপনার মতামত জানান -