এবার বাঙ্কার উদ্ধারের ঘটনায় বিএসএফকে কটাক্ষ, কি বললেন মমতার মন্ত্রী! কলকাতা তৃণমূল রাজনীতি রাজ্য January 25, 2025 প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-প্রজাতন্ত্র দিবসের আগে এদিন কৃষ্ণনগরের মাজদিয়ায় মাটি খুঁড়ে বাঙ্কার উদ্ধার হয়। যে ঘটনাকে কেন্দ্র করে রীতিমত শোরগোল পড়ে গিয়েছে। আর সেই বিষয়েই এবার বিএসএফের ওপরেই দায় চাপালেন রাজ্যের মন্ত্রী ববি হাকিম। প্রসঙ্গত, এদিন এই ব্যাপারে ববি হাকিমকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেন, “এটা রাজ্য পুলিশের দায়িত্ব নয়। এটা বিএসএফের দায়িত্ব। আগে আমরা সিনেমাতে দেখতাম। এখন এভাবে বাঙ্কার উদ্ধার হওয়ার ঘটনা দেশের নিরাপত্তার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে। বিএসএফকে আরও কঠোরভাবে গোটা বিষয়টি দেখতে হবে।” আপনার মতামত জানান -