এখন পড়ছেন
হোম > জাতীয় > এবার বাড়িছাড়া করার তোড়জোড় মুকুল রায়কে, জমছে চাঞ্চল্য

এবার বাড়িছাড়া করার তোড়জোড় মুকুল রায়কে, জমছে চাঞ্চল্য


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – মুকুল রায় বিজেপিতে থাকাকালীন তাঁর বাসভবন ছিল দিল্লির 181 নম্বর সাউথ অ্যাভিনিউ। কিন্তু একুশের বিধানসভা নির্বাচনের পর পুনরায় যোগ দেন তিনি তৃণমূলে। যদিও তিনি এখনো পর্যন্ত বিজেপির কৃষ্ণনগর উত্তরের বিধায়ক হিসেবেই পরিচিত রাজনৈতিক মহলে। এদিকে মুকুল রায় তৃণমূলে যোগ দেওয়ার পর এবং তাঁকে পিএসি চেয়ারম্যান করার পর কার্যত গেরুয়া শিবির ফুঁসে উঠেছে। ইতিমধ্যেই মুকুল রায়ের বিরুদ্ধে দলত্যাগবিরোধী মামলা দায়ের করা হয়েছে। আর তার মাঝে মুকুল রায়কে দিল্লির বাসভবন থেকে উৎখাত করার দিকে উঠে পড়ে লেগেছে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব।

প্রসঙ্গত মুকুল রায় দিল্লির এই বাড়িতে বিজেপি সাংসদ স্বপন দাশগুপ্তর অতিথি হিসেবে ছিলেন এতদিন। কিন্তু একুশের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর মুকুল রায় তৃণমূলে যোগ দিয়েছেন আনুষ্ঠানিকভাবে। তারপরে দিল্লি বাসভবনটি ছেড়ে দেওয়ার জন্য মুকুল রায়কে নোটিশ জারি করা হয় কেন্দ্রীয় সরকারের তরফে। কার্যত মুকুল রায়কে বাসভবন ছেড়ে দেওয়ার প্রথম নোটিশ দেওয়া হয় 19 শে জুলাই এবং দ্বিতীয় নোটিশটি তার হাতে পৌঁছায় 26 শে জুলাই। কার্যত এবার মুকুল রায়কে দিল্লির বাসভবনে ছাড়তেই হবে বলে মনে করছে রাজনৈতিক মহল।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে ইতিমধ্যেই মুকুল রায় ঘনিষ্ঠমহলে জানিয়েছেন, রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্যই তাঁকে এভাবে কেন্দ্রীয় সরকার বাড়িছাড়া করল। অন্যদিকে জানা যায়, দীর্ঘদিন যাবৎ মুকুল রায় 181 নম্বর সাউথ অ্যাভিনিউয়ের বাসভবনটিতে থাকার দরুণ তিনি এই বাড়িটি ছাড়তে চাননি। তৃণমূলের সাংসদদের কাছেও তিনি এই সংক্রান্ত নিজের ইচ্ছা প্রকাশ করলে প্রথমে দলের রাজ্যসভার সাংসদ দোলা সেন রাজ্যসভার হাউস কমিটিতে ওই বাড়িটি নেওয়ার আবেদন জানান। একইসাথে তাঁর অতিথি হিসাবে মুকুল রায়কে যেন ওই ভবনে থাকতে দেওয়া হয়, একথাও আবেদন করেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কিন্তু সেই আবেদন খারিজ করে দেয় রাজ্যসভার হাউস কমিটি। এরপর একই আবেদন নিয়ে যান তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার মুখ্য সচেতক শুখেন্দু শেখর রায়। সেই আবেদনও খারিজ করে দিয়েছে সংসদের হাউস কমিটি। আর তারপর এই নিয়ে আর বিশেষ এগোয়নি তৃণমূল কংগ্রেস। সেক্ষেত্রে বাসভবন ছেড়ে দেওয়া ছাড়া মুকুল রায়ের কাছে বর্তমানে আর কোনো রাস্তা নেই। এই ঘটনার পরিপ্রেক্ষিতে রাজ্যসভার হাউস কমিটির এক সদস্য সূত্রে জানা যাচ্ছে, মুকুল রায়কে এবার দিল্লি ছেড়ে দিতে হবে।

তার কারণ মুকুল রায় যখন বিজেপিতে ছিলেন, তখন সাংসদ স্বপন দাশগুপ্তর পরিচিত অতিথি হিসাবে ওই বাড়িতে থাকতেন। কিন্তু পরে মুকুল রায় তৃণমূলে যোগ দিয়েছেন। যার ফলে তাঁকে বাড়ি ছাড়ার নোটিশ ধরানো হয়। আপাতত সরকারি নোটিশ ধরানো হয়েছে মুকুল রায়কে বাড়ি খালি করে দেবার কথা বলে। এই পরিস্থিতিতে এবার মুকুল রায় কি ব্যবস্থা গ্রহণ করেন সেটা দেখার। পাশাপাশি দিল্লিতে মুকুল রায়ের থাকার জন্য তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয় কিনা, সেটাও দেখার।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!