এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > এবার বর্ষীয়ান তৃণমূল সাংসদ প্রাধনমন্ত্রীর সভায় উপস্থিত থাকবেন বলে জানালেন, ইঙ্গিত বিজেপি যোগের

এবার বর্ষীয়ান তৃণমূল সাংসদ প্রাধনমন্ত্রীর সভায় উপস্থিত থাকবেন বলে জানালেন, ইঙ্গিত বিজেপি যোগের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গত ডিসেম্বরে নন্দীগ্রামের তৎকালীন তৃণমূল বিধায়ক শুভেন্দু অধিকারী তৃণমূল ছেড়ে দিয়ে বিজেপিতে যোগ দেন। সে সময় তাঁর বাড়ির অন্যান্যরা তৃণমূলেই ছিলেন। কিন্তু সময়ের সাথে সাথে ইতিমধ্যেই শুভেন্দু অধিকারী এবং তাঁর দুই ভাই বিজেপিতে চলে এসেছেন। বাকি রয়েছেন শুধু তাঁদের বাবা শিশির অধিকারী, যিনি খাতায়-কলমে এখনো তৃণমূলের সাংসদ শিশির অধিকারী। তৃণমূলে থেকেও তিনি বারবার শুভেন্দু অধিকারীকে সমর্থন জানিয়ে এসেছেন। পাশাপাশি বিজেপিকে তিনি প্রকাশ্যেই সমর্থন করছেন দলে থেকেও দলের বিরুদ্ধে একাধিকবার তোপ দেগেছেন। এই অবস্থায় আগামী চব্বিশে মার্চ প্রধানমন্ত্রীর সভা হতে চলেছে মেদিনীপুরের কাঁথিতে।

প্রশ্ন উঠেছে, এই সভায় তৃণমূল সাংসদ শিশির অধিকারী থাকবেন কিনা? আবার কানাঘুষো শোনা যাচ্ছে, এই সভাতেই শিশির অধিকারী বিজেপিতে যোগ দেবেন। অন্যদিকে সেই সভাতে উপস্থিত থাকবেন বলে এবার গ্রিন সিগন্যাল দিলেন শিশির অধিকারী। নিজেই জানিয়ে দিলেন, তিনি বুধবার থেকেই সক্রিয়ভাবে ছেলের হয়ে প্রচার শুরু করবেন এবং প্রধানমন্ত্রীর সভাতেও হাজির থাকবেন। অন্যদিকে শিশির অধিকারীকে তার বর্তমান রাজনৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন করা হলে যথারীতি তিনি ক্ষোভ প্রকাশ করেছেন। কিছুটা ক্ষিপ্ত ভাবেই তিনি বলেন, শুভেন্দু চলে যাওয়ার পর থেকে তাঁকে ব্যক্তিগতভাবে যেভাবে আক্রমণ করা হচ্ছে শাসক শিবির থেকে, তা যথেষ্ট লজ্জার।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পাশাপাশি তিনি তাঁর রাজনৈতিক অবস্থান নিয়ে এখনো কিছু পরিষ্কার করেননি। তিনি জানিয়ে দিয়েছেন, তাঁর রাজনৈতিক অবস্থা সম্পর্কে তিনি ওয়াকিবহাল নন। তবে এটাও জানিয়েছেন, তাঁর ছেলে শুভেন্দু অধিকারী যদি প্রচারে ডাকেন তাহলে তিনি যাবেন। প্রসঙ্গত, শুভেন্দু অধিকারীকে এবার প্রথম দেখা যাবে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নন্দীগ্রামের বিজেপির প্রার্থী হিসেবে। সেক্ষেত্রে শিশির অধিকারী কিভাবে দলে থেকে শুভেন্দু অধিকারীকে সমর্থন করেন, সেটাও দেখার।

তবে দেখা যাচ্ছে, নন্দীগ্রামে শুভেন্দুর থেকেও অনেক বেশি কটাক্ষ করেছেন শিশির অধিকারী তৃণমূল নেত্রীর আহত হওয়ার ব্যাপার নিয়ে। তিনি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্ঘটনাকে নাটক বলে অভিহিত করেছেন। সব মিলিয়ে এবার দেখার, শিশির অধিকারী যদি শুভেন্দু অধিকারীকে সমর্থন করেন নন্দীগ্রাম থেকে, তাহলে তৃণমূল কি তাঁকে আর সাংসদ পদে রাখবে? সেক্ষেত্রে শিশির অধিকারী বা কি করেন, সেদিকেও নজর থাকবে ওয়াকিবহাল মহলের।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!