এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > এবার বেফাঁস মন্তব্য কেন্দ্রীয় বিজেপি মন্ত্রী বাবুল সুপ্রিয়র,বাড়লো বিতর্ক

এবার বেফাঁস মন্তব্য কেন্দ্রীয় বিজেপি মন্ত্রী বাবুল সুপ্রিয়র,বাড়লো বিতর্ক


বিতর্কিত মন্তব্য করে কিংবা ইতিহাসের বিকৃতি ঘটিয়ে বারবার সংবাদমাধ্যমের শিরোনামের আসা রাজনৈতিক নেতা-নেত্রীদের কাছে প্রায় রোজকার ব্যাপার। দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-নেত্রীদের এমন মন্তব্য বারবার বারবার শোনা গেছে। বাংলায় মুখমন্ত্রী থেকে শুরু করে দলের অন্য নেতা নেত্রী কিংবা বিজেপির রাজ্য সভাপতি কেউই কম জানা। এবার তাদের সাথেই যুক্ত হলো অন্য একটি নাম। তা হলো বাবুল সুপ্রিয়।

আমরা সবাই জানি, সহজপাঠের রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর। কিন্তু রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ সহজ পাঠের নতুন রচয়িতা হিসেবে নাম করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের। আর এবার কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় সতীদাহ প্রথার বিলোপ কারীর নাম বেমালুম ভুলে গেলেন। বলে দিলেন ইশ্বরচন্দ্র বিদ্যাসাগর এর নাম।

এদিন বিজেপির টলিউড শিল্পী-কলাকুশলীদের নিয়ে একটি অরাজনৈতিক সংগঠন খোলা হয়েছে। নাম দেওয়া হয়েছে ‘খোলা হাওয়া’। আর এই ‘খোলা হাওয়া’র উদ্বোধনী অনুষ্ঠানে গিয়েই কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় বেমালুম বললেন, “সতীদাহ প্রথার বিলোপ, বিধবা বিবাহ চালু করেছিলেন বিদ্যাসাগর। তাঁর জন্মদিনে একটা সংগঠন শুরু হচ্ছে, এটা অনেক বড়ো ব্যাপার।” এই ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গেছে রাজ্য রাজনীতিতে। কেন্দ্রীয় মন্ত্রী হয়ে কিভাবে তিনি এরকম ভুল বার্তা দিলেন, এ প্রশ্ন সবার মুখে।

 

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় একা নন, কেন্দ্রীয় রেলমন্ত্রী পীযূষ গোয়েল অতিসম্প্রতি এরকম বেফাঁস মন্তব্য করেছিলেন। তিনি বলেছিলেন, মাধ্যাকর্ষণ শক্তির আবিষ্কর্তা আইনস্টাইন। যা নিয়ে সোশ্যাল মাধ্যম থেকে শুরু করে রাজনৈতিক মাধ্যমে শুরু হয়েছিল তীব্র জল্পনা। অবশ্য কেন্দ্রীয় রেলমন্ত্রী ক্ষমা চেয়ে ব্যাপারটির নিষ্পত্তি করেছিলেন।

কিন্তু রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ অথবা কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় দুজনেই বাঙালি। সে ক্ষেত্রে সতীদাহ প্রথা বিলোপ এবং সহজ পাঠের রচয়িতার নাম জানা খুবই স্বাভাবিক। কারণ বাংলার নবজাগরণে রাজা রামমোহন রায় এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দুজনেই উল্লেখযোগ্য ভূমিকা বহন করেছেন। তাই, এক্ষেত্রে ভুল নাম বলাটা একটু বেশি চোখে লাগছে।প্রসঙ্গত, গতকালই বীরসিংহ গ্রামে মুখমন্ত্রী দাবি করেছিলেন যে, “বিদ্যাসাগর মাইল আবিষ্কার করেছিলেন।”

তবে এক্ষেত্রে রাজনৈতিক বিশ্লেষকদের দাবি, বাঙালি জনমানসে রাজা রামমোহন রায় ও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নাম জ্বলজ্বল করছে, তাঁদের কীর্তির মধ্যে দিয়ে।ফলে তাদের সম্পর্কে কথা বলার আগে একটু জেনে নিলে ক্ষতি কি?
কিংবা না জানলে কথা না বলেই তো হয়। আর বাঙালি হয়ে যদি বাংলার মহামানবদের নামে ভুল তথ্য দেওয়া হয়, সে তথ্য কিন্তু বাঙ্গালীদের যথেষ্টই আঘাত করে। বাংলা জয়ের উদ্দেশ্যে এসে বিজেপি শিবিরকে কিন্তু এই বিষয়গুলো মাথায় রাখতেই হবে। এবার দেখার, কেন্দ্রীয় রেলমন্ত্রীর মতন বাবুল সুপ্রিয়ও কি বাংলার জনগণের কাছে ক্ষমা চেয়ে নেবেন ?

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!