এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > এবার বেসুরো হেভিওয়েট বিজেপি নেতার দেখা মিলল মুকুল রায়ের বাড়িতে, জল্পনা তুঙ্গে

এবার বেসুরো হেভিওয়েট বিজেপি নেতার দেখা মিলল মুকুল রায়ের বাড়িতে, জল্পনা তুঙ্গে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গতকাল মারা গেছেন মুকুল রায়ের স্ত্রী কৃষ্ণা রায়। দীর্ঘদিন যাবৎ তিনি করোনা জটিলতায় ভুগছিলেন বলে জানা গিয়েছে। প্রথমে তিনি কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন। তারপর সেখান থেকে তাঁকে চেন্নাই নিয়ে যাওয়া হয় উন্নত চিকিৎসার জন্য। কিন্তু এত কিছু করেও শেষ পর্যন্ত আর কিছু করা গেলনা। চিকিৎসকদের যুদ্ধ বিফলে গেল। স্ত্রীর মৃত্যুতে খুব স্বাভাবিকভাবেই এই মুহূর্তে শোকবিধ্বস্ত অবস্থায় রয়েছেন মুকুল রায় এবং তাঁর পুত্র শুভ্রাংশু রায়। তৃণমূলের একাধিক নেতা, মন্ত্রী মুকুল রায়ের বাড়িতে গিয়ে শোক প্রকাশ করেছেন। গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে মুকুল রায়ের সল্টলেকের ফ্ল্যাটে গিয়েছিলেন।

আজকে মুকুল রায়ের স্ত্রীর মৃতদেহ নিয়ে আসা হয়েছে মুকুল রায়ের আদি বাড়ি বীজপুরে। আর সেখানে যখন উপস্থিত রয়েছেন তৃণমূলের একাধিক নেতা-কর্মী, ঠিক সেসময় মুকুল রায়ের বাড়িতে হাজির হলেন প্রাক্তন তৃণমূল নেতা তথা মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। হাওড়ার প্রাক্তন বিধায়ক আজকে মুকুল রায়ের বাড়িতে আসার কারণ হিসেবে জানিয়েছেন, শুধুমাত্র সহানুভূতি জানাতে এবং শোকার্ত পরিবারের পাশে দাঁড়াতে তিনি বীজপুরে এসেছেন। এক্ষেত্রে রাজনৈতিক কোনো কথা রাজীব বন্দ্যোপাধ্যায় বলেননি। তবে জানা গিয়েছে মুকুল পুত্র শুভ্রাংশু রায়ের সঙ্গেও কথা বলেছেন রাজীব। রাজীব জানাচ্ছেন, সাধারণ দু-একটা কথা ছাড়া অন্য কোন বিষয়ে কথা হয়নি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে রাজীব বন্দ্যোপাধ্যায় খুব সাধারণ ব্যাপার হিসেবে এটিকে দেখালেও রাজনৈতিক মহলের অনেকেই এই সাক্ষাৎকে অরাজনৈতিক মানতে নারাজ। কার্যত বিধানসভা নির্বাচনের ফলাফল বেরোনোর পর থেকেই গেরুয়া শিবিরে বেসুরো হয়ে রয়েছেন হাওড়ার প্রাক্তন তৃণমূল বিধায়ক রাজীব বন্দ্যোপাধ্যায়। বিজেপির বিরুদ্ধে একাধিক তোপ দেগেছেন তিনি। এমনকি ভোটের রেজাল্ট বেড়োনোর পর থেকে বিজেপির কোনো অনুষ্ঠানে তিনি এখনো পর্যন্ত অংশগ্রহণ করেননি। অন্যদিকে বেসুরো রাজীব বন্দ্যোপাধ্যায়কে যেমন দেখা গিয়েছে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের বাড়িতে, ঠিক সেভাবেই পার্থ চ্যাটার্জির মা মারা যাওয়ার পরেও তাঁকে সেখানে দেখা গিয়েছে।

খুব স্বাভাবিকভাবেই জল্পনা শুরু হয়েছে রাজীব বন্দ্যোপাধ্যায়কে নিয়ে। বেসুরো রাজীব বন্দ্যোপাধ্যায়ের একাধিক ফেসবুক পোস্ট এবং মন্তব্য জল্পনা আরো বাড়িয়ে দিয়েছে। আর তাই মুকুল রায়ের বাড়িতে রাজীব বন্দ্যোপাধ্যায়ের যাওয়া এত সহজভাবে মেনে নেওয়া যাচ্ছেনা বলে দাবী ওয়াকিবহাল মহলের। অন্যদিকে আজকে রাজীব বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি গেরুয়া শিবিরের আরেক বিধায়ক সুনীল সিং গিয়েছিলেন মুকুল রায়ের বাড়িতে। খুব স্বাভাবিকভাবেই এখন এ ব্যাপারে কোনমতেই কথা বলবেন না মুকুল কিংবা তার পুত্র সেকথা জানা। আর সেই জায়গায় দাঁড়িয়ে রাজনৈতিক মহল কিন্তু একের পর এক হিসাব মেলাতে ব্যস্ত। আপাতত রাজীব বন্দ্যোপাধ্যায়ের পদক্ষেপ নিয়ে ব্যাপক চর্চা রাজনৈতিক মহলে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!