এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > এবার বেসুরে রাজীব কি বিজেপিতে, তৃণমূল বিধায়কের ফেসবুক পোস্ট ঘিরে জল্পনা !

এবার বেসুরে রাজীব কি বিজেপিতে, তৃণমূল বিধায়কের ফেসবুক পোস্ট ঘিরে জল্পনা !


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – করুণাময়ীর এক অরাজনৈতিক সভামঞ্চ থেকে রাজ্যের শাসক দল তৃণমূলের নেতাদের একাংশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছিলেন বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। এরপর গতকাল শুক্রবার কামারপুকুরে পুরোহিতদের সভায় শ্রীরামকৃষ্ণের বাণীকে উদ্ধৃত করে তাঁর আগামী রাজনৈতিক পরিকল্পনার বিষয়ে বেশ ইঙ্গিত পূর্ণ বক্তব্য রাখতে দেখা গিয়েছিল তাঁকে। তাঁর এই বক্তব্যে নিয়ে ফেসবুকে তাঁকে ঘিরে একটি বিশেষ ইঙ্গিতপূর্ণ পোস্ট করলেন কোচবিহারের তৃণমূল বিধায়ক উদয়ন গুহ। বনমন্ত্রীর ‘ যত মথ তত পথের’ উত্তরে ফেসবুকে পোস্ট করে উদয়ন বাবু লিখলেন, ” হয় জলে (‌সেচ) অথবা জঙ্গলে (বন) না হলে পদ্মফুলে, যত মত তত পথ‌।”

গতকাল শুক্রবার সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের জেলা সাংগঠনিক কমিটির ডাকে কামারপুকুর গিয়েছিলেন বন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি জানিয়েছিলেন যে, ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলেছেন যে যত মত তত পথ। শ্রীরামকৃষ্ণের বাণীকে উদ্ধৃত করে তার আগামী দিনের রাজনৈতিক পরিকল্পনা নিয়ে বেশকিছু ইঙ্গিতপূর্ণ বক্তব্য রেখেছিলেন তিনি।

আপনার মতামত জানান -

গতকালের অরাজনৈতিক সভায় বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন যে, মানুষের হয়ে কাজ করতে গিয়ে যদি কোনভাবে অসুবিধে হচ্ছে বলে মনে হয়। তাহলে খোলা আছে অনেক পথ। সেই পথে কেউ কাউকে সরাতে পারবে না বলেই মনে করেন তিনি। কিন্তু সেই পথের বিষয়ে স্পষ্ট ভাবে কিছু জানাননি বনমন্ত্রী। অরাজনৈতিক সমাবেশে তাকে এ বিষয়ে একাধিকবার প্রশ্ন করা হলে, তিনি একাধিকবার জানিয়েছেন যে, এটি একটি অরাজনৈতিক সমাবেশ। তাই এই সমাবেশে রাজনীতির বিষয়ে কথা বলা শোভনীয় নয়।

এবার বনমন্ত্রীর এই বক্তব্যকে ঘিরেই ফেসবুক পোস্ট করলেন তৃণমূল বিধায়ক উদয়ন গুহ। এই ফেসবুক পোস্টে যদিও তিনি কারও নাম উল্লেখ করেন নি, তবে, রাজনৈতিক বিশ্লেষকেরা মনে করছেন যে, তাঁর এই ফেসবুক পোস্টে প্রকৃতপক্ষেই তিনি বন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়কে ইঙ্গিত করেছেন। কারণ একটা সময় রাজ্যের সেচ দপ্তর ছিল মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ের হাতে। সম্প্রতি তিনি বনমন্ত্রী। গতকাল শুক্রবার তিনি শ্রীরামকৃষ্ণের বাণী উদ্ধৃত করেছেন। এরপর তাঁর প্রতি বিধায়ক এই ফেসবুক পোস্ট করেছেন। বিধায়ক উদয়ন গুহর এই পোস্টটিকে ঘিরে বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় এর বিজেপিতে যোগদানের জল্পনা ছড়ালো রাজ্য রাজনীতিতে। যদিও ব্যাপারটি ধোঁয়াশায় রেখে দিয়েছেন বনমন্ত্রী।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!