এখন পড়ছেন
হোম > জাতীয় > এবার ভুয়ো ভ্যাকসিন কান্ডের তদন্তের দায়িত্ব নিলো কেন্দ্রীয় এই সংস্থা, শুরু হলো টান টান উত্তেজনা

এবার ভুয়ো ভ্যাকসিন কান্ডের তদন্তের দায়িত্ব নিলো কেন্দ্রীয় এই সংস্থা, শুরু হলো টান টান উত্তেজনা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – ভুয়ো ভ্যাকসিন কান্ডের তদন্তে তোলপাড় রাজ্য রাজনীতি। এর প্রতিবাদে আজ কলকাতা পুরসভা ঘেরাও করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য বিজেপি। ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে সিবিআই তদন্তের দাবি করেছে বিজেপি। এই কাণ্ডে বিজেপি অভিযুক্ত করেছে তৃণমূলকে। বিজেপির অভিযোগ, ভ্যাকসিন কাণ্ডে অভিযুক্ত দেবাঞ্জন দেবের সঙ্গে তৃণমূলের বেশকিছু বিধায়ক, সাংসদের যোগাযোগ রয়েছে। শাসক দলের মদত ছাড়া কিছুতেই এই কারবার চলতে পারে না। এর তদন্ত শুরু করেছে রাজ্য পুলিশ। এবার এর তদন্ত শুরু করতে চলেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি।

সম্প্রতি পুলিশি হেফাজতে আছে ভ্যাকসিন কাণ্ডে অভিযুক্ত দেবাঞ্জন দেব। আজ তাকে আবার আদালতে তোলার সম্ভাবনা রয়েছে। এদিকে আগামীকাল ভ্যাকসিন কাণ্ডে কলকাতা পুলিশের তদন্তের রিপোর্ট পেশ করা হতে পারে কলকাতা হাইকোর্টে। আর আগামী সপ্তাহ থেকেই ভ্যাকসিন কাণ্ডের তদন্তে নামতে চলেছে ইডি। ইডির পক্ষ থেকে জানানো হয়েছে যে, প্রিভেনশন অফ মানি লন্ডারিং আইন অনুযায়ী দেশের কোথাও যদি কোনো আর্থিক দুর্নীতি ঘটে, তবে তা নিয়ে তদন্ত করতে পারে ইডি, তাঁদের এই ক্ষমতা আছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এ প্রসঙ্গে ইডির বেশকিছু আধিকারিক জানিয়েছেন যে, ভুয়ো ভ্যাকসিন কান্ড নিয়ে যেসব প্রাথমিক খোঁজ খবর পাওয়া গেছে, সেখানে দেখা গেছে যে, দেবাঞ্জন দেবের সঙ্গে বেশ কিছু প্রভাবশালী ব্যক্তির যোগাযোগ রয়েছে। ইডির বেশকিছু আধিকারিকেরা জানিয়েছেন যে, কোন এক চিকিৎসকের সাহায্যেই পুরসভায় প্রবেশ করেছিল দেবাঞ্জন দেব। তারপর পুরসভার বেশকিছু কর্তা ব্যক্তিদের সঙ্গে ঘনিষ্ঠতা রেখে প্রতারণার জাল বিস্তার করা হয়েছিল। দেবাঞ্জন দেবের সঙ্গে সঙ্গে এই সমস্ত প্রভাবশালী ব্যক্তিরাও অভিযুক্ত হয়ে উঠতে পারেন, এমন একটা সম্ভাবনা রয়েছে।

ইডির অভিযোগ, ভ্যাকসিন কাণ্ডের মূল অভিযুক্ত দেবাঞ্জন দেবের সঙ্গে বেশ কিছু প্রভাবশালী ব্যক্তির যোগাযোগ ছিল। তাদের সাহায্যেই তার এতটা বাড়বাড়ন্ত। কিন্তু এখনও পর্যন্ত সেই সমস্ত প্রভাবশালী ব্যক্তিদের নাম পুলিশ করেনি। এরকম কোন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ পর্যন্ত করা হয়নি। যাদেরকে এখনো পর্যন্ত পুলিশ গ্রেপ্তার করেছে, তাদের নামে প্রত্যক্ষভাবে দেবাঞ্জন দেবকে বেআইনি কাজে সাহায্য করার অভিযোগ উঠেছে। এরা দেবাঞ্জন দেবের সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত, কিন্তু প্রভাবশালী নন।

কাদের মদতে দেবাঞ্জন দেবের এই কারবার চলেছে? তার উত্তর এখনো ইডির কাছে নেই। দেবাঞ্জন কিভাবে নীল বাতির গাড়ি ব্যবহার করত? কলকাতা পুরসভার ভিতরে কিভাবে ভিআইপি পার্কিংয়ের তার গাড়ি জায়গা পেত? কাকে দেবাঞ্জন দু-ট্র্যাক মাস্ক, স্যানিটাইজার বিনামূল্যে বিতরণ করেছিল? তার কাছ থেকে কে ১০ হাজার পিপিই কিট কিনেছিলেন? এই সমস্ত প্রশ্নের উত্তর এখনো আসেনি ইডির হাতে। এই উত্তরগুলো খুঁজছেন গোয়েন্দারা।

ভুয়ো ভ্যাকসিন কান্ডের সমস্ত তথ্য কলকাতা পুলিশের কাছে জানতে চেয়েছে ইডি। তবে এখনো পর্যন্ত ইডির হাতে স্টেটাস রিপোর্ট ছাড়া আর কিছু আসেনি। অর্থাৎ, এখনো পর্যন্ত কাদের জেরা করা হয়েছে? কাদের গ্রেপ্তার করা হয়েছে? কাদের কথা নথিভূক্ত করা হয়েছে? এই তালিকাই শুধুমাত্র ইডির কাছে পৌঁছে দিয়েছে পুলিশ। বিস্তারিত রিপোর্টের জন্য অপেক্ষা করছে ইডি। সেই রিপোর্ট হাতে পেলেই ঝাঁপিয়ে পড়বে ইডি। কোন কোন প্রভাবশালী এর সঙ্গে জড়িত? তার সন্ধান শুরু করবে ইডি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!